রাজ পরিবারে নয়া অতিথি আসতে পারে ১৩ জুলাই
বশেষে রাজ-রহস্যের কিনারা হল বলেই মানছেন ব্রিটেনবাসী।
রাজ পরিবারের নতুন সদস্য, উইলিয়াম-কেটের প্রথম সন্তান কবে পৃথিবীর আলো দেখবে, তা নিয়ে গত ছ’মাস ধরেই জল্পনা চলেছে ব্রিটেনে। এ বার সেই জল্পনার শেষ। ঘনিষ্ঠ সূত্রে খবর, ১৩ জুলাই ভূমিষ্ঠ হতে পারে কেট-উইলিয়ামের প্রথম সন্তান। খবরের সত্যতা আংশিক মেনেও নিয়েছেন বাকিংহাম প্যালেসের মুখপাত্র। তবে সেই সন্তান ছেলে না মেয়ে, তা নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছে রাজ পরিবার।
কেটের অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে প্রথম থেকেই রহস্যের খাসমহল তৈরি করছিল বাকিংহাম প্যালেস। ডিসেম্বরের গোড়ায় ‘মর্নিং সিকনেস’ নিয়ে লন্ডনের কিং এডওয়ার্ড সেভেন হাসপাতালে কেট ভর্তি হওয়ার পর খবরের সত্যতা স্বীকার করে নেয় রাজ পরিবার। রহস্যের শুরু তখন থেকেই। বিশেষত রাজ পরিবারের নবীনতম সদস্য কবে ভূমিষ্ঠ হবে, তা নিয়ে শুরু হয় কৌতূহল, আলাপ-আলোচনা, এমনকী, বেটিংও। যদিও এ নিয়ে এত দিন কিচ্ছুটি বলেননি হবু বাবা-মা।

উইলিয়াম-কেটের এক বন্ধু জানিয়েছেন, সম্প্রতি রাজপরিবারের এক ঘনিষ্ঠের আয়োজিত অনুষ্ঠানে কেটের বন্ধুরা বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত আলোচনা করছিলেন। সেখান থেকেই ভেসে আসে এই তথ্য সম্ভবত ১৩ জুলাই আসবে রাজ-অতিথি। এমনকী রাজ পরিবারের কনিষ্ঠতম সদস্যটি যে ছেলে, তা নিয়েও মোটামুটি নিশ্চিত ব্রিটেনের বাসিন্দাদের একাংশ। স্বাভাবিক ভাবেই নতুন অতিথির আসার দিনটি নিয়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা।
তবে উদ্বেগের অবকাশও রয়েছে যথেষ্ট। কেন? আসলে ১১ জুলাই থেকে ১৪ জুলাই রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেকের ৬০ বৎসর পূর্তি উপলক্ষে চলবে উৎসব। তার মধ্যেই পরিবারে নতুন অতিথি আসতে পারে। সে ক্ষেত্রে উৎসবে সামিল থাকতে পারবেন না কেট-উইলিয়াম। কাজেই উৎসবের জৌলুস খানিকটা ফিকে হবে বই কি! বিষয়টি নিয়ে এ দিন রসিকতা করেন গায়িকা লরা রাইট। বলেন, “আমি বাবা বেশি জোরে গান করব না। কে জানে, আমার গান শুনে ওঁর (কেটের) প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল?”
লরা যতই রসিকতা করুন, ওই দিনটিকে মাথায় রেখেই সমস্ত পরিকল্পনা শুরু করেছে রাজ পরিবার। প্যাডিংটন-এর সেন্ট মেরি হাসপাতালের ব্যক্তিগত ‘লিন্ডো উইং-এ’ সন্তানের জন্ম দেবেন কেট। আগাগোড়াই যাঁর তত্ত্বাবধানে থাকবেন রাজ পরিবারের স্ত্রীরোগ বিশেষজ্ঞ অ্যালান ফারদিং। এই হাসপাতালেই জন্মেছিলেন রাজকুমার উইলিয়াম। নিজের প্রথম সন্তানকে কোলে নেওয়ার অনুভূতিও তাঁর এই হাসপাতালেই হবে।
আপাতত খোশ মেজাজেই দিন কাটাচ্ছেন কেট। দক্ষিণ ইংল্যান্ডে নিজের গ্রাম বাকলবেরিতে মা-বাবার সঙ্গে এপ্রিল মাসে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানে খাস ভারতীয় সব্জির তরকারি খেয়েছেন চেটেপুটে। পদটি তাঁর এতটাই পছন্দ হয়েছিল যে খেয়ে দেয়ে খানিকটা সঙ্গে নিয়েও যান তিনি। তবে চান শিঙ্গরিয়া এবং হশ নামে যে ভারতীয় দম্পতির রান্নার ভক্ত হয়েছিলেন কেট, তাঁরা অবশ্য কেটের সন্তান জন্মানোর দিন নিয়ে বিশেষ কিছুই বলেননি।
আপাতত তাই অনুমানই ভরসা। আর অপেক্ষা ১৩ জুলাইয়ের।
রাজ-কাহিনিতে সে দিনই নতুন অতিথি আসতে পারে যে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.