টুকরো খবর
মিড-ডে মিলের চাল চুরি, ধৃত ৫
মিড-ডে মিলের চাল চুরির অভিযোগে লখ্যা-২ গ্রাম পঞ্চায়েতের আজড়া অমূল্যরতন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও পরিচালন সমিতির সম্পাদক-সহ পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার চালের বস্তা-সহ হাতেনাতে প্রধান শিক্ষিকাকে ধরেছিলেন গ্রামবাসী। পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকার বিডিও প্রদ্যুত পালুই রাতেই প্রধান শিক্ষিকা পুষ্প বায়েন, চতুর্থ শ্রেণির কর্মী রিনা দাস ও রাধেশ্যাম পাত্রের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এ দিন পুলিশ এই তিন জন ছাড়াও বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক কৃষ্ণগোপাল দাস ও গাড়ির চালক রঘুনাথ ঘড়াকে গ্রেফতার করে। হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “তদন্ত সাপেক্ষে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।” ধৃত পাঁচ জনের বিরুদ্ধে চুরি, ষড়যন্ত্র ও বিশ্বাসভঙ্গের অপরাধে মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের হলদিয়া এসিজেএম আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

প্রাথমিক স্কুলের নিজস্ব ওয়েবসাইট
নিজস্ব ওয়েবসাইট চালু করল রামনগর থানার জলধা প্রাথমিক বিদ্যালয়। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে স্কুলে দু’দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন বুধবার সন্ধ্যায় ওয়েবসাইটটির উদ্বোধন হয়। ‘বণর্পরিচয়’ নামে স্কুলের নিজস্ব শিশু উদ্যান ও বিজ্ঞান প্রদশর্নীরও উদ্বোধন হয় এ দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুগবেড়িয়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিপদ মাইতি, এগরা কলেজের অধ্যক্ষ দীপক কুমার তামিলী, দিঘা ডি এল জগবন্ধু হাইস্কুলের শিক্ষক নন্দগোপাল পাত্র ও বোধড়া পন্থেশ্বরী হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ পট্টনায়ক, রামচন্দ্র দাস প্রমুখ। বৃহস্পতিবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করা ছাড়াও প্রভাতফেরি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

লগ্নি সংস্থায় দুর্নীতি, ময়নায় প্রতিবাদ মিছিল
অর্থ লগ্নি সংস্থাগুলির কেলেঙ্কারি নিয়ে বৃহস্পতিবার বিকেলে মিছিল করল ময়না ব্লক কংগ্রেস কমিটি। দলের নেতা-কর্মী-সমর্থকরা ময়নার হোগলাবাড়ি থেকে শ্রীরামপুর কাঁসাই সেতু হয়ে রাসমঞ্চের কাছে ইন্দিরা গাঁধীর মূর্তির পাদদেশ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথ মিছিল করে যান। মিছিলের পর ইন্দিরা মূর্তির পাদদেশে সভা হয়। তমলুক মহকুমা কংগ্রেস সভাপতি মৃত্যুঞ্জয় ভট্টাচার্য অভিযোগ করেন, “সারদা কেলেঙ্কারিতে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় ছাড়াও অনেক তৃণমূল নেতারা যুক্ত রয়েছেন। পুলিশ তাঁদের গ্রেফতার করছে না। এমনকী রাজ্য সরকারও সিবিআই তদন্ত করতে চাইছে না।” ময়না ব্লক কংগ্রেস সভাপতি সন্দীপ সামন্ত সভায় দাবি করেন, “ময়নার মতো প্রত্যন্ত এলাকায় ১৩টি চিট-ফান্ড সংস্থার অফিস রয়েছে। এই সব অফিসগুলি বন্ধ করে আমানতকারীদের টাকা ফেরতের জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। সভায় উপস্থিত ছিলেন তমলুক মহকুমা কংগ্রেস সম্পাদক সৌমেন মাইতি, ব্লক কংগ্রেস নেতা মিজানুর রহমান প্রমুখ।

স্ত্রীকে খুনের চেষ্টায় ধৃত স্বামী
স্ত্রী-কে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত গোপালচন্দ্র সাহু পটাশপুরের নরিহা গ্রামের বাসিন্দা। মংলামারো মংলা অ্যাকাডেমির জীববিজ্ঞানের শিক্ষক তিনি। বৃহস্পতিবার কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাঁকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নারায়ণগড়ের শম্পাদেবীর সঙ্গে বছর কয়েক আগে বিয়ে হয় গোপালবাবুর। শম্পাদেবীর অভিযোগ, বিয়ের কিছু দিন পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে তাঁর উপর নিযার্তন শুরু করেন স্বামী, শাশুড়ি ও দুই ননদ। গত ২৭ এপ্রিল তাঁকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন স্বামী-সহ অন্যরা। প্রতিবেশীদের সহযোগিতার তিনি বেঁচে যান। বুধবার ওই শিক্ষকের বিরুদ্ধে তাঁর স্ত্রী শম্পা সাহু পুলিশে অভিযোগ দায়ের করেন।

আত্মহত্যায় প্ররোচনা, ধৃত স্বামী-সহ তিন
শারীরিক ও মানসিক নিযার্তন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী-সহ তিন জনকে বুধবার গ্রেফতার করল পুলিশ। মারিশদা থানার দুরমুঠ গ্রামের চাঁপা গিরির (২৬) ঝুলন্ত দেহ উদ্ধার হয় মঙ্গলবার রাতে। পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠায়। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ বুধবার ওই মহিলার স্বামী কার্তিক গিরি, শ্বশুর রামেশ্বর গিরি ও শাশুড়ি মুক্তেশ্বরী গিরিকে গ্রেফতার করে কাঁথি আদালতে তোলে। বিচারক তাঁদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

অপহরণ, ধৃত যুবক
নাবালিকা ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ওই ছাত্রীকেও উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ভূপতিনগরের ইটাবেড়িয়া গ্রামে দিদির বাড়ি থেকে অভিযুক্ত খোকন দে-কে গ্রেফতার করা হয়। এগরার কেঁউটগেড়িয়া গ্রামের বাসিন্দা খোকনকে বৃহস্পতিবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ওই ছাত্রীর বাবার অভিযোগ, গত ৫ মে বিকেলে বাজারে গিয়েছিল তাঁর মেয়ে। তারপর থেকে খোঁজ মিলছিল না।

অপহৃত ছাত্রী উদ্ধার
এক অপহৃতা ছাত্রীকে মঙ্গলবার উদ্ধার করল রামনগর থানার পুলিশ। রামনগরের দেপাল গ্রামে তার বাড়ি। গত শনিবার টিউশনে গিয়েছিল সে। তারপর থেকেই খোঁজ মিলছিল না। ওই ছাত্রীর বাবা রামনগর থানায় লছিমপুর গ্রামের যুবক সুশীল পাত্র ও তাঁর চার সহযোগীর বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশ মঙ্গলবার পাঁচ জনকে গ্রেফতার করে বুধবার কাঁথি আদালতে তোলে। জেল হেফাজত হয়েছে পাঁচ জনেরই।

জমি সংঘর্ষে গ্রেফতার
জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় খুনের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গত ২২ এপ্রিল পটাশপুরের ওই ঘটনায় পুলিশ বুধবার ভাস্কর প্রধান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতকে কাঁথি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.