বিনোদন টুকরো খবর

দুই দেশের উদ্যোগে রবীন্দ্র সঙ্কলন
ভারত-বাংলাদেশের মধ্যে এখনও তিনিই প্রধান মেলবন্ধন। তিনি রবীন্দ্রনাথ। আজ রাষ্ট্রপতি ভবনের তাঁকে ঘিরে এক অনুষ্ঠানে এ ব্যাপারে একমত দু’দেশের বিশিষ্ট জনেরা। ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রকাশিত হল রবীন্দ্রনাথের উপর একটি আন্তর্জাতিক প্রবন্ধ সঙ্কলন। সেই বইয়ের প্রথম কপিটি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাতে তুলে দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আরিফিন সিদ্দিকি। বিশ্বভারতী, জামিয়া মিলিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ত্র্যহস্পর্শে প্রকাশিত এই গ্রন্থে লিখেছেন চিন, জাপান, শ্রীলঙ্কা, রাশিয়া-সহ দশটি দেশের পন্ডিতরা। রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষের উৎসব চলাকালীনই এই প্রকল্পের পরিকল্পনা হয়েছিল। তিন জন সম্পাদক প্রাক্তন বিদেশসচিব মুচকুন্দ দুবে, বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ অহমেদ, প্রায় দু’বছরের পরিশ্রমে তৈরি করেছেন এই বই ‘কনটেম্পোরারাইজিং টেগোর অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’। রাষ্ট্রপতির কথায়, “ভারত এবং বাংলাদেশ দু’জায়গাতেই যে ভাবে গুরুদেব রবীন্দ্রনাথ শ্রদ্ধার আসনে আসীন এই বই তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।” বাংলাদেশ যখন রাজনৈতিক অস্থিরতায় অগ্নিগর্ভ, রাষ্ট্রপতি ভবনের প্রেক্ষাগৃহে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের সামগ্রিক জীবন ও সাহিত্য আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে বলে মনে করছেন আরিফিন সিদ্দিকি।


‘দ্য গ্রেট গ্যাটসবি’ ছবিতে একটি ছোট্ট চরিত্র অভিনয় করেই হলিউডে ঢালাও
প্রশংসা কুড়োলেন অমিতাভ বচ্চন। হলিউডের প্রথম সারির ফিল্ম পত্রিকা ‘ভ্যারাইটি’-তে
লেখা হয়েছে, “এ ছবিতে সবচেয়ে প্রাণবন্ত অভিনয় যে দু’জনের, তাঁদের কেউই পর্দায় বেশিক্ষণ
নেই। এক জন এলিজাবেথ ডেবিকি...আর অন্য জন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন...!”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.