প্রকল্পে সহায়তা করছে না কেন্দ্র, নালিশ পুরমন্ত্রীর
কেন্দ্রীয় সরকার নানা প্রকল্প রূপায়ণে যথেষ্ট সহায়তা না করলেও এ রাজ্যে নগরোন্নয়নের কাজে গতি এসেছে, এমনই দাবি করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার আসানসোলে কমিউনিটি সেন্টারের উদ্বোধন করতে এসে তিনি বলেন, “কংগ্রেসের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পুরসভার প্রকল্পগুলি রূপায়ণে কোনও সাহায্য করছে না। তাঁদের সহযোগিতা ছাড়াই নগরোন্নয়নের কাজ আমরা তরান্বিত করছি।”
আসানসোলের ১ নম্বর ওয়ার্ডে সূর্যসেন পল্লি ও ৩২ নম্বর ওয়ার্ডে বকবাঁধী এলাকায় দুটি নতুন কমিউনিটি সেন্টারের দ্বারোদ্ঘাটন করেন পুরমন্ত্রী। মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় জানান, এই দু’টি কমিউনিটি সেন্টার তৈরিতে খরচ হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। কর্মসূচি শেষে পুরমন্ত্রী দাবি করেন, আসানসোল পুরসভা উন্নয়ন ও পরিষেবামূলক কাজে একশো শতাংশ অর্থ খরচ করেছে। রাজ্যের অন্য পুরসভাগুলির তুলনায় এই পুরসভার কাজ উল্লেখযোগ্য। আসানসোল পুর এলাকায় ১০০ কোটি টাকার নতুন জলপ্রকল্প প্রসঙ্গে এ দিন মন্ত্রীর দাবি, দ্রুত গতিতে কাজ চলছে। সময়সীমার মধ্যেই প্রকল্প শেষ হয়ে যাবে। কিন্তু সেই সময়সীমা কবে, তার কোনও সদুত্তর মন্ত্রী দেননি। কুলটি জলপ্রকল্পের বিষয়েও মন্ত্রী জানান, আইনি জটিলতা কাটিয়ে সেই কাজও চলছে জোরকদমে। পুরমন্ত্রী জানান, পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমাকে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) আওতায় আনা হয়েছে। সেখানকার যাবতীয় উন্নয়নমূলক কাজ এডিডিএ মারফতই হবে। এডিডিএ-র উদ্যোগে সেখানে তিন হাজার একর জমিতে একটি শিল্পতালুকও গড়া হবে বলে জানিয়েছেন তিনি।
পুরসভার কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রী কংগ্রেস ও কেন্দ্রের সমালোচনা করায় ক্ষুব্ধ আসানসোলের কংগ্রেস কাউন্সিলররা। সম্প্রতি পুরসভার বেশ কিছু কাজকর্মে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। টেন্ডার কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেস কাউন্সিলর শিবদাস চট্টোপাধ্যায়। জলের সঙ্কট না মেটায় মেয়রের সমালোচনা করেছেন জল দফতরের মেয়র পারিষদ কংগ্রেসের রবিউল ইসলাম। এই অবস্থায় রাজ্যের মন্ত্রীকে পুরসভার কর্মসূচিতে এনে পরিস্থিতি খানিকটা সামলানোর চেষ্টা করছেন মেয়র, এমনই দাবি কংগ্রেস কাউন্সিলরদের। রবিউল ইসলামের বক্তব্য, “বিরোধীদের ক্ষোভে জর্জরিত মেয়র মুখরক্ষা করতে মন্ত্রীকে হাজির করেছেন। মন্ত্রী কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মানুষকে বিভ্রান্ত করেছেন।” পুরসভার বিরোধী নেতা তথা প্রাক্তন মেয়র সিপিএমের তাপস রায়ও দাবি করেন, গত চার বছর কোনও উন্নয়নমূলক কাজ করতে পারেনি এই পুরবোর্ড। সেই ব্যর্থতা ঢাকতে মন্ত্রীকে মুখে শংসাপত্র আদায়ের চেষ্টা করেছেন মেয়র।
বিরোধী নেতা বা ক্ষমতাসীন জোটে শরিক কংগ্রেসের কাউন্সিলরদের অভিযোগের কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.