কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দুরন্ত ফর্মে মৌমা দাস। এ দিন তিনি মিক্সড ডাবলসে রুপো তো পেলেনই। মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন। শেষ চারে উঠলেন ডাবলসেও। মিক্সড ডাবলসে আর এক বাঙালি, জাতীয় চ্যাম্পিয়ন সৌম্যজিৎ ঘোষের সঙ্গে জুটি বেঁধে মৌমা ফাইনালে উঠেছিলেন। কিন্তু শেষ যুদ্ধে সিঙ্গাপুরের দ্বিতীয় বাছাই জুটি জিয়ান ঝান-য়িহান ঝুর কাছে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁদের। দিনের শেষে মৌমা স্বীকার করে নেন, গতিতে পাল্লা দিতে পারেননি তাঁরা। বলেন, “ফাইনালে জিয়ানের গতির সঙ্গে তাল রাখতে পারিনি। তবে আজ যে ভাবে খেললাম তাতে আমি খুশি। তবে রুপোয় সন্তুষ্ট নই। এখানে আমি সোনা জিততে এসেছি।” |
একটা ফাইনাল হারলেও এ দিন ত্যাগরাজা স্টেডিয়ামে ঊনত্রিশ বছরের মৌমাই ছিলেন দিনের সেরা। গত বারও এই টুর্নামেন্টে সিঙ্গলসের সেমিফাইনালে গিয়েছিলেন। এ দিন কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের জোয়ানা পার্কারকে হারালেন ১১-৬, ৯-১১, ১১-৬, ১১-৮, ১৩-১১। কাল সিঙ্গলসের শেষ চারে মৌমার সামনে সিঙ্গাপুরের ইউমেন ইউ। ডাবলসেও মৌমা-শামিনি জুটি কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার জুটিকে ১১-৩, ১০-১২, ১১-৭, ১১-৭ হারিয়ে শেষ চারে গিয়েছে। |
অন্য কোয়ার্টার ফাইনালে দুই ভারতীয় জুটির লড়াইয়ে নেহা অগ্রবাল-মধুরিকা পাটেকর ১২-১০, ১১-৪, ১১-৩ জেতেন দিব্যা দেশপাণ্ডে-পূজা সহস্রবুধ্যের বিরুদ্ধে। সেমিফাইনালে উঠে নিজেদের ডাবলস খেতাব রক্ষা করার দিকে এগোচ্ছেন শরথ কমল-শুভজিৎ সাহা। তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ডের ক্রিস্টোফার ডোরান-স্যামুয়েল ওয়াকার। পুরুষদের সিঙ্গলসেও শেষ চারে গিয়েছেন শরথ কমল। তবে জাতীয় চ্যাম্পিয়ন সৌম্যজিৎ ঘোষ সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে হেরে যান বিশ্বের ২৫ নম্বর, সিঙ্গাপুরের জিয়ান ঝানের কাছে। |