গানে-কবিতা-নাটকে রবিপ্রণাম
প্রাণের কবিকে প্রণাম জানাল গ্রামবাংলা। প্রভাতফেরি, মাল্যদান, গান, কবিতা, নাচের মধ্যে দিয়ে বৃহস্পতিবার হাওড়া ও হুগলিতে পালিত হল রবীন্দ্রজয়ন্তী।
হাওড়ায় বাউড়িয়ায় তরঙ্গ সঙ্গীত বিদ্যালয় তাদের সভাগৃহে পালন করে রবীন্দ্রজয়ন্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালু তরফদার ও প্রদীপ রায়। বাগনানে একটি পত্রিকার উদ্যোগে স্থানীয় অষ্ট বসু হলে পালন করা হয় রবীন্দ্রজয়ন্তী।
পনেরোতম বছরে পড়ল বালির নিক্বণের প্রভাত ফেরি। উলুবেড়িয়ায় রবীন্দ্র-স্মরণ।
ডোমজুড়ের মহিয়াড়ি জুনিয়র হাই অ্যান্ড প্রাইমারি স্কুলেও শ্রদ্ধা জানানো হয় রবীন্দ্রনাথকে। উপস্থিত ছিলেন হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অজয় ভট্টাচার্য। জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় মনীষী স্মরণ কমিটি অনুষ্ঠান করে স্থানীয় প্রিয়নাথ পাঠশালা হলে। উপস্থিত ছিলেন অধ্যাপক মহম্মদ শানওয়াজ।
উদয়নারায়ণপুরের বড়দা গ্রামে অনুষ্ঠানটি হয় স্থানীয় শিবতলা প্রাঙ্গণে। প্রভাতফেরির মধ্যে দিয়ে শুরু হয় রবিপ্রণাম। চলে সন্ধ্যা পর্যন্ত। অভিনীত হয় ‘শাপমোচন’ গীতিনাট্য। সঞ্চালনা করেন নিমাই আদক। হাওড়ার বিভিন্ন বিদ্যালয় ও কলেজেও পালিত হয় রবীন্দ্রজয়ন্তী। পাঁচলার গঙ্গাধরপুর বয়েজ ও গার্লস স্কুল এবং গঙ্গাধরপুর বিএড কলেজের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি হয় গঙ্গাধরপুর স্কুলের নিজস্ব হলে। পরিচালনা করেন সন্তোষ দাস।
মহিয়াড়ির স্কুলে রবীন্দ্রজয়ন্তী।
উলুবেড়িয়া ছায়ানীড় আবাসনের মহিলারা রবীন্দ্রজয়ন্তী পালন করেন। অনুষ্ঠান হয় স্থানীয় প্রগতি পাঠাগার, মধুমন্তী সঙ্গীত বিদ্যালয়, সনাতন স্পোর্টিং ক্লাবে। স্থানীয় রবীন্দ্রভবনে অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল উলুবেড়িয়া পুরসভা।
হুগলিতে শ্রীরামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে অনুষ্ঠান হয় মহকুমাশাসকের কার্যালয়ের সামনে। যোগ দিয়েছিল বিভিন্ন সামাজিক সংগঠন, নাট্যগোষ্ঠী এবং এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন মহকুমাশাসক জয়সী দাশগুপ্ত ও মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক লিপিকা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বটতলা থেকে আবৃত্তি ও গান সহযোগে শোভাযাত্রা বের করে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের শ্রীরামপুর শাখার সদস্যরা।
ডোমজুড়ে শ্রদ্ধাজ্ঞাপন রবি ঠাকুরকে। আরামবাগ থানার উদ্যোগে অনুষ্ঠান।
সাংস্কৃতিক সংস্থা ‘সুরঙ্গন অভিজ্ঞান’ অনুষ্ঠান করে শ্রীরামপুর কলেজের সামনে রবীন্দ্রমূর্তির পাদদেশে। এ দিন হাওড়া-তারকেশ্বর শাখার বিভিন্ন রেল স্টেশনে এসরাজ, বাঁশি, গিটারের সুরমূর্ছনায় অনুষ্ঠিত হয় এই অভিনব কনসার্টটির উদ্যোক্তা ছিলেন ডি মধূসদন নামে এক যন্ত্রসঙ্গীত প্রশিক্ষক।
বৃহস্পতিবার সকাল থেকে রাত বিশ্বকবির জন্মজয়ন্তী ভরে ওঠে আলো-সুরের ঝর্নাধারায়।

২৫ শে বৈশাখ হাওড়া ও হুগলিতে ছবিগুলি তুলেছেন মোহন দাস, রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়, সুব্রত জানা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.