পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্ম জয়ন্তীতে উত্তরবঙ্গে সকাল থেকেই নানা অনুষ্ঠানে মেতে উঠলেন বাসিন্দারা। সরকারি প্রতিষ্ঠানগুলির একাংশ, স্কুল কলেজ, স্বেচ্ছাসেবী সংস্থার তরফে প্রভাত ফেরি, নাচ, গান, আবৃত্তির আয়োজন করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে রবীন্দ্র মূর্তিতে মালা দেন মন্ত্রী গৌতম দেব, পুরসভার তরফে মেয়র গঙ্গোত্রী দত্ত। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য-সহ তাঁর দলের নেতৃত্বদের একাংশও বাঘা যতীন পার্কে রবীন্দ্র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ দেন। পুরসভার তরফে বাঘা যতীন পার্কে এবং নিজের ১২ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে কবিতা পাঠ করেন মেয়র। জলপাইগুড়ি জেলা গ্রন্থাগারে রবীন্দ্রজয়ন্তীর পালন করা হয়। জেলা তথ্য সংস্কৃতি দফতরের তরফে, পুলিশ সুপারের অফিসেও এ দিন অনুষ্ঠান হয়। জেলার বিভিন্ন ক্লাব দিনটি পালন করেন। |
বালুরঘাটে কবিকে শ্রদ্ধাজ্ঞাপন। ছবিটি তুলেছেন অমিত মোহান্ত। |
শিলিগুড়ি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর ক্লাবের পক্ষ থেকে এদিন সন্ধ্যায় তাদের মাঠে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়। নৃত্যনাটিকা, গান, নাচ-সহ নানা অনুষ্ঠান হয়। ২ নম্বর ওয়ার্ড কমিটির তরফে প্রধান নগরে রবীন্দ্রমূর্তির সামনেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওয়ার্ড কমিটি লোকজনদের নিয়ে এ ব্যাপারে উদ্যোগী হন স্থানীয় কাউন্সিলর মুকুল সেনগুপ্ত। দক্ষিণ ভারতনগর স্পোর্টিং ক্লাবের তরফে প্রভাত ফেরি বার করা হয়। পরে ক্লাব প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠান হয় বলে জানান ক্লাবের সম্পাদক বাসু সিকদার। শিলিগুড়ি তৃণমূল অফিসে জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছাড়াও ছিলেন কৃষ্ণ পাল, দীপক শীল, সৌমিত্র কুণ্ডু, নিখিল সাহানিরা।
রায়গঞ্জ পুরসভার উদ্যোগে স্থানীয় ঘড়িমোড়ে রবীন্দ্র মূর্তিতে মালা দেন পুরসভার চেয়ারম্যান রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। এরপর কবিগুরুর মূর্তিতে শ্রদ্ধা জানান পুরসভার বিরোধী দলনেতা প্রিয়তোষ মুখোপাধ্যায়, কাউন্সিলর পবিত্র চন্দ, সন্দীপ বিশ্বাস। হাজির ছিলেন বিভিন্ন স্কুল, কলেজের পড়ুয়া শিক্ষক-শিক্ষিকারা। |
রবি প্রণাম |
|
|
জন্মদিনে কোচবিহারে ট্রেনের কামরায় গান।
ছবিটি তুলেছেন হিমাংশুরঞ্জন দেব। |
কবির ছবিতে মাল্যদান। হলদিবাড়িতে
রাজা বন্দ্যোপাধ্যায়ের তোলা ছবি। |
|
জেলা তথ্য ও সাংস্কৃতিক দফতরের উদ্যোগে এদিন সকালে কালিয়াগঞ্জ পুরসভায় কবির জন্মদিন পালন করা হয়। সেখানে কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান অরুণ দে সরকার-সহ জেলা প্রশাসনের কর্তারা কবির ছবিতে মালা দেন। শিল্পীদের নিয়ে অনুষ্ঠান হয়। মালদহে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে।
কোচবিহার রবীন্দ্রভবন চত্বরে প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান হয়। পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ কবির মূতিতে মালা দেন। উপস্থিত ছিলেন জেলাশাসক মোহন গাঁধী। পরে রবীন্দ্র বিষয়ক আলোচনা চক্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সাগরদিঘি পাড়ে সমকালীন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে চিত্র কর্মশালা, কবিতা পাঠের আসর।
দিনহাটা হেমন্ত বসু কর্ণারে রবীন্দ্র মূর্তির পাদদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আবৃত্তি পরিষদ ও নাগরিক মঞ্চর। বামনহাট আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেনে কামরায় ‘প্রান্তিক’ নাট্য গোষ্ঠীর তরফে নৃত্যনাট্য, গান, নাচ, আবৃত্তির অনুষ্ঠান আয়োজন করা হয়। স্টেশন প্ল্যাটফর্মেও অনুষ্ঠান হয়। প্রান্তিকের তরফে স্বপন দত্ত জানান, যাত্রী এবং রেলকর্মীদের জন্মজয়ন্তীতে সামিল করতেই ওই উদ্যোগ। |
|
|
কবিকে শ্রদ্ধা জলপাইগুড়িতে।
সন্দীপ পালের তোলা ছবি। |
শিলিগুড়িতে বাঘাযতীন পার্কে পড়ুয়াদের
শ্রদ্ধার্ঘ। ছবি তুলেছেন বিশ্বরূপ বসাক। |
|
বিভিন্ন থানাতেও রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান হয়।
বালুরঘাট শহরে এ দিন ঐক্যতানের উদ্যোগে রবিন্দ্রনাথের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা বার হয়। বালুরঘাট গার্লস হাইস্কুল, প্রাচ্যভারতী, বিদ্যাপীঠে নানা অনুষ্ঠান হয়। জেলা প্রেস ক্লাবে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান হয়। দুপুরে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতা তিলক চৌধুরীর উদ্যোগে শহরে এমজি রোড এলাকায় মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিশিষ্ট শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। |