|
|
|
|
চ্যালেঞ্জ ডট-এর সিদ্ধান্তকে |
লাইসেন্স নবীকরণে দিল্লি হাইকোর্টে ভোডাফোন |
নিজস্ব প্রতিবেদন |
ডট-এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করল ভোডাফোন।
দেশের ৩ মেট্রো সার্কেলে লাইসেন্স পুনর্নবীকরণের জন্য ভোডাফোনের আর্জি এর আগে খারিজ করে দিয়েছিল কেন্দ্রীয় টেলিযোগাযোগ দফতর (ডট)। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই এ বার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ভোডাফোন।
ভোডাফোনের দাবি, লাইসেন্স পুনর্নবীকরণের জন্য তাদের যুক্তি বিবেচনা না-করেই একতরফা ভাবে তা খারিজ করে দেয় ডট। এক বিবৃতিতে বহুজাতিক ওই সংস্থাটি বলেছে, এই পরিস্থিতিতে ডটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে তারা বাধ্য হচ্ছে। কারণ এই সিদ্ধান্তের সঙ্গে কলকাতা, দিল্লি ও মুম্বইয়ের ওই তিনটি সার্কেলের লক্ষাধিক গ্রাহকের স্বার্থ জড়িত।
কলকাতা, দিল্লি ও মুম্বই, এই তিন মেট্রো সার্কেলে ২০১৪ সালের নভেম্বর পর্যন্ত ৯০০ মেগাহার্ৎজ ব্যান্ডের ২৪ মেগাহার্ৎজ স্পেকট্রাম রয়েছে ভোডাফোনের হাতে। তারপর সেই স্পেকট্রামের ভবিষ্যৎ নিয়েই কেন্দ্র ও ভোডাফোনের মধ্যে বিতর্ক চলছে।
ওই স্পেকট্রাম ফিরিয়ে নিয়ে নতুন করে নিলাম করতে চায় কেন্দ্র। ডট-এর বক্তব্য, ভোডাফোন ওই নিলামে অংশ নিয়ে নতুন করে স্পেকট্রাম-এর লাইসেন্স কিনুক।
আর তাতেই আপত্তি ভোডাফোনের। তাদের দাবি, তারা বরাবরই নিয়ম মেনে চলেছে। এ দেশে ব্যবসা করার জন্য কয়েক হাজার কোটি টাকা লগ্নিও করেছে। এ ক্ষেত্রেও তারা নিয়ম মেনেই ওই স্পেকট্রামের লাইসেন্স পুনর্নবীকরণের দাবি তুলেছে। এবং সংস্থাটির দাবি, অতীতে ডট ও সংশ্লিষ্ট মন্ত্রকের কাছ থেকেও বিষয়টি নিয়ে আশ্বাস মিলেছিল।
গত ডিসেম্বরে এই লাইসেন্স পুনর্নবীকরণের জন্য ডটের কাছে আর্জি জানায় বহুজাতিক ভোডাফোন। কিন্তু বেশ কয়েক মাস তাদের সেই আর্জির কোনও উত্তর না-মেলায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। দিল্লি হাইকোর্ট ডটকে বিষয়টি নিয়ে ভোডাফোনের বক্তব্য শোনার নির্দেশ দেয়। কিন্তু সংস্থাটির অভিযোগ, ডট এরপর একতরফা ভাবে তাদের সেই আর্জি খারিজ করে দেয়।
গোড়া থেকেই ভোডাফোন দাবি করেছে, তারা কখনওই বিনামূল্যে লাইসেন্স পুনর্নবীকরণ করতে চায় না। বরং লাইসেন্স পুনর্নবীকরণের জন্য যথাযথ অর্থ দিতেই সংস্থা প্রস্তুত।
সেই কারণেই ভোডাফোন জানিয়েছে, লাইসেন্স পুনর্নবীকরণের জন্য আইনি শর্ত পূরণ করা-সহ নীতি অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিচ্ছে তারা। তাদের দাবি, ১৯৯৯-এর জাতীয় টেলিকম নীতি ও লাইসেন্স সংক্রান্ত ধারা মেনেই লাইসেন্স পুনর্নবীকরণের অধিকার তাদের রয়েছে।
আগেও অবশ্য সংস্থা দাবি করেছিল, লাইসেন্স পাওয়ার ১৯ তম বছরের মাথায় তা পুনর্নবীকরণের জন্য আর্জি জানালে এককালীন ১০ বছরের জন্য তা বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার।
লাইসেন্স পুনর্নবীকরণের প্রশ্নে ডট এখন আপত্তি তুললেও ২০১২-র ফেব্রুয়ারিতে সে ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছিল, দাবি ভোডাফোনের। সংস্থার বক্তব্য, শুধু শর্তাবলি পরে ঠিক হওয়ার কথা বলা হলেও সিদ্ধান্ত তখনই নেওয়া হয়েছিল। |
|
|
|
|
|