উত্তর দিনাজপুরের কারণদিঘি ব্লকের রুদেল এলাকার বাসিন্দা পেশায় মাদ্রাসার শিক্ষক মহম্মদ মল্লিকের সঙ্গে গত পাঁচ বছর ধরে প্রতিবেশি মামুদ হকের পাঁচ বিঘা জমির দখলকে কেন্দ্র করে শরিকি বিবাদ চলছিল। জমির মালিকানা দাবি করে দুপক্ষই ইসলামপুর মহকুমা আদালতে মামলা দায়ের করেছিলেন। জাতীয় আইন মেলার ভ্রাম্যমাণ লোক আদালতে বিচার প্রক্রিয়ার মাধ্যমে মাত্র আধ ঘণ্টার মধ্যে সেই মামলার নিষ্পত্তি হওয়ায় খুশি মহম্মদ ও মামুদ। বিচারকদের ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেছেন, “আদালতে হাজিরা দিতে দিতে জুতোর সুকতলা খয়ে গিয়েছিল। লোক আদালতে জমির সীমা চিহ্নিত হওয়ায় ভুল বোঝাবুঝি মিটে গেল।”
কালিয়াগঞ্জের গাড়ির ব্যবসায়ী নরোত্তম বসু ৩ বছর আগে মালদহের এক বেসরকারি সংস্থাকে ৯০ হাজার টাকায় একটি পুরনো অ্যাম্বাসাডর বিক্রি করেন। সংস্থা গাড়ির দাম বাবদ যে চেক দেয়, সেটি বাউন্স হয়। এই অভিযোগে রায়গঞ্জ আদালতে ওই সংস্থার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন নরোত্তমবাবু। এ দিন জাতীয় আইন মেলার সাধারণ বেঞ্চের লোক আদালতে হাজির হয়ে ওই সংস্থা ভুল স্বীকার করে নরোত্তমবাবুকে টাকা দেওয়ার হলফনামা দেয়।
রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও রাজ্য বার কাউন্সিল এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সহযোগিতায় বৃহস্পতিবার আয়োজিত জাতীয় আইন মেলায় এমন নানা মামলার নিষ্পত্তি হল। মেলা চলবে চার দিন। আইনি সচেতক সংস্থা উত্তর দিনাজপুর কোর্ট অফ কনসালটেন্সির তরফে দাবি করা হয়েছে, দেশের মধ্যে এই প্রথম এ ধরনের মেলার আয়োজন হয়েছে। করণদিঘি ব্লকের রসাখোয়া হাইস্কুলমাঠে ওই মেলার উদ্বোধন করেন হাইকোর্ট বিচারপতি তথা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি। ছিলেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান আনসার মণ্ডল-সহ রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা আদালতের বিচারক ও আইনজীবীদের একাংশ। রবিবার পর্যন্ত ওই মেলা চলবে।
কোর্ট অফ কনসালটেন্সির মুখ্য উপদেষ্টা তথা হাইকোর্টের আইনজীবী মোফাক্কেরুল ইসলাম এ দিন বলেন, “বিচারপ্রার্থীদের একাংশের আইনি সচেতনতা ও আদালত সম্পর্কে ভয় ভীতির কারণে দীর্ঘদিন ধরে রাজ্যের নানা আদালতে দ্রুত নিষ্পত্তি সম্ভব এমন লক্ষাধিক মামলা ঝুলে রয়েছে। তাই আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে চার দিন ব্যাপী জাতীয় আইন মেলার আয়োজন করা হয়। |