জওয়ানদের অত্যাচারের নালিশ, মিছিল আড়শায়
নিজস্ব সংবাদদাতা • আড়শা |
বকেয়া টাকা চাওয়ায় এক চা দোকানিকে নাগা জওয়ানেরা মারধর করেছে, এই অভিযোগে মঙ্গলবার আড়শার শিরকাবাদে প্রতিবাদ মিছিল হল। ফরোয়ার্ড ব্লক ও তৃণমূলের কিছু জেলা নেতার ডাকে মঙ্গলবার কয়েক হাজার বাসিন্দা নাগা জওয়ানদের অত্যাচার বন্ধের দাবিতে পোস্টার নিয়ে মিছিল করলেন। মাওবাদী নিয়ন্ত্রণে ২০১০ সালের অগাস্ট মাসে নাগাবাহিনীর জওয়ানদের নিয়ে আসা হয়। কিছু দিন পর থেকেই ওই জওয়ানদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে থাকেন স্থানীয়রা। বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি তাঁদের অত্যাচার বেড়ে গিয়েছে। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়। স্থানীয় চা বিক্রেতা সনৎ দে’র অভিযোগ, “এক জওয়ান ১০ টাকা বাকি রেখেছিল। টাকা চাওয়ায় তিনি ফোন করে আরও জওয়ানদের ডেকে এনে আমাকে ও বাবাকে মারধর করে।” মঙ্গলবার সকালে এলাকায় মাইকে প্রচার করে বাসিন্দাদের জড়ো হতে বলা হয়। স্থানীয় বাসিন্দা তথা ফরোয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মিহির মাঝি, তৃণমূলের জেলা কমিটির সদস্য ত্রিলোচন মাঝিরা বলেন, “নাগা জওয়ানদের একাংশের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। তাই মিছিলের ডাক দিয়েছিলাম।” এসপি সি সুধাকর বলেন, “অভিযোগ ঠিক নয়। সোমবারের ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে।” বিধায়ক শান্তিরাম মাহোত বলেন, “খোঁজ নেব। জওয়ানদের সংযত থাকা দরকার।”
|
তৃণমূলের সভাতেও যানজটে ফাঁসল বাঁকুড়া
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
আশঙ্কাই সত্যি হল। সিপিএমের জনসভার পরের দিন মঙ্গলবারও তৃণমূলের সভার জন্য বাঁকুড়া শহরের মাচানতলা এলাকা যানজটে আটকে পড়ল। চরম ভোগান্তিতে পড়লেন অফিসযাত্রী থেকে স্কুল ছাত্রছাত্রী-সহ বহু মানুষ। রাস্তা বন্ধ থাকায় বহু মানুষকে ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হয়। যানজট লেগে যায় শহরের কলেজরোড, তামলিবাঁধ, মাচানতলা মোড়-সহ কিছু জায়গায়। বাঁকুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জেলা সাধারণ সম্পাদক মধুসূদন দরিপা বলেন, “সভা তো ফাঁকা মাঠে বা সভাঘরেও করা যেতে পারত।” তৃণমূলের বাঁকুড়া জেলা কো চেয়ারম্যান অরূপ চক্রবর্তীর দাবি, “আমরা পুরোপুরি রাস্তা আটকে সভা করিনি। একপাশ দিয়ে যানচলাচল হয়েছে।” বস্তুত ভুঁইফোঁড় অর্থলগ্নি সংস্থা সারদার সঙ্গে তৃণমূল নেতাদের জড়িত থাকার অভিযোগকে সামনে আনতে সভা করেছিল সিপিএম। এ দিন তৃণমূল সিপিএমের সঙ্গে ওই সংস্থাগুলির যোগসাজসের কথা তুলে ধরে।
|
বরযাত্রী জখম
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
সাঁকোয় ধাক্কা মেরে উল্টে গেল বরযাত্রী বোঝাই বাস। জখম হলেন ২০ জন। ১৯ জনকে বিষ্ণুপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পায়ে চোট পাওয়া একজনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। সোমবার রাতে বিষ্ণুপুর থানার মড়ার গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।
|
গাছে নরকঙ্কাল
নিজস্ব সংবাদদাতা • নিতুড়িয়া |
গলায় মাফলারের ফাঁস দেওয়া একটি নরকঙ্কাল মিলল গড়পঞ্চকোট লাগোয়া লালপুরের জঙ্গলে। সোমবার সন্ধ্যায় পুলিশ গিয়ে গাছের ডাল থেকে কঙ্কালটি উদ্ধার করে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
|
রেলের নাটক
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতনতা দিবস পালিত হল মঙ্গলবার পুরুলিয়া স্টেশনে। স্টেশন ম্যানেজার শ্যামাপ্রসাদ মজুমদার জানিয়েছেন, লেভেল ক্রসিং বন্ধ থাকলে কেন পারাপার করতে নেই, নাটকের মাধ্যমে তা দেখানো হয়েছে।
|
বাজ পড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বাঘমুণ্ডি |
খেলা করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক শিশুর। মৃত চাঁদমণি মাহাতোর (৬) বাড়ি বাঘমুণ্ডি থানার কুশলডি গ্রামে। সোমবার বিকেলের ঘটনা। পরে চিকিৎসক মৃত বলে জানান। |