নৈহাটিতে ধৃত অস্ত্র ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • নৈহাটি |
বেআইনি অস্ত্রের এক কারবারিকে শুক্রবার রাতে নৈহাটি থেকে গ্রেফতার করল সিআইডি। তার কাছ থেকে দশটি দেশি পিস্তল এবং গুলি রাখার দশটি খালি ম্যাগাজিন পাওয়া গিয়েছে। সিআইডি সূত্রের খবর, ধৃতের নাম জামিরুল হোসেন ওরফে ভিকি। বাড়ি বিহারের তারাপুরে। নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র রোড থেকে তাকে ধরা হয়। শনিবার ভিকিকে আদালতে হাজির করানো হলে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়। সিআইডি-র দাবি, ভিকি আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করেছে। তার কাছ থেকে কারা বেআইনি অস্ত্র কিনত, তা জানতেই তাকে নিজেদের হেফাজতে নিয়েছে সিআইডি।
|
স্ত্রীকে কাটারি দিয়ে খুন, অভিযুক্ত প্রৌঢ়
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
সাংসারিক বিবাদের জেরে স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। শুক্রবার রাতে বসিরহাটের বেগমপুরের পশ্চিমপাড়ার বাসিন্দা সায়রা বিবি (৫০) নামে ওই মহিলার রক্তাক্ত দেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, ওই মহিলা অভিযুক্ত খোদাবক্স গাজির প্রথম পক্ষের স্ত্রী। দম্পতির দুই ছেলে। ছোট ছেলে সাবুর গাজি বাবার বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে।
|
মিলল পরিচয়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়ার আন্দুল রোডের পাশের পুকুরে ভেসে ওঠা অজ্ঞাতপরিচয় যুবকের পরিচয় মিলল। পুলিশ জানিয়েছে, যুবকের নাম রাজেশ বর্মা (৩৫)। শিবপুরের বিপ্রদাস চ্যাটার্জি লেনের বাসিন্দা তিনি। পরিজনেদের দাবি, পিটিয়ে খুন করা হয়েছে তাঁকে। শনিবার বিকেলে একটি খুনের মামলা দায়ের করেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
যুবক গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
জুয়া খেলার টাকা না পেয়ে মাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শনিবার বাদুড়িয়ার খোড়গাছি গ্রামের ঘটনা। অভিযুক্ত হাসানুর জামান মোল্লা নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার ছোড়া একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান তার মা আশিকা রসুল। তিনিই পুলিশের কাছে অভিযোগ জানান।
|
ধৃত ল্যাপটপ চোর নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
উত্তর ২৪ পরগনার গোপালনগর থেকে ইব্রাহিম মণ্ডল নামে ল্যাপটপ চোরকে ধরল পুলিশ।
|
হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন অসীম ঘোষ। শনিবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিক ভাবে দলের প্রাক্তন এই সভাপতির নাম ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। |