|
|
|
|
তারাবাজি |
দেব-শ্রাবন্তীর অন্য পৃথিবী |
গ্ল্যামার নয়। অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবিতে দেব-শ্রাবন্তী এ বার যেন
পাশের বাড়ির ছেলে-মেয়ে।
লিখছেন অরিজিৎ চক্রবর্তী |
এই আনন্দplus-য়েই অনিরুদ্ধ রায় চৌধুরী জানিয়েছিলেন, তাঁর পরের ছবিতে অভিনয় করবেন দেব।
প্রধান মহিলা চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে দীর্ঘ জল্পনা চলছিল আনন্দplus-য়ে সেই ইন্টারভিউ প্রকাশিত হওয়ার পর থেকেই। প্রথমে শোনা গিয়েছিল সোহাগের ভূমিকায় অভিনয় করবেন কোয়েল। কিন্তু পরিচালক জানালেন শ্রাবন্তীর সঙ্গেই চূড়ান্ত কথা হয়েছে তাঁর। “সোহাগের চরিত্রে একটা সারল্য আছে। চেহারার মধ্যে প্রকাশ পায় মধ্যবিত্ত ভ্যালু। ‘গয়নার বাক্স’তে শ্রাবন্তীর অভিনয় দেখেছি। খুব ভাল লেগেছে। কী ভীষণ সিম্পলিসিটি, কিন্তু কী সাঙ্ঘাতিক উইজডম! দেখতে দেখতে মনে হয়েছিল এটাই তো সোহাগের চরিত্রের জন্য প্রয়োজন। তাই শ্রাবন্তী। এক এক পরিচালকের কাস্ট করার টেকনিক এক এক রকম। আমার যেমন গল্প পড়তে পড়তেই কাস্ট চোখের সামনে ভেসে ওঠে। দেবের ক্ষেত্রেও তাই হয়েছিল,” জানালেন চিত্রনাট্যের কাজে ব্যস্ত পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। কিন্তু দেব বা শ্রাবন্তীর মতো স্টারদের নিজের ছবিতে নেওয়ার কারণ কি ছবির বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করার জন্য নয়? যাতে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে গোটা বাংলায় ছড়িয়ে যাওয়া যায়? “সিনেমার বাণিজ্যিক সাফল্যের চিন্তা তো অস্বীকার করে লাভ নেই। দেব-শ্রাবন্তীর একটা বিশাল ফ্যান বেস আছে গোটা বাংলায়। কিন্তু দেব বা শ্রাবন্তীকে কাস্ট করার সেটা কারণ নয়। স্টার নিয়ে ছবি তো আগেও করেছি। ‘অনুরণন’য়ে ঋতুপর্ণা সেনগুপ্ত, ‘অপরাজিতা তুমি’তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু এই ছবিতে অমলের চরিত্রের জন্য দরকার ছিল সারল্য, বাহ্যিক জগতের ছাপ না পড়া ইনোসেন্স। সেটা দেবের মধ্যে আছে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অমলের চরিত্রে দেবকেই তাই আমার আদর্শ লেগেছিল,” পরিচালক জানালেন।
|
আমার ভীষণ এক্সাইটিং লাগছে টোনিদার সঙ্গে কাজ করব ভেবে। আমার ক্যারেকটারটা অসাধারণ।
আর
আজকে এই ধরনের ছবি দর্শকরা ভীষণ পছন্দ করছে। ‘গয়নার বাক্স’র পর তাই আবার
একটু অন্য ধরনের
বাংলা ছবি করার সিদ্ধান্ত নিলাম। টোনিদাও ‘গয়নার বাক্স’
দেখে আমাকে বেছেছেন।
দেব সাউথ আফ্রিকা থেকে
ফিরলেই আমরা ওয়ার্কশপ শুরু করব।
শ্রাবন্তী |
তনুশ্রী চক্রবর্তী |
গার্গী রায়চৌধুরী |
সুদীপ্তা চক্রবর্তী |
মুনমুন সেন |
|
ছবিতে দেব-শ্রাবন্তী ছাড়াও তনুশ্রী চক্রবর্তী, গার্গী রায়চৌধুরী, সুদীপ্তা চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও মুনমুন সেন অভিনয় করবেন। বাকি কাস্টিংও এ
মাসের মধ্যেই ঠিক হয়ে যাবে। আন্ডারওয়ার্ল্ড থ্রিলার হলেও এই ছবিতেও অনিরুদ্ধের আগের ছবিগুলোর মতো চরিত্রের বিশ্লেষণই সব থেকে বেশি গুরুত্ব পাবে। মধ্যবিত্ত
পরিবার থেকে উঠে আসা অমল, মাটির মতো সব শুষে নেওয়া সোহাগ। “সময়ের সঙ্গে সঙ্গে তো চিন্তাভাবনাও বদলে যায়। বিভিন্ন সময় মানুষের মনের বিভিন্ন পরিস্থিতি থাকে। গত বছর সমরেশদা (সমরেশ মজুমদার)-র ‘বুনো হাঁস’ পড়েই গল্পটা ভাল লেগে গিয়েছিল। মানুষের লোভ, ঠিক-ভুলের বদলে যাওয়া সংজ্ঞা, বিশ্বাসে মূল্যের অসাধারণ ব্যাখ্যা ছিল গল্পটায়, যেটা আজকের সময়ে ভীষণ ভাবে প্রাসঙ্গিক। গল্পটা পড়ার পরেই ঠিক করি পরের ছবি এটা নিয়েই বানাব,” বললেন অনিরুদ্ধ রায়চৌধুরী।
অগস্টের শেষেই শুরু হবে ছবির শু্যটিং। বক্স অফিসে তা কতটা তরতর করে এগিয়ে যায় সেটাই এ বার দেখার।
|
|
গল্প পড়তে পড়তেই
কাস্ট আমার
চোখের সামনে
ভেসে ওঠে।
অনিরুদ্ধ রায়চৌধুরী |
|
ছবি: সুব্রত কুমার মণ্ডল |
|
|
|
|
|