প্রাণের কবিকে প্রণাম জানাল গ্রামবাংলা। প্রভাতফেরি, মাল্যদান, গান, কবিতা, নাচের মধ্যে দিয়ে বৃহস্পতিবার হাওড়া ও হুগলিতে পালিত হল রবীন্দ্রজয়ন্তী।
হাওড়ায় বাউড়িয়ায় তরঙ্গ সঙ্গীত বিদ্যালয় তাদের সভাগৃহে পালন করে রবীন্দ্রজয়ন্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালু তরফদার ও প্রদীপ রায়। বাগনানে একটি পত্রিকার উদ্যোগে স্থানীয় অষ্ট বসু হলে পালন করা হয় রবীন্দ্রজয়ন্তী। |
সাংস্কৃতিক সংস্থা ‘সুরঙ্গন অভিজ্ঞান’ অনুষ্ঠান করে শ্রীরামপুর কলেজের সামনে রবীন্দ্রমূর্তির পাদদেশে। এ দিন হাওড়া-তারকেশ্বর শাখার বিভিন্ন রেল স্টেশনে এসরাজ, বাঁশি, গিটারের সুরমূর্ছনায় অনুষ্ঠিত হয় এই অভিনব কনসার্টটির উদ্যোক্তা ছিলেন ডি মধূসদন নামে এক যন্ত্রসঙ্গীত প্রশিক্ষক।
বৃহস্পতিবার সকাল থেকে রাত বিশ্বকবির জন্মজয়ন্তী ভরে ওঠে আলো-সুরের ঝর্নাধারায়।
|
২৫ শে বৈশাখ হাওড়া ও হুগলিতে ছবিগুলি তুলেছেন মোহন দাস, রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়, সুব্রত জানা। |