আজও ধোনিদের শত্রু সেই আত্মতুষ্টি
চিন তেন্ডুলকরদের হাতে দুরমুশ হওয়ার পরও আত্মতুষ্টি থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে তো মহেন্দ্র সিংহ ধোনিরা? উত্তরটা ‘হ্যাঁ’ করতেই সানরাইজার্সের ঘরের মাঠে বুধবার লড়াই চেন্নাই সুপার কিংসের।
১৮ পয়েন্ট পেয়ে প্লে-অফের দিকে নিশ্চিতভাবে এগিয়ে যাওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছিল মুম্বই ম্যাচে। ৭৯ রানে গুটিয়ে গিয়েছিল চেন্নাইয়ের হেভিওয়েট ব্যটিং লাইন আপ। আইপিএলে যা ধোনিদের সর্বনিম্ন রান। ধোনি পরে যে জন্য বলেও দেন, মানসিক দিক থেকে মুম্বইয়ের চ্যালেঞ্জ নেওয়ার মতো প্রস্তুতি ছিল না চেন্নাইয়ের ক্রিকেটারদের। ধোনি নিজেও বেগুনি টুপির মালিক ডোয়েন ব্রাভোর কোটার পুরো সুবিধা তুলতে ভুলে গিয়েছিলেন।
সেই ব্যর্থতার পর এই ম্যাচেও সানরাইজার্সের বিরুদ্ধে লড়াইটা মূলত চেন্নাইয়ের ব্যাটিং শক্তিরই। মুরলী বিজয় সাংঘাতিক সব শট নির্বাচনে ক্রমাগত ব্যর্থ হওয়ার অভ্যাস ত্যাগ না করলে বুধবার ম্যাচে তাঁর জায়গায় ঋ
দ্ধিমান সাহা ফিরে আসতে পারেন। অবশ্য ঋদ্ধি এখনও ফিট কি না সে নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফিট হলে বাংলার উইকেটকিপারের মাঠে নামার সম্ভাবনা উজ্জ্বল।
ক্রিস গেইলের মতো ঝলমল না করলেও আইপিএল সিক্সে তিনি কম উজ্জ্বল নন। নিঃশব্দে তাঁকে দেওয়া দায়িত্ব সারতে ওস্তাদ মাইক হাসি মুম্বই ম্যাচে তিন-তিনবার জীবন পেলেও তার সদ্ব্যবহার করতে পারেননি। কুমার সঙ্গাকারার দলের বিরুদ্ধে তাই প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ফিরে আসতে মরিয়া হয়ে থাকবেন তা বলাই বাহুল্য।
চেন্নাইয়ের চতুর্থ বিদেশি কে হবে সে নিয়েও ধোঁয়াশা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের একদিনের দলের নতুন অধিনায়ক ডোয়েন ব্রাভো, হাসি এবং ক্রিস মরিসের থাকাটা নিশ্চিত। বেন লগলিনের জায়গায় আসতে পারেন অ্যালবি মর্কেল বা জেসন হোল্ডার।
সানরাইজার্সেরও চেন্নাইয়ের মতোই ওপেনার সমস্যা রয়েছে। শিখর ধবন একপ্রান্তে গোলাগুলি ছুঁড়লেও অন্য প্রান্ত প্রায় নিশ্চুপই থাকছে। দ্বিতীয় ওপেনারের জায়গায় অক্ষনাথ রেড্ডি বা পার্থিব পটেল কেউই এখনও পর্যন্ত ধারাবাহিক নন। রবিবার দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ম্যাচের সেরা ড্যারেন স্যামি সানরাইজার্সের অন্যতম ভরসা। থিসারা পেরেরাও তাই। তবে অধিনায়ক কুমার সঙ্গকারার ব্যাটে রানের খরা (৮ ম্যাচে ১১৭ রান) থাকাটা কিন্তু সানরাইজার্সের জন্য চিন্তার। বোলিং বিভাগ নিয়ে যে সমস্যা নেই হায়দরাবাদের। ডেল স্টেইনের বিষধর বোলিং ক্রমাগত ব্যাটসম্যানদের ছোবলাচ্ছে। একমাত্র ধোনি ছাড়া স্টেইনের সামনে প্রায় সব ব্যাটসম্যানকেই তটস্থ লেগেছে। এ ছাড়া ইশান্ত শর্মা, করন শর্মা এবং আমিত মিশ্রকে নিয়ে গড়া টিমের ভারতীয় বোলিং ব্রিগেডও প্রায় নিখুঁতভাবেই নিজেদের দায়িত্ব সামলাচ্ছে। এই বোলিং শ্কির জোরেই আইপিএল সিক্সে কোনও দল যদি প্রথমে ব্যাট করে ১২০ রান তুলেও হাসতে হাসতে জিতে যাওয়ার দাবি করতে পারে তার মধ্যে অবশ্যই সানরাইজার্স থাকবে।
মঙ্গলবার প্র্যাক্টিসের পর ঘরের মাঠে পাঁচ ম্যাচ অপরাজিত সানরাইজার্স কোচ টম মুডি বলে দেন, “রাজীব গাধীঁ আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ খারাপ নয় চ্যালেঞ্জিং। এখনও পর্যন্ত আমাদের বোলাররা দুর্দান্ত বল করেছে। সেটা মাথায় রেখেই বুধবার ম্যাচের স্ট্র্যাটেজি ঠিক করা হবে। বোলিং কোচ ওয়াকার ইউনিস দারুণ কাজ করছেন। ওয়াকারের অভিজ্ঞতা আমাদের প্রচুর সাহায্য করছে। একই সঙ্গে ব্যাটসম্যানরা প্রচুর রান করবে আবার বেলাররাও প্রচুর উইকেট পাবে এই দুটো তো একসঙ্গে হয় না। আমরা জানি হোম ম্যাচ জিততে গেলে কী করতে হবে। সেটাই ধরে চলার চেষ্টা করব বুধবার।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.