|
|
|
|
নাম জড়াল তৃণমূলেরও |
অন্তঃসত্ত্বাকে ধর্ষণ, চন্দ্রকোনায় ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
অন্তঃসত্ত্বা এক মহিলাকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করল চন্দ্রকোনা থানার পুলিশ। ধৃত হারু মণ্ডল, আসবাহার খান ও হিরাদুল্লাহ খান চন্দ্রকোনার ইন্দা গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে গ্রামের বাড়ি থেকেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলেরও। ধৃত তিন জনই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। যদিও দলের ব্লক সভাপতি চিত্ত পাল ও ব্লক যুব তৃণমূলের সভাপতি অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “ওঁরা তৃণমূল সমর্থক মাত্র। ফলে, দলের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার শ্বশুরবাড়ি গড়বেতা থানার বলরামপুরে। পারিবারিক অশান্তির জেরে তিনি ও তাঁর স্বামী চন্দ্রকোনার ইন্দা গ্রামে এক আত্মীবাড়িতে থাকতেন। সম্প্রতি কর্মসূত্রে ওই মহিলার স্বামী হুগলি যান। তারপর থেকে তিনি আর স্ত্রীর সঙ্গে কোনও যোগাযোগ করেননি। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, স্বামীর খোঁজ পেতে তিনি তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীদের দ্বারস্থ হন। গত ২২ এপ্রিল হারু মণ্ডল ওই মহিলাকে সঙ্গে নিয়ে তৃণমূলের গুহায়দহ অঞ্চল কার্যালয়ে যান। সেখানে উপস্থিত নেতাদের মধ্যস্থতায় ওই মহিলার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি মিটেও যায়। এরপর ২৩ এপ্রিল হারু ও তাঁর দুই সঙ্গী ওই মহিলাকে চন্দ্রকোনা শহরের একটি লজে নিয়ে যান বলে অভিযোগ। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে পুলিশকে জানিয়েছেন ওই মহিলা। বিষয়টি জানাজানি হলে ‘ফল ভাল হবে না’ বলে হুমকিও দেয় ওই তিন জন। এই ঘটনার পরে মহিলা কেশপুরে বাপের বাড়িতে চলে আসেন। স্বামীর সঙ্গে ফোনে তাঁর কথাও হয়। বৃহস্পতিবার স্বামীর সঙ্গে দেখা হয় তাঁর। শুক্রবার স্বামীকে সঙ্গে নিয়ে এসেই চন্দ্রকোনা থানায় তিনি ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
শনিবার ধৃতদের ঘাটাল আদালতে হাজির করা হয়েছিল। তিন জনকেই ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। ওই মহিলার ডাক্তারি পরীক্ষাও হয় এ দিন। পুলিশ জানায়, তদন্তে সব দিকই দেখা হচ্ছে। |
|
|
|
|
|