অর্থলগ্নি সংস্থা শিবম গ্রুপ অফ কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা ফেরতের জানিয়ে বিক্ষোভ দেখালেন আমানতকারীরা। মঙ্গলবার কৃষ্ণনগরে জেলা প্রশাসনিক ভবন ও পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখান সংশ্লিষ্ট সংস্থার এজেন্ট ও সঞ্চয়কারীরা। তাঁদের অভিযোগ, ১৩২ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গিয়েছেন ওই সংস্থার কর্তা। বিক্ষোভকারীদের দাবি, ভাতজংলা, চাপড়া, গাংনাপুর, পায়রাডাঙা, রানাঘাট ,ফুলিয়া ও হবিবপুর এলাকায় বহু কোটি টাকার সম্পত্তি রয়েছে ওই সংস্থার মালিকের। বিক্ষোভকারী অরুণ রায় বলেন, “২০১১ সালে সংস্থার চার কর্তাকে টাকা তছরুপের অভিযোগে পুলিশ গ্রেফতার করলেও কয়েক মাস আগে তাঁরা ছাড়া পেয়ে যান। সেই ঘটনার পরেও আমানতকারীরা কোনও টাকা ফেরত পেল না।” অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।
|
এক মহিলাকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। সোমবার কান্দির পুরন্দপুর এলাকার ঘটনা। মৃতার নাম তুলিকা দাস (২৩)। বছর দু’য়েক আগে দিলীপ দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। মাস ছ’য়েক আগে দিলীপবাবু তুলিকাদেবীকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলেন। তুলিকাদেবী না আনায় শুরু হয় অত্যাচার। অভিযোগ, সোমবার তাঁকে বেধড়ক মারধর করা হয়। এরপর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় তুলিকাদেবীর দেহ। মৃতার মা সন্ধ্যা দাস কান্দি থানায় মেয়ের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নালিশ জানান। অভিযুক্তরা পলাতক।
|
নয় বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল পাড়ার এক যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে আজমের গঞ্জের ঘটনা। পুলিশ জানায়, গ্রামেই বিয়েবাড়িতে গিয়েছিল ওই কিশোরী। অনুষ্ঠানের মাঝে পড়শি ওই যুবক কিশোরীটিকে ধর্ষণ করে। মঙ্গলবার সকালে কিশোরীর পরিবার শামসেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। তবে ওই যুবক পলাতক।
|
এক ব্যক্তির ঘরে আগুন লাগানোর অভিযোগে পুলিশ আরিফ বাহাদুর নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে। দিন কয়েক আগে দলবল নিয়ে আরিফ চাপড়ার হাটখোলা এলাকার শাখাওয়াত হোসেনের বাড়িতে রাতে আশ্রয় চায়। আশ্রয় না পেয়ে মাঝরাতে তারা শাখাওয়াতের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সোমবার পাচারের উদ্দেশে আরিফ ফের গ্রামে এলে বিএসএফ তাকে ধরে পুলিশে দেয়।
|
মঙ্গলবার ভোরে বেথুয়াডহরী স্টেশন সংলগ্ন এলাকায় বাসন্তী সরকার (৪৫) নামে এলাকার এক মহিলা রেলে কাটা পড়েন। মৃতার বাড়ির লোক দেহটি শনাক্ত করেন সকালেই। কিন্তু রেল পুলিশ দেহ উদ্ধার করে সন্ধ্যার পর। কেন এই দেরি? কৃষ্ণনগর জিআরপি-র ওসি দীপক পাইকের সাফাই, “খবর পেতেই বিকেল হয়ে যায়। তাই দেরি।”
|
মোটর ভ্যান উল্টে রিপন শেখ নামে বছর পাঁচেকের এক শিশুর মৃত্যু হয়েছে। জখম ৫ জন সাদিখাঁড়দেয়াড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার এক সাইকেল আরোহীকে বাচাতে গিয়ে জলঙ্গির কালীগঞ্জ গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যেতেই এই বিপত্তি। অন্য দিকে এ দিনই ডোমকলের হাড়ুরপাড়ায় মোটর বাইক ও ট্রাকের মুখোমুখি ধাক্কায় দু’জন জখম হয়েছেন।
|
মায়ের বকুনি খেয়ে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক তরুণী। নাম সোমা হালদার (১৯)। বাড়ি নবদ্বীপের বাবলারি এলাকায়।
|
মামারবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহন দলুই নামে এক শিশুর মৃত্যু হল। মঙ্গলবার বড়ঞার পাঁচমুখী গ্রামের ঘটনা। |