আজকের শিরোনাম
নতুন দায়িত্বে জোশী, সিব্বল
অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করল কংগ্রেস হাইকমান্ড। গতকাল পবন বনশল ও অশ্বিনীকুমারের ইস্তফার পর রেলমন্ত্রী ও আইনমন্ত্রীর শূন্যপদ নিয়ে যথেষ্ট জল্পনা চলছিল। কর্ণাটকে মুখ্যমন্ত্রীর পদে সীড্ডারামাইয়ার মনোনয়নের পরে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মল্লিকার্জুন খার্গেকে রেলমন্ত্রী করা হবে কি না তা নিয়েও চলছিল চাপানউতোর। আজ রেলমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব কেন্দ্রীয় সড়ক পরিহন মন্ত্রী সি পি জোশীকে দেওয়া হবে বলে ঘোষণা করে কংগ্রেস হাইকমান্ড। আইনমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী কপিল সিব্বলকে। আগামী সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রীসভার রদবদলের সময় পূর্ণ সময়ের মন্ত্রীর নাম ঘোষণা করা হবে বলে খবর।

সাধারণ নির্বাচন ঘিরে অশান্ত পাকিস্তান
‘ঐতিহাসিক’ নির্বাচনের দিনেই পাকিস্তানে পরপর চারটি বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ১০ জন। পাকিস্তানের সাধারণ নির্বাচন ঘিরে প্রথম থেকেই জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। সুরক্ষার জন্য মোতায়েন করা হয়েছিল প্রায় ৭৫ হাজার সেনা। কিন্তু এই ‘কঠোর’ নিরাপত্তার ঘেরাটোপ সত্ত্বেও আজ সকালেই করাচির এএনপি-র নির্বাচনী অফিসের সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটে কোয়েটা ও পেশোয়ারেও। পেশোয়ারের চারসাড্ডা ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে বিস্ফোরণে জখম হন অন্তত ৫ জন।
করাচির বিস্ফোরণস্থল। ছবি: এএফপি
তবে এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও সংগঠনই। পুলিশের ধারণা এই ঘটনার পিছনে পাক তালিবানের হাত রয়েছে। নির্বাচনের আগেই সন্ত্রাসের আগাম হুঁশিয়ারি দিয়েছিল তারা। দ্বিতীয় বিস্ফোরণ করাচির লান্ধি এলাকায় হয়েছে বলে খবর। এই বিস্ফরণে ১০ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৩০ জন।

আজ বৃষ্টির সম্ভাবনা
অবশেষে তীব্র দাবদাহের সাময়িক স্বস্তি মিলতে পারে বলে আশ্বস্ত করছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা। ভারী বর্ষণ হতে পারে উত্তরবঙ্গে। এই বৃষ্টিপাতের কারণ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ বলেই মনে করা হচ্ছে। এই নিম্নচাপ ঘূর্ণাবর্তের আকারে এগোচ্ছে উত্তর-পূর্ব দিকে। নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। ১২-১৩ মে প্রায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বাংলাদেশ ও মায়ানমারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূলেও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মত্স্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.