বোমা মেরে খুন করায় আট জনের যাবজ্জীবন সাজা হল। শনিবার এই রায় দেন বীরভূমের সিউড়ি আদালতের অতিরিক্ত দায়রা বিচারক (১) শুভ্রদীপ মিত্র। সরকার পক্ষের আইনজীবী তপন গোস্বামী জানান, ১৫ বছর আগে সাঁইথিয়া থানার লহাট গ্রামে বাসিন্দাদের দু’পক্ষের বচসার মধ্যে বোমা পড়ে। মৃত্যু হয় মাসেব্বর শেখ নামের এক ব্যক্তির। তাঁর পরিবার পুলিশের কাছে ১৫ জনের নামে অভিযোগ করেন। পুলিশ ১৩ জনের নামে চার্জশিট দেয়। এক জন ফেরার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হল, নুরমান শেখ, শিরমান শেখ, নির্মাণ শেখ, ডালিম শেখ, নেপু শেখ, দুলাল শেখ, জয়নাল শেখ ও বাঁকাই শেখ। বাকি চার অভিযুক্তকে খালাস দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের আইনজীবী মানবেন্দ্র মুখোপাধ্যায় জানান, তাঁরা ঊচ্চআদালতে আবেদন করবেন।
|
তদন্তকারী অফিসারের সাক্ষ্য সম্পূর্ণ না হওয়ায় নতুন দিন পড়ল রেণু সরকার হত্যা মামলার। শনিবার বোলপুরের অতিরিক্ত জেলা জজ মানস বসুর এজলাসে সাক্ষী দিলেন মামলার শেষ সাক্ষী, তদন্তকারী অফিসার দেবাশিস ঘোষ। সরকারি আইনজীবী তপনকুমার দে বলেন, “দেবাশিসবাবু উদ্ধার হওয়া বিভিন্ন জিনিসের তালিকা জমা দিয়েছেন। রেণুদেবী খুনের এফআইআরটিও শনাক্ত করেছেন। মৃতদেহের সুরতহালের রিপোর্ট আগেই আদালতে জমা পড়েছিল। এ দিন সেটিও শনাক্ত করেছেন তিনি।” তপনবাবু জানিয়েছেন, এ দিন চার ঘণ্টাতেও সাক্ষ্য সম্পূর্ণ না হওয়ায় আগামী ৩১ মে দেবাশিসবাবুকে ফের সাক্ষ্য দিতে নির্দেশ দিয়েছেন বিচারক। গত বছর ১৩ জানুয়ারি রাতে শান্তিনিকেতনের বাড়িতে খুন হয়েছিলেন রেণু সরকার (৭৮)।
পুরনো খবর: শান্তিনিকেতনে বৃদ্ধা খুন, আটক কেয়ারটেকার |
মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে ধরল পুলিশ। শুক্রবার বীরভূমের মাড়গ্রাম এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম নিশি দাই। শনিবার রামপুরহাট আদালতে তার ১৪ দিন জেলের নির্দেশ হয়েছে। ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হল মহম্মদ শাহজাহান (৪২) নামে এক সাইকেলআরোহীর। বাড়ি বীরভূমের মাড়গ্রাম থানার উত্তর নারায়ণপুর গ্রামে। |