টুকরো খবর |
মালদহে সারদার অফিস সিল
নিজস্ব প্রতিবেদন |
একটি বেসরকারি নিরাপত্তারক্ষী সরবরাহকারী সংস্থার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ ইংরেজবাজারে সারদা গোষ্ঠীর দফতর সিল করে দিয়েছে। কালিয়াচক, গাজল, চাঁচল ও মানিচকের ধরমপুরে সারদার বাকি চারটি অফিস সিল করার নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই সংস্থার পক্ষে প্রশান্ত পাল ৬ মে ইংরেজবাজার থানায় সারদার গোষ্ঠীর মালদহের দায়িত্বপ্রাপ্ত প্রধান দেবাশিস দেবশর্মা ও ম্যানেজার সজল সুকুলের বিরুদ্ধে করা অভিযোগে জানান, “নিরাপত্তারক্ষীদের বকেয়া ২৫ হাজার টাকা না দিয়ে ওই দু’জন পালিয়ে গিয়েছেন।” সোমবার রাতে মালদহে স্টেশনরোডে কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূরের বাণিজ্যিক কমপ্লেক্সে একটি লগ্নি সংস্থায় তালা ঝুলিয়েছেন এজেন্টরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতে কয়েকজন কর্মীকে নিয়ে অফিসের ভিতরেই মিটিং করছিলেন অর্থলগ্নি সংস্থার জেলার প্রধান গৌরাঙ্গ ঘোষ। একথা জানাজানি হতেই ৫০-৬০ জন এজেন্ট সংস্থায় হানা দেন। গৌরাঙ্গবাবু সংস্থার কর্মীদের নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। এরপরে এজেন্টরা সংস্থায় তালা ঝুলিয়ে দেয়। এজেন্টদের দাবি, “কংগ্রেস সাংসদ এই লগ্নি সংস্থার দফতরটি উদ্বোধন করেছিলেন। জেলা থেকে এক বছরে ৫ কোটি টাকার বেশি তুলে নিয়ে সংস্থাটি পালিয়েছে।” পুলিশ জানায়, ওই সংস্থার বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। এই ব্যাপারে কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর বলেন, “আমি কোনও লগ্নি সংস্থার উদ্বোধন করিনি। আমার সঙ্গে এই ধরণের কোনও সংস্থার যোগাযোগ নেই। আমাদের বাণিজ্যিক কমপ্লেক্সে অনেকেই তো ভাড়া নিয়েছে। ওই সংস্থাটিও সেই রকম ছিল। কে কী করেছে তা বলতে পারব না।”
|
সারদা-কাণ্ডে সিবিআই চেয়ে বাম বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে শিলিগুড়ি মহকুমাশাসকের দফতরে বিক্ষোভ দেখাল একাধিক সংগঠন। মঙ্গলবার বিক্ষোভ দেখায় সিপিআই, বস্তি উন্নয়ন সমিতি, সিপিআই (এমএল) নিউ ডেমোক্রেসি। প্রত্যেকটি সংগঠনের তরফেই ডেপুটি ম্যাজিস্ট্রেটকে স্মারকলিপি দেওয়া হয়। এ দিন বাঘাযতীন পার্কে জমা হয়ে মিছিল বের করেন সিপিআই কর্মীরা। তাদের অভিযোগ, সারদা কাণ্ডে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীর নাম জড়িয়ে পড়েছে। বাজার থেকে যে টাকা তোলা হয়েছে তার হদিস মিলছে না। সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক উজ্জ্বল চৌধুরী বলেন, “চারটি রাজ্যের আমানতকারীরা প্রতারিত হয়েছেন। এই অবস্থায়, সিবিআই তদন্ত ছাড়া অন্য কোনও পথ নেই। তাহলেই প্রকৃত ঘটনা জানতে পারবে সাধারণ মানুষ।” সিপিএমের শাখা সংগঠন বস্তি উন্নয়ন সমিতির তরফেও শিলিগুড়ি শহরে মিছিল বের করা হয়। তারা মহকুমাশাসকের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান। সারদা কাণ্ডে সিবিআই তদন্ত ছাড়াও তারা পুর এলাকার কাজকর্ম নিয়েও ক্ষোভ জানান। সিপিএমের দার্জিলিং জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার বলেন, “ওই সব লগ্নি সংস্থায় বহু গরিব মানুষ টাকা রেখেছেন। তাঁরা আজ অসহায়। এই অবস্থায় তাঁদের টাকা ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি সিবিআই তদন্ত করে ঘটনায় কারা কারা জড়িত প্রত্যেককে সামনে আনতে হবে।”
|
বিনামূল্যের চাল পাননি টোটোরা
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
টোটোপাড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে খাদ্যমন্ত্রী বিনা পয়সায় চাল সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এক মাস বাদে জন প্রতি পাঁচ কেজি করে চাল দেওয়া হবে বলে মন্ত্রী ঘোষণা করার ৭ মাস পরেও তা না মেলায় সরব টোটোরা। ১৬ অক্টোবর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক টোটোপাড়ায় গিয়ে ওই ঘোষণা করেন। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “খোঁজ নিয়ে দেখেছি সরকারি ভর্তুকিতে ১৩৪৬ জন টোটোকে বিনামূল্যে চাল সরবরাহ করা হচ্ছে।” মন্ত্রীর কথাতেই বিভ্রান্তি বেড়েছে এলাকায়। আর টোটোপাড়ার বাসিন্দারা জানান, ঘোষণা সার। কিছুই মেলেনি। রেশনে চাল, গম কিনতে হচ্ছে। বিনোদ টোটো জানান, নানান সমস্যায় ধুঁকছে গ্রাম। খাদ্য সরবরাহ আধিকারিক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, “সরকারি নির্দেশ না আসায় ওই প্রকল্প চালু করা যায়নি।”
|
সড়ক দুর্ঘটনায় মৃত হোমগার্ড
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
