সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার তিন দিনের মাথায় মতামত জানতে চাওয়া হল অর্থ দফতরের ওয়েবসাইটে।
গত বুধবার মহাকরণে অর্থমন্ত্রী অমিত মিত্রকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কথা ঘোষণা করেন। শুক্রবারই অর্থ দফতরের ওয়েবসাইটে ই-মেল আইডি দিয়ে বলা হয়েছে, এক মাসের মধ্যে সাধারণ মানুষকে মতামত জানাতে হবে। আইডি হল js.fb-@nic.in। তবে প্রকল্প নিয়ে সরকারের ভাবনা-চিন্তা কেমন, তা নিয়ে ওয়েবসাইটে কোনও ধারণা দেওয়া হয়নি। ঘোষণার দিনও মুখ্যমন্ত্রী এই নিয়ে প্রায় কিছুই জানাননি।
অর্থ দফতরের এক কর্তা জানিয়েছেন, প্রকল্পটি নিয়ে সরকারের উপর মহলে আলোচনা চলছে। অর্থ দফতরের আধিকারিকদের মধ্যেও বেশির ভাগই এই ব্যাপারে এখনও জানেন না। তবে ওয়েবসাইটে যে মতামত জানতে চাওয়া হয়েছে, তা তাঁরা জেনেছেন। সারদা-কাণ্ডের পর প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দিতে মুখ্যমন্ত্রী আগেই ৫০০ কোটি টাকার তহবিল গড়ার কথা ঘোষণা করেছিলেন। সিগারেটের উপরে ১০ শতাংশ বাড়তি ভ্যাট ও অন্যান্য উপায়ে ওই তহবিলের টাকা সংগ্রহ হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। এর কয়েক দিন পরেই মমতা জানান, লগ্নি সংস্থার হাতে সাধারণ মানুষের প্রতারণা রুখতে রাজ্য নিজেই একটি ক্ষুদ্র সঞ্চয় ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবছে। ওই দিন মুখ্যমন্ত্রী বলেন, “এটি অনেকটা সামাজিক সুরক্ষা ধাঁচের প্রকল্প। এতে সরকারের কাছে সাধারণ মানুষ টাকা জমা রাখবেন। বেশি সুদ দিতে পারব না। তবে টাকাটা সুরক্ষিত থাকবে।”
অর্থনীতিবিদদের কেউ কেউ অবশ্য এই ধরনের প্রকল্প পরিচালনার ব্যাপারে রাজ্য সরকারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
|