সংস্কৃতি যেখানে যেমন
|
|
স্মরণসভা |
ছাত্র অবস্থাতেই তিনি ১৩৫৫ বঙ্গাব্দে ‘জনকল্যাণ সমিতি’ নামে সংস্থা গড়ে বহরমপুর শহরে নিজের বাড়িতেই শুরু করে দিয়েছিলেন অবৈতনিক পাঠাগার ও নৈশ বয়স্ক শিক্ষাকেন্দ্রের পঠনপাঠন। ‘বিবেকানন্দ স্মারক সমিতি’র তিনিই ছিলেন মুর্শিদাবাদ শাখার সম্পাদক। ৫০ বছর অতিক্রান্ত পত্রিকা ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর মুর্শিদাবাদ শাখার সদ্য প্রয়াত সম্পাদক পুলককুমার সরকারের স্মরণসভায় এ রকম অনেক তথ্য উঠে এল। গত ২৮ এপ্রিল প্রয়াত হন পুলকবাবু। মঙ্গলবারর স্মরণসভা হয় বহরমপুর শহরের সেবা মিলনী গ্রন্থাগারে। তিনি ছিলেন জেলা গ্রন্থাগার কমিটির নির্বাহী সদস্য।
|
৪০-এ পা ‘যুগাগ্নি’র |
বহরমপুর শহরের পথনাটকের পথিকৃৎ সংস্থা ‘যুগাগ্নি’ ৪০ বছরে পা দিয়েছে গত ১ মে। ওই উপলক্ষে দু’ দিন ধরে বহরমপুর রবীন্দ্রসদনে ‘৩৯ বছর পূতির্’ ও ‘চল্লিশে পা’ অনুষ্ঠান করল ‘যুগাগ্নি’। ১ মে মঞ্চস্থ হয় সন্দীপন মজুমদারের নাটক ‘ঈশ্বর এসেছেন’। পরিচালক কৌশিক রায় চৌধুরী। ২ মে সন্ধ্যায় মঞ্চস্থ হয় রমাপ্রসাদ বণিকের নাটক ‘অবশ্য কর্তন’। পরিচালক দেবাশিস সান্যাল।
|
নজরুল পুরস্কার |
মুর্শিদাবাদ জেলায় নজরুল গীতির প্রসারে কৃতিত্বের জন্য ও নজরুল সাহিত্যের গবেষণার জন্য দেওয়া হবে সেই পুরস্কার। সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত অধাপক আবুল হাসানাত বলেন, “নজরুলগীতির বিষয়ে বহরমপুরের শিল্পী দিলীপকুমার ঘোষকে ও নজরুল সাহিত্য গবেষণায় রামনগরের ইউসুফ আলিকে নির্বাচিত করা হয়েছে। আগামী ২৬ ও ২৭ মে বহরমপুর কালেক্টরেট ক্লাবে তাঁদের পুরস্কৃত করা হবে।”
|
চট্টগ্রাম বিপ্লব দিবস |
গত ১৮ এপিল ‘সূর্যসেনা পরিবার’-এর পক্ষ থেকে পালন করা হয় ‘চট্টগ্রাম বিপ্লব দিবস’। বহরমপুর শহরের রানিবাগানের ‘শহিদ সূর্য সেন পার্ক’-এ অনুষ্ঠিত হয়। সেখানে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী বিনোদবিহারী চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
|
বার্ষিক অনুষ্ঠান |
গত ১ মে বহরমপুর শহরের মণীন্দ্রনগর বিদ্যাপীঠে স্থানীয় সাংস্কৃতিক সংস্থার তৃতীয় বার্ষিক অনুষ্ঠান হয়। সারাদিন ধরে বিতর্ক, আবৃত্তি, অঙ্কন, রবীন্দ্রসংগীত ও কুইজ প্রতিযোগিতা হয়। সন্ধ্যায় পরিবেশন করা হয় নাচ, গান, নাটক।
|
তেহট্ট উৎসব |
তেহট্ট অঙ্গীকার গোষ্ঠী ও পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটির যৌথ উদ্যোগে গত ৩-৫ মে তিন ধরে অনুষ্ঠিত হল ১৩তম তেহট্ট উৎসব। তেহট্ট দত্তপাড়া প্রাথমিক স্কুলের মাঠে অনুষ্ঠানটি হয়। |
|