প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বাঁকুড়ার ইঁদপুর থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃত বিধান মণ্ডল একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার এজেন্ট। ধৃতের বাড়ি গঙ্গাজলঘাটি থানার সারাঙ্গপুর গ্রামে। বুধবার রাতে বাড়ি থেকে তাঁকে ধরা হয়। বৃহস্পতিবার খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক ধৃতকে ৮ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রের খবর, গত ২৩ এপ্রিল দুবরাজপুর উত্তরায়ণ হাইস্কুলের তিন জন শিক্ষক তাঁদেরই এক সহকর্মী এবং তাঁর ভাই বিধানের বিরুদ্ধে ৬ লক্ষাধিক টাকা ওই অর্থলগ্নি সংস্থায় বিনিয়োগ করার নাম করে আত্মসাৎ করার ও প্রতারণার অভিযোগ দায়ের করেন। যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি ও তাঁর ভাই আদৌ ওই সংস্থার এজেন্ট নন। জেলা পুলিশের এক কর্তা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষকের ভাইকে ধরা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করে আরবিএম নামের ওই অর্থলগ্নি সংস্থা সম্পর্কে জানার চেষ্টা চলছে।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃহস্পতিবার বিকেলে এক যুবকের মৃত্যু হল বাঘমুণ্ডিতে। মৃত বিকাশ কুমারের (২৫) বাড়ি বাঘমুণ্ডির গোবিন্দপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, গ্রামের কাছে একটি অনুষ্ঠান বাড়িতে তিনি প্যান্ডেল তৈরির কাজ করছিলেন। সেই সময় তিনি উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
|
রেল লাইনের পাশে এক অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল জিআরপি। বুধবার রাতে তুলিন স্টেশনের কাছ দেহটি মেলে। |