টুকরো খবর
অস্ত্র-মামলায় খারিজ হল আগাম জামিন
এনায়েতপুর অস্ত্র-মামলায় সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সত্যেন মাইতি-সহ ৬ জন নেতা-কর্মীর আগাম জামিনের আবেদন খারিজ করল মেদিনীপুর আদালত। গত ১৩ মার্চ মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুর থেকে মাটি খুঁড়ে ৭০টি বন্দুক-রাইফেল উদ্ধার করে যৌথবাহিনী। ঘটনায় জড়িত থাকায় সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার-সহ ১২ জনের নামে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পরই রেণুপদ সিংহ নামে এক সিপিএম কর্মীকে ধরে পুলিশ। রেণুপদকে নিয়ে তল্লাশি চালিয়ে ১৭ রাউন্ড গুলি উদ্ধার হয় বলে পুলিশের দাবি। এই মামলায় আগাম জামিন চেয়ে গত ১২ এপ্রিল মেদিনীপুর জেলা ও দায়রা আদালতের দ্বারস্থ হন ৬ জন অভিযুক্ত। সত্যেনবাবু ছাড়াও রয়েছেন অজিত সেনাপতি, বলরাম পান, রঞ্জিত মাহাতো, পবন দোলুই এবং গৌরাঙ্গ কৈলা। দু’পক্ষের বক্তব্য শুনে শনিবার বিচারক সমর রায় আগাম জামিনের আবেদন খারিজ করেন।

শ্লীলতাহানিতে অভিযুক্ত যুব তৃণমূল নেতার জামিন
দুই আদিবাসী মহিলার শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত যুব তৃণমূল নেতা জলধর পণ্ডা-সহ ৫ জন জামিন পেলেন। শনিবার ঝাড়গ্রাম এসিজেএম আদালত তাদের জামিন মঞ্জুর করে। ৩ মার্চ বিনপুর থানার মাগুরা ও আঁকরো গ্রামে ঝাড়খণ্ড পার্টির দুই নেতা-কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে জলধরবাবু ও তাঁর দলবলের বিরুদ্ধে। দুই ঝাড়খণ্ডী নেতা-কর্মীকে বাড়িতে না পেয়ে তাঁদের পরিবারের মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ৬ এপ্রিল ৫ অভিযুক্তকে ধরা হয়। আদালতের নির্দেশে মাস খানেক তাঁরা ঝাড়গ্রাম উপ-সংশোধনাগারে ছিলেন। এ দিন ছাড়া পেয়ে বিনপুর ১ ব্লক যুব তৃণমূল সহ-সভাপতি জলধর বলেন, “ঝাড়খণ্ড পার্টি (নরেন)-এর নেত্রী চুনিবালা হাঁসদার সঙ্গে হাত মিলিয়ে কিছু রাজনৈতিক কারবারি আমাকে ফাঁসিয়েছিল।” চুনিবালার পাল্টা দাবি, “পঞ্চায়েত ভোটের আগে জলধরদের এলাকায় ফেরাতে চেয়েছিল তৃণমূল। পুলিশ ইচ্ছা করে লঘু কেস ডায়েরি দিয়েছে।”

দুর্ঘটনায় মৃত ছাত্র
অসাবধানে স্কুলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক আবাসিক ছাত্রের। শুক্রবার রাতে লালগড়ের গোহমিডাঙা হাইস্কুলের ঘটনা। মৃত বিনোদ হাঁসদার (১২) বাড়ি স্থানীয় গোপালপুর গ্রামে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিমাইচন্দ্র পাত্র জানান, খাওয়ার পরে ছাদে উঠেছিল সে। পাঁচিলে বসে থাকার সময় অসতর্কতায় পড়ে যায়। রাতেই ঝাড়গ্রাম জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।

আত্মঘাতী সার্জেন্ট
নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি ছুড়ে আত্মহত্যা করলেন কলাইকুণ্ডা এয়ারফোর্সের এক সার্জেন্ট। মৃতের নাম কে মিশ্রা (৩৯)। বাড়ি রাজস্থানে। রবিবার সকালে ঘটনাটি ঘটে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

হলদিয়ায় ছিনতাই
আইওসি-র এক ঠিকাকর্মী শনিবার দুপুরে ব্যাঙ্ক থেকে লক্ষাধিক টাকা তুলে ফেরার সময় ছিনতাই হল হলদিয়ায়। টাকার ব্যাগ নিয়ে পালায় বাইক আরোহী দুষ্কৃতীরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.