সংস্কৃতি যেখানে যেমন

স্মরণসভা
ছাত্র অবস্থাতেই তিনি ১৩৫৫ বঙ্গাব্দে ‘জনকল্যাণ সমিতি’ নামে সংস্থা গড়ে বহরমপুর শহরে নিজের বাড়িতেই শুরু করে দিয়েছিলেন অবৈতনিক পাঠাগার ও নৈশ বয়স্ক শিক্ষাকেন্দ্রের পঠনপাঠন। ‘বিবেকানন্দ স্মারক সমিতি’র তিনিই ছিলেন মুর্শিদাবাদ শাখার সম্পাদক। ৫০ বছর অতিক্রান্ত পত্রিকা ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ-এর মুর্শিদাবাদ শাখার সদ্য প্রয়াত সম্পাদক পুলককুমার সরকারের স্মরণসভায় এ রকম অনেক তথ্য উঠে এল। গত ২৮ এপ্রিল প্রয়াত হন পুলকবাবু। মঙ্গলবারর স্মরণসভা হয় বহরমপুর শহরের সেবা মিলনী গ্রন্থাগারে। তিনি ছিলেন জেলা গ্রন্থাগার কমিটির নির্বাহী সদস্য।

৪০-এ পা ‘যুগাগ্নি’র
বহরমপুর শহরের পথনাটকের পথিকৃৎ সংস্থা ‘যুগাগ্নি’ ৪০ বছরে পা দিয়েছে গত ১ মে। ওই উপলক্ষে দু’ দিন ধরে বহরমপুর রবীন্দ্রসদনে ‘৩৯ বছর পূতির্’ ও ‘চল্লিশে পা’ অনুষ্ঠান করল ‘যুগাগ্নি’। ১ মে মঞ্চস্থ হয় সন্দীপন মজুমদারের নাটক ‘ঈশ্বর এসেছেন’। পরিচালক কৌশিক রায় চৌধুরী। ২ মে সন্ধ্যায় মঞ্চস্থ হয় রমাপ্রসাদ বণিকের নাটক ‘অবশ্য কর্তন’। পরিচালক দেবাশিস সান্যাল।

নজরুল পুরস্কার
মুর্শিদাবাদ জেলায় নজরুল গীতির প্রসারে কৃতিত্বের জন্য ও নজরুল সাহিত্যের গবেষণার জন্য দেওয়া হবে সেই পুরস্কার। সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত অধাপক আবুল হাসানাত বলেন, “নজরুলগীতির বিষয়ে বহরমপুরের শিল্পী দিলীপকুমার ঘোষকে ও নজরুল সাহিত্য গবেষণায় রামনগরের ইউসুফ আলিকে নির্বাচিত করা হয়েছে। আগামী ২৬ ও ২৭ মে বহরমপুর কালেক্টরেট ক্লাবে তাঁদের পুরস্কৃত করা হবে।”

চট্টগ্রাম বিপ্লব দিবস
গত ১৮ এপিল ‘সূর্যসেনা পরিবার’-এর পক্ষ থেকে পালন করা হয় ‘চট্টগ্রাম বিপ্লব দিবস’। বহরমপুর শহরের রানিবাগানের ‘শহিদ সূর্য সেন পার্ক’-এ অনুষ্ঠিত হয়। সেখানে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী বিনোদবিহারী চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বার্ষিক অনুষ্ঠান
গত ১ মে বহরমপুর শহরের মণীন্দ্রনগর বিদ্যাপীঠে স্থানীয় সাংস্কৃতিক সংস্থার তৃতীয় বার্ষিক অনুষ্ঠান হয়। সারাদিন ধরে বিতর্ক, আবৃত্তি, অঙ্কন, রবীন্দ্রসংগীত ও কুইজ প্রতিযোগিতা হয়। সন্ধ্যায় পরিবেশন করা হয় নাচ, গান, নাটক।

তেহট্ট উৎসব
তেহট্ট অঙ্গীকার গোষ্ঠী ও পণ্ডিত শ্যামাপদ ভট্টাচার্য স্মৃতিরক্ষা কমিটির যৌথ উদ্যোগে গত ৩-৫ মে তিন ধরে অনুষ্ঠিত হল ১৩তম তেহট্ট উৎসব। তেহট্ট দত্তপাড়া প্রাথমিক স্কুলের মাঠে অনুষ্ঠানটি হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.