অসম-বাংলা সীমানার বক্সিরহাটের মানসাই বাজারে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে এক ব্যক্তি জখম হয়েছেন। তাঁর নাম মনোয়ার রহমান। পেশায় কৃষক মনোয়ার তৃণমূল কর্মী। দুষ্কৃতীদের পরিচয় জানা যায়নি। তবে সন্দেহের তির কেএলও-র দিকে।
মনোয়ার বৃহস্পতিবার এক আত্মীয়ের সঙ্গে বাইকে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৭টা নাগাদ আচমকা পিছন থেকে দু’টি মোটরবাইকে করে অজ্ঞাতপরিচয় চার দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। বাইকের পিছনে বসেছিলেন মনোয়ার। তাঁর ডান হাত ও কোমরে গুলি লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। তৃণমূলের দাবি জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “গুলিবিদ্ধ যুবক আমাদের সক্রিয় কর্মী। পুলিশকে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।” |
স্থানীয় বাসিন্দারা জানান, মনোয়ার পড়ে যাওয়ার পরে দুষ্কৃতীরা বাজারে আরও কয়েক রাউন্ড গুলি চালায়। আতঙ্কে এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। দোকানপাট সব বন্ধ হয়ে যায়। রাতেই ঘটনাস্থলে পৌঁছান কোচবিহারের পুলিশ সুপার অনুপ জয়সওয়াল। পুলিশ সুপার বলেন, “গুলিতে এক ব্যক্তি জখম হয়েছেন। ঘটনার পিছনে কেএলও জঙ্গিদের জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ সূত্রে খবর, ডুয়ার্স ও কোচবিহারের কিছু এলাকায় কেএলও ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা অস্ত্র ও রসদও সংগ্রহ করতে শুরু করেছে বলে পুলিশের কাছে খবর রয়েছে। দুষ্কৃতীরা স্রেফ আতঙ্ক ছড়াতেই চেয়েছিল না ওই তৃণমূল কর্মীকেই লক্ষ্য করেই হানা দিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, বক্সিরহাটের প্রত্যন্ত গ্রাম মানসাইয়ের লাগোয়া অসমের পোকালাগি এলাকা থেকে দু’টি বাইকে জমজমাট বাজারে হানা দেয় দুষ্কৃতীরা। দু’টি বাইক থেকে এক সঙ্গে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি চালিয়ে একটি বাইক ভাড়েয়ার দিকে ও অন্যটি
ধনমতিয়ার দিকে চলে যায়।
ঘটনায় আরও কেউ জখম হয়েছেন কি না সে ব্যাপারেও খোঁজ নিচ্ছে পুলিশ। |