পুলিশ জিপ আর পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক হোমগার্ডের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন এক এএসআই-সহ পাঁচ পুলিশ কর্মী। সোমবার রাতে নাগরাকাটার নন্দু মোড়ে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, নাগরাকাটা থানার একটি টহলরত জিপ ৩১ নং জাতীয় সড়কে উঠতেই বানারাহাটের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে জিপটির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের মালবাজার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাগরাকাটা থানার হোমগার্ড রমেশ প্রসাদকে (৫৩) মৃত বলে চিকিৎসকেরা ঘোষণা করেন। রমেশবাবুর মাথায় আঘাত লেগেছিল। এ ছাড়া, গাড়ির চালক সমীর সুব্বা, এএসআই বিজয় সরকার ও কনস্টেবল হারান কান্তি নাগের আঘাতও গুরুতর থাকায় তিনজনকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। বাকিদের মালবাজার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জলপাইগুড়ির পুলিশ সুপার অমিত জাভালগি জানান, মৃতের পরিবারের কাউকে চাকরি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
|
দেড় বছরেও টাকা মেলেনি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বছর দেড়েক আগে বনমন্ত্রীর হাত চেকের নমুনা স্বরূপ একটি ‘রেপ্লিকা’ পেয়েছিলেন উত্তর মেন্দাবাড়ি ২ নম্বর বনসুরক্ষা কমিটি সদস্যরা। বন্যপ্রাণ-৩ বিভাগের চিলাপাতা রেঞ্জে মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্পের বন বাংলোর ঘর ভাড়া থেকে আয়, গাড়ি সাফারি ও কাঠ বিক্রির লাভের ১০ শতাংশ টাকা পাওয়ার কথা ছিল ওই বন সুরক্ষা কমিটির। বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “কী কারণে ওই বন সুরক্ষা কমিটির টাকা বা চেক পাননি তা দেখছি।” বন্যপ্রাণ-৩ বিভাগের ডিএফও রাজেন্দ্র জাখর জানান, দীর্ঘদিন ধরে ওই বন সুরক্ষা কমিটিকে বার্ষির সাধারণ সভা ডেকে হিসাব ও নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। তাঁরা তা না করায় টাকা দেওয়া যাচ্ছে না। অনুষ্ঠানে চেকের রেপ্লিকা দেওয়ার পর বিষয়টি ধরা পড়ে। উত্তর মেন্দাবাড়ি ২ নম্বর এফপিসির সভাপতি নাগরু রাভা জানান, ওই চেকটি ২০১০-১১ আর্থিক বছরের। তার পরেও দুই বছর আমাদের টাকা দেওয়া হয়নি। ডিএফও যে বার্ষিক সভা, কমিটির গঠনের কথা বলছেন তা-ও করা হয়ে গিয়েছে। দ্রুত বন দফতরের বিষয়টি দেখা দরকার।
|
বেপরোয়া বাইক ধরতে অভিযান
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
বেপরোয়া বাইক রুখতে অভিযান শুরু হল জলপাইগুড়িতে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে মঙ্গলবার কয়েক দফায় অভিযান চালায় পুলিশ। গত রবিবার শহরের কামরপাড়ায় বাইকের ধাক্কায় এক পথচারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। বেপরোয়া বাইক চলাচল রোখার দাবি ওঠে বিভিন্ন মহলে। এর পরেই জেলা পুলিশ সুপারের নির্দেশে শুরু হয়েছে নজরদারি। মঙ্গলবার দিনভর অন্তত শ’তিনেক বাইক আরোহীকে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে। চালক ও আরোহী হেলমেট পরছেন কী না, চালকের লাইসেন্স, বাইকের সঠিক নথি রয়েছে কী না তা দেখা হচ্ছে। পুলিশ সুপার অমিত জাভালগি জানান, শহর লাগোয়া জাতীয় সড়কেও অভিযান হবে।
|
মাটি চাপা পড়ে মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
|
শামুকতলায় বালি-মাটির নীচে চাপা পড়ে থাকা দেহ দু’টি উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র। |
কুয়ো খোঁড়ার কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। মঙ্গলবার ঘটনাটি ঘটে শামুকতলার কার্তিক চা বাগানের ৪ নম্বর সেকশনে। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে দমকল। মৃত দুই শ্রমিকের নাম কার্তিক সাই (৩৫) ও বীরেন এক্কা (৩৩)। কার্তিকের বাড়ি ওই চা বাগানের নয়া লাইনে। বীরেনের বাড়ি ধওলাবস্তি। মৃত দুই শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব সংগঠনগুলি।
|
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
লরির ধাক্কায় এক বালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ফাঁসিদেওয়ার রাঙাপানি এলাকায় মারা যায় কপিল মণ্ডল (১২)। দুর্ঘটনার পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই রাস্তা আধঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখান।
|
বিদ্যুতের দাবি |
|
—নিজস্ব চিত্র। |
তিন বছর আগে খুঁটি পোতার কাজ শেষ হলেও বিদ্যুৎ না পৌঁছনোয় রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। মঙ্গলবার ধূপগুড়ি-ফালাকাটা পূর্ত সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় প্রচুর গাড়ি আটকে পড়ে। |
|