টুকরো খবর
ভাঙড়ে দুর্ঘটনায় মৃত ১, জখম ৭
পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন ৭ জন। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার ভোজেরহাটের খড়ম্বার কাছে। এদের প্রত্যেককে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে পুলিশের একটি প্রিজন ভ্যান জীবনতলা থানা থেকে সশস্ত্র পুলিশ নিয়ে আলিপুরে ফিরছিল। খড়ম্বার কাছে কলকাতার দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে পুলিশের গাড়িটির সংঘর্ষ হয়। এই ঘটনায় জখম হন চারজন পুলিশকর্মী। ঘটনার পর কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে বাসন্তী হাইওয়ে। ঘটনাস্থলে যান দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) কঙ্করপ্রসাদ বারুই-সহ অন্যান্য পুলিশ কর্তারা। এ দিন সকালে ভাঙড় থানার বাগানআইটের তালেব মোল্লার মোড়ে মোটরবাইকের সঙ্গে লরির সংঘর্ষ হয়। বাইক আরোহীর নাম মহিউদ্দিন মোল্লা ওরফে পিঙ্কি (২৩)। জখম অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার তিনি মারা যান।

ট্রাকের চাকায় পিষ্ট ছাত্র
ফুটবল অনুশীলনে আসার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক স্কুলছাত্রের। ঘটনার জেরে জিটি রোড অবরোধ করে ক্ষিপ্ত জনতা। মঙ্গলবার ঘটনাটি ঘটে হুগলির শ্রীরামপুরের নওগার কাছে। পুলিশ জানায়, মৃতের নাম সৌরভ রায় (১৬)। তার বাড়ি শ্রীরামপুরের ছোট বেলু এলাকায়। সে নবগ্রাম কে ডি পাল বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত। পুলিশ জানায়, সকাল ৭টা নাগাদ সাইকেলে চেপে জিটি রোড ধরে রাজ্যধরপুরে সুরুচি সঙ্ঘের মাঠে ফুটবল অনুশীলনে আসছিল সৌরভ। নওগার কাছে উল্টোদিক থেকে মালবোঝাই একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা মারে। চালক অখিলেশ কুমার গ্রেফতার হয়েছে।

সাগর বন্দরে আশার আলো
সাগরে গভীর সমুদ্র বন্দর গড়ার ব্যাপারে পরশু অনুমোদন দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ বারের বাজেটে সমুদ্রবন্দরটি গড়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে ৭৮৫১ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে বন্দরটি। এর মধ্যে বন্দর গড়তে ৪ হাজার কোটি এবং রেল ও সড়ক যোগাযোগ গড়ে তুলতে ৩৮৫১ কোটি টাকা খরচ ধরা হয়েছে। ৫ কোটি ৪০ লক্ষ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন এই বন্দরটি গড়তে প্রাথমিক ভাবে সমুদ্রের ৭০ হেক্টর জমি পলি ফেলে ভরাট করা হবে বলে সরকারি সূত্রে খবর।

গাড়ির ধাক্কায় মৃত্যু
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইকআরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে রায়দিঘির মথুরাপুর-রায়দীঘি রোডে বানিরতলা পোল মোড়ের কাছে। মৃতের নাম সৌরভ হালদার (১৯)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.