সভার প্রস্তুতি দেখতে আসা নেতাদের জন্য কর্মী-সমর্থকেরা ভিড় জমাতেই বুধবার যানজটে নাভিশ্বাস উঠেছিল শহরের। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য যাতে যানজট না হয়, সে জন্য নানা ব্যবস্থা নেওয়ার কথা জানাল পুলিশ। আজ, শুক্রবার বর্ধমানের উৎসব ময়দানে দলীয় সভায় আসার কথা মুখ্যমন্ত্রীর। বুধবার সেই সভার বন্দোবস্ত দেখতে শহরে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়-সহ অন্য নেতারা। সে কারণে জি টি রোড, আরামবাগ রোড ইত্যাদি রাস্তায় বেশ কিছু ক্ষণ যান চলাচল বন্ধ করিয়ে দেয় পুলিশ। তার জেরে বিস্তীর্ণ এলাকা, বিশেষত বীরহাটা মোড়ে তীব্র যানজট হয়। শুক্রবার যাতে বাইরে থেকে আসা গাড়ি, বাস ও লরির জন্য শহরের যান চলাচল বিপর্যস্ত না হয় সে জন্য নানা জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুড্স শেড, গোলাপবাগ, আলিশা বাসস্ট্যান্ড, জলকল ইছলাবাদে বাস, লরি ইত্যাদি গাড়ি রাখতে হবে বলে জানানো হয়েছে। সভায় লোক নিয়ে যাওয়া গাড়ি তেলেপুকুর থেকে বীরহাটা পর্যন্ত যাতায়াত করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ।
|
অসুস্থ বোনের পরিচর্যা করে ফেরার সময়ে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বধূর। বৃহস্পতিবার সকালে গলসির মেটাল ডিভিসির ঘটনা। তাঁর নাম জাহানারা বিবি (৫১)। গুরুতর আহত অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর বাড়ি আউশগ্রামের গুসকরায়। এই ঘটনার জেরে কিছুক্ষণ রাস্তা অবরোধও হয়। পরে পুলিশের হস্তক্ষেপে তা ওঠে। গাড়িটির সন্ধান মেলেনি। অন্য দিকে, গলসির পুরষায় বুধবার দুপুরে বাস ধরার জন্য ফুটপাথে দাঁড়িয়ে ছিলেন রঙিনা বিবি (৪৫)। সেই সময়ে একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতির্র্ করানো হলে বুধবার বিকেলের দিকে তিনি মারা যান। পুলিশ ট্রাকের চালককে খুঁজছে।
|
মোটরবাইক থেকে পড়ে মারা গেলেন এক প্রৌঢ়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বাসন্তী মণ্ডল(৪৭)। শ্বশুরবাড়ি কাটোয়ার মূলগ্রাম থেকে দুর্গাগ্রামে বাপের বাড়ি যাওয়ার পথে করজগ্রামের রাস্তায় পড়ে যান তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই প্রৌঢ়া মাথা ঘুরে মোটর বাইক থেকে পড়ে যান। মাথায় আঘাত পান তিনি। তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকেরা বাসন্তীদেবীকে মৃত বলে ঘোষণা করেন। |