টুকরো খবর |
সেতুর ভাঙা অংশ সরানো শুরু
নিজস্ব সংবাদদাতা |
উল্টোডাঙা উড়ালপুল ভেঙে পড়ার দু’মাসেরও বেশি সময় পরে বৃহস্পতিবার বিকেল থেকে খালে পড়ে থাকা ডেক সরানোর কাজ শুরু হল। বিশাল ওই ডেকটি টুকরো টুকরো করে কেটে ক্রেনের সাহায্যে সরানো হবে বলে জানান বিশেষজ্ঞেরা। এ দিন ডেকের লোহার কিছু অংশ ভাঙার কাজ শুরু হয়েছে বলে পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে। আজ, শুক্রবার থেকে ডেক কাটার কাজ পুরোদমে শুরু হবে। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ-দল ভাঙা ডেকটিকে ব্যবহারের অযোগ্য বলে মতামত দেয়। তার পরেই পূর্ত দফতর ওই ডেকটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয়। ডেকটি ৪৫ লক্ষ টাকায় কেনে একটি বেসরকারি সংস্থা। ভাঙা ডেকটি তোলার পরেই উল্টোডাঙা খালের সংস্কার ও সৌর্ন্দযায়ন শুরু করবে সেচ দফতর।
|
পুরনো খবর: উল্টোডাঙার উড়ালপুল ভেঙে খালে, আহত ৩
|
বস্তিতে আগুন, বিঘ্ন ট্রেন চলাচলে |
টালিগঞ্জে ঝালারমাঠ রেল কলোনি বস্তিতে বৃহস্পতিবার রাতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করেন বস্তির বাসিন্দারাই। আসে দমকলের ১৫টি ইঞ্জিন। আগুন থেকে বাঁচতে বস্তিবাসীরা রেললাইনে উঠে পড়েন। ফলে শিয়ালদহ-বজবজ শাখায় বেশ কিছু ক্ষণ ট্রেন বন্ধ রাখতে হয়। পুলিশ ও দমকল সূত্রের খবর, আগুনে বস্তির চারটি বাড়ি পুরোপুরি পুড়ে গিয়েছে। ওই সব বাড়ির লাগোয়া ন’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দমকল আসার আগে আগুন নেভাতে গিয়ে কয়েক জন বস্তিবাসী অসুস্থ হয়ে পড়েন। প্রথমে মহিলা ও শিশুরা বস্তির পাশ দিয়ে যাওয়া বজবজ শাখার রেললাইনে উঠে পড়েন। যাওয়ার সময় ঘর থেকে কেউই জিনিস নিতে পারেননি। আসেন এলাকার বিধায়ক ও আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।” মন্ত্রী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি দ্রুত মেরামত করবে কলকাতা পুরসভা। মেরামতির সময় বাসিন্দাদের সাময়িক ভাবে বস্তির লাগোয়া একটি ক্লাবে রাখা হবে।
|
দোকানে আগুন |
আগুন লাগল একটি জুতোর দোকানে। বৃহস্পতিবার দুপুরে, গড়িয়াহাট মোড়ে। দমকল সূত্রের খবর, দোকানের দোতলায় জুতোর গুদাম থেকেই আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই সময়ে দোকানের একতলায় বেশ কিছু ক্রেতা ছিলেন। ধোঁয়া দেখে আতঙ্কিত ক্রেতারা বেরিয়ে আসেন। বার করে দেওয়া হয় কর্মীদেরও। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন। |
|