এলাকার সার্চ টাওয়ারের আলো জ্বলছে না। এ ছাড়াও জাতীয় সড়কের নিজস্ব নর্দমার কয়েকশো ফুট অংশ আবর্জনায় বুজে গিয়েছে। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় ব্যবসায়ী অজয় পাল, নিমাই গড়াই, দুলাল বাউড়িদের দাবি, আগে সার্চ টাওয়ারের প্রায় দশটি আলো জ্বলত। দেড় বছর ধরে দু’টি আলো জ্বলছিল। মাস চারেক ধরে সেটিও জ্বলছে না। ফলে সন্ধ্যা হতেই গুরুত্বপূর্ণ এই মোড় অন্ধকার হয়ে যাচ্ছে। অসুবিধা হচ্ছে পথচলতি মানুষের সঙ্গে গাড়ির চালকদেরও।
এ ছাড়াও জাতীয় সড়কের গা ঘেঁষে নর্দমার একাংশ বুজে যাওয়ায় বৃষ্টি হলেই জাতীয় সড়ক কাদায় ভরে যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। সারা বছর মশার উপদ্রবের কারণে রোগের প্রাদুর্ভাব লেগেই রয়েছে। স্থানীয় তৃণমূল নেতা অশোক পাল জানান, আগে প্রতি মাসেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ নিযুক্ত লোক এসে নর্দমা পরিস্কার করে যেত। বছর দু’য়েক তাও বন্ধ হয়ে রয়েছে।
সার্চ টাওয়ার লাইট এবং নর্দমার এই অবস্থার প্রতিকারের দাবিতে জামুড়িয়া পুরপ্রধানের কাছে তাঁরা দাবিপত্র দিয়েছেন। একইসঙ্গে তার প্রতিলিপি শ্রীপুর ফাঁড়ি এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়েছে। তবে কোনও প্রতিকার মেলেনি বলে তিনি দাবি করেছেন। জামুড়িয়ার পুরপ্রধান ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “জাতীয় সড়ক কর্তৃপক্ষ এক বছর আগে নর্দমাটি নিয়মিত পরিস্কার করার কথা বলেছিল। এক মাস আগে তাঁদের সঙ্গে আলোচনা হলে একই কথা বললেও তাঁরা কিছু করেননি। পুরবাসীর স্বার্থে এবার আমরা নিজেরাই কাজটি করব বলে ঠিক করেছি।” জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক অধিকর্তা জানান, এ বিষয়ে তাঁরা আলোচনা করছেন। শীঘ্রই তাঁরা কাজ শুরু করবেন। |