সৌরভ গঙ্গোপাধ্যায়ের পুণে ওয়ারিয়র্স নিয়ে কত কথাই না শুনছিলাম। ও নাকি টিমকে চালাতে পারেনি ঠিকঠাক, প্লেয়াররা বিদ্রোহ করায় পারফরম্যান্স ভাল হয়নি, পেপসি আইপিএলেই নাকি বোঝা যাবে টিমটা কতটা দুর্ধর্ষ শুনে শুনে কান ঝালাপালা হয়ে গিয়েছিল। পুণে টিমের যাঁরা এ সমস্ত কথাবার্তা বলছিলেন, আজ তাঁদের মুখগুলো দেখতে খুব ইচ্ছে করছে। সৌরভ তো এ বার কোনও ভাবেই টিমের সঙ্গে জড়িয়ে নেই। তা আপনাদের টিম কী করছে? ১৪ ম্যাচে ১২-টায় হার, শনিবার মুম্বইয়ের কাছে হারটা ধরলে টানা ন’টা! স্কোরবোর্ডে ১১২ তুলে মুম্বইকে আটকানো যায় না। মুম্বই পাঁচ উইকেটে ম্যাচ জিতে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্রায় প্লে অফে।
আমার বিনীত প্রশ্ন, এই অবস্থা কি সৌরভের আমলেও হয়েছিল?
আসলে কী জানেন, টিম যদি জঘন্য হয়, নিলামে যদি মাঝারি মানের কিছু বিদেশি কেনা হয়, কোনও ক্যাপ্টেনেরই কিছু করার থাকে না। সৌরভের জমানায় পুণে হারুক বা জিতুক, একটা প্ল্যানিং বলে ব্যাপার ছিল। সৌরভ চেষ্টা করেছিল একটা মাঝারি টিমকে টেনে নিয়ে যেতে। এ বার তো সেটাও নেই! আমাকে বলতে পারেন, কোন যুক্তিতে কেন্ রিচার্ডসনের মতো ক্রিকেটারকে চার কোটি টাকায় কেনা হল? কোন যুক্তিতে অ্যালান ডোনাল্ড একটা ফ্র্যাঞ্চাইজির কোচ হয়ে যায়, যার কি না স্কুল কোচিংয়েরও অভিজ্ঞতা নেই? স্পিনিং ট্র্যাকে কেন অজন্তা মেন্ডিসের মতো স্পিনারকে বসিয়ে রাখা হয়?
মনে হয় না পুণে কর্তারাও উত্তরগুলো দিতে পারবেন বলে। এমনিতে একটা ভ্রান্ত ধারণা আছে যে, গাদা গাদা টাকা খরচ করলেই বোধহয় একটা ভাল টিম করে ফেলা যায়। তা হলে তো রাজস্থান বা সানরাইজার্সের প্রত্যেকটা ম্যাচ হারার কথা। বিশ্বাস করুন, পুণের ম্যাচ দেখলে এখন বিরক্তি ছাড়া কিছু হয় না। পাওয়ার প্লে-র জন্য ওদের উথাপ্পার মতো দু’একজন ব্যাটসম্যান আছে। কিন্তু টি টোয়েন্টিতে পনেরো থেকে কুড়ি শেষের এই পাঁচ ওভারই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, রান যে ওই সময়ই ওঠে সবচেয়ে বেশি, সেটা সম্ভবত পুণে কর্তারা ভুলে গিয়েছিলেন। উথাপ্পা, ফিঞ্চ, অ্যাঞ্জেলো ম্যাথেউজ, স্টিভ স্মিথ সবাই একই ধরনের ক্রিকেট খেলে। আমার প্রশ্ন হচ্ছে, এত টাকা খরচ করলে যখন কেন তোমার টিমে এবি ডে’ভিলিয়ার্সের মতো কেউ থাকবে না? মুম্বই পারলে তুমি কেন কিনতে পারলে না রোহিত শর্মাকে? টাকা তো ছিল। আসলে বড় রান তোলার লোকই পাওয়া যাচ্ছে না দলটায়। |
তুমি ৩৭ জনের টিম করতে পারছ, টিমে ষোলো জন বিদেশি আছে, অথচ কোনও বিদেশি পেসার নামাতে পারছ না! তোমার পেস জুটি কি না অশোক দিন্দা আর ভুবনেশ্বর কুমার! আশ্চর্য।
ক্যাপ্টেন্সি নিয়েও বলার আছে। একটা ফ্র্যাঞ্চাইজিতে একই মরসুমে এতগুলো ক্যাপ্টেন আগে দেখিনি। আজ ম্যাথেউজ, কাল টেলর, পরশু অ্যারন ফিঞ্চ। টিমে নিউক্লিয়াস বলে কোনও বস্তু নেই। আর ক্যাপ্টেন্সি নিয়ে যখন এত ঝামেলা, যুবরাজ সিংহকে অধিনায়কত্ব দেওয়া হল না কেন? শুনলাম, ওর নাকি ইচ্ছে ছিল না। প্রশ্ন হচ্ছে, কেন? ইচ্ছে থাকবে না কেন? ওর সঙ্গে কথা বলা হয়েছে? জবাব কিছুরই পাওয়া যাবে না।
|
বিস্তারিত স্কোর |
পুণের হার-নামা |
• ৩ মরসুমে ৪৪ ম্যাচে হার ৩২ জয় ১২।
• এই নিয়ে ফের এক আইপিএলে টানা ৯টি ম্যাচ হারের রেকর্ড পুণের।
• গত বারও টানা ৯ ম্যাচ হারের রেকর্ড ছিল পুণের।
• সব মিলিয়ে আইপিএলে টানা ১১ ম্যাচ হারের রেকর্ডও পুণের দখলে। তবে সেই রেকর্ড আইপিএল ফোর এবং আইপিএল ফাইভ মিলিয়ে। |
|