যেখানে গুড়িয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ রয়েছে, গুড়াপের সেই হোমেরই আর এক আবাসিকের কঙ্কাল খুঁজে পেল সিবিআই।
বৃহস্পতিবার বর্ধমানের জামালপুরে দামোদরের চর থেকে ওই কঙ্কাল উদ্ধার করা হয়। বুধবারই হোমের কর্ণধার উদয়চাঁদ কুমার-সহ তিন জনকে ফের গ্রেফতার করা হয়েছিল। তাঁদের জেরা করেই সিবিআই জানতে পারে, নদের চরে আরও দেহ পোঁতা আছে।
এ দিন এক ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে সিবিআই-এর একটি বিশেষ দল সেখানে গিয়ে খোঁড়াখুঁড়ি চালায়। সিবিআইয়ের এক পদস্থ কর্তা বলেন, “এ পর্যন্ত যা জানা গিয়েছে, দেহটি গুড়াপের হোমের আবাসিক অনু ঘোষের। তবে ডিএনএ পরীক্ষা পরেই তার পরিচয় সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে।”
গত বছর ১১ জুলাই হুগলির গুড়াপে গুড়িয়ার ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠার পরেই হোমে মৃত আবাসিকের দেহ নির্জন জায়গায় বা নদীর চরে পুঁতে দেওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছিল। যদিও গুড়িয়ার মাথায় আঘাত করে খুনের পরে ভয় পেয়ে হোম লাগোয়া পুকুরপাড়ে দেহ পুঁতে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এক গ্রামবাসী সরাসরি মহাকরণে ফোন করে সেই খবর দেন। মহাকরণ থেকে নির্দেশ পেয়েই গুড়াপ থানার তৎকালীন ওসি অজয় সিংহ ঘটনাস্থলে গিয়ে হোমের মাটি খুঁড়ে গুড়িয়ার দেহটি উদ্ধার করেন। |