একাধিক মামলায় অভিযুক্ত কিশোরকে গুলি করে খুন করার অভিযোগে তিন জনকে ধরল পুলিশ। সোমবার রাতে রায়গঞ্জের চাপদুয়ার থেকে তাদের ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম সত্যবান সাহা, নন্দলাল সাহা ও কমল দেবনাথ। বাড়ি রায়গঞ্জের বন্দর ও রায়পুর এলাকায়। ধৃতদের মঙ্গলবার মুখ্য বিচারবিভাগীয় আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরকারি আইনজীবী নিলাদ্রী সরকার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে খুন ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে জামিন অযোগ্য মামলা হয়েছে। রায়গঞ্জ থানার আইসি দীনেশ প্রামাণিক জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ধৃতদের সঙ্গী আরও তিন অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, গত ২ মে রাত সাড়ে ১০টা নাগাদ রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় সংলগ্ন যুবশ্রী কালীবাড়ি এলাকার সামনে থেকে বন্দর এলাকার বাসিন্দা সহদেব বিশ্বাসের (১৭) গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। স্টেশনারি ব্যবসায়ী ওই কিশোরকে কপালে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। পারিবারিক বিবাদের জেরে গত জানুয়ারি মাসে এক আত্মীয়কে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে আগ্নেয়াস্ত্র-সহ সহদেবকে পুলিশ গ্রেফতার করেছিল। এক মাস আগে সে জামিনে ছাড়া পায়। তদন্তের পর পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সহদেবের দুই বন্ধুর সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের মদ খাওয়া নিয়ে গোলমাল হয়। সহদেব গোলমাল মেটানোর জন্য দুই বন্ধুর সঙ্গে বিদ্রোহীমোড় এলাকায় গিয়েছিল। তার পরে সে গুলিবিদ্ধ হয়। ঘটনার পর সহদেবের দাদা জয়দেববাবু স্থানীয় ছয় যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। আদালতে ধৃত সত্যবান, নন্দলাল ও কমল দাবি করে, ‘রাতে বিদ্রোহীমোড়ে আড্ডা মারছিলাম’। খুনের ঘটনা সম্পর্কে কিছু জানি না।”
|
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের পদত্যাগের দাবিতে কোচবিহারে আইন অমান্য করে বিক্ষোভ দেখালেন যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ নেতা কর্মীরা। মঙ্গলবার জেলাশাসকের দফতরের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে আইন অমান্য করে বিক্ষোভ দেখান দুই সংগঠনের কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, যুব কংগ্রেস রাজ্য সভাপতি সৌমিক হোসেন, ছাত্র পরিষদের রাজ্য সভাপতি রাহুল রায়। সাগরদিঘি পাড়ে একটি সভাও হয়। সেখানে বক্তারা মন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি রাজ্য সরকারের সমালোচনা করেন। সকলেই সারদা কাণ্ড নিয়ে সিবিআই তদন্তের দাবি তোলেন। যুব কংগ্রেস সভাপতি সৌমিকবাবু বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মুখ্যমন্ত্রীকে খুশি করতে ব্যস্ত থাকেন। উন্নয়নে ওঁর মন নেই। ছয় জেলার সার্বিক উন্নয়ন হচ্ছে না।” ছাত্র পরিষদের রাজ্য সভাপতি রাহুল রায় বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কাজ বলতে শুধু নায়ক নায়িকাদের কলকাতা থেকে এনে অনুষ্ঠান করা। ওই ঘটনার বিরোধিতা করায় আমাদের জেলে যেতে হয়।” আন্দোলনকারীদের দাবি, এদিন ৫ হাজার সমর্থক আইন অমান্য করে গ্রেফতার হন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “রাজনৈতিক ভাবে কেউ অন্ধ হলে বলার থাকে না। শুধু কোচবিহারে রাস্তা, সেতু, বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় ৩০০ কোটি টাকার কাজ হচ্ছে। অপপ্রচার করে লাভ হবে না।”
|
দিনদুপুরে এক বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগের ঘটনায় ধৃতের মঙ্গলবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। গত সোমবার দক্ষিণ দিনাজপুরে হরিরামপুর দোলগ্রামে ঘটনাটি ঘটে। বাসিন্দারা অভিযুক্তকে ধরে বিক্ষোভ শুরু করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ধৃতের নাম রব্বানী হোসেন।
|
গত বছর পাস কোর্সের বদলে শুধু প্রথম বর্ষের অনার্স পরীক্ষার ফল প্রকাশ করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। তাও ভুলে ভরা বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ। গত সোমবার বালুরঘাট কলেজে ঘটনাটি ঘটে। ছাত্র পরিষদ বিক্ষোভ দেখায়।
|
বেহাল রাস্তা মেরামতির দাবিতে সরব পড়ুয়া ও বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুরে হরিরামপুর থানার মিশনমোড় থেকে দানগ্রাম ১০ কিমি পাকা রাস্তা বেহাল হয়ে পড়ে বলে নালিশ। সকাল ৯টা থেকে শতাধিক পড়ুয়া-সহ বাসিন্দারা প্রায় ৫ ঘন্টা পথ অবরোধ করেন। |