টুকরো খবর
পিতার লালসার শিকার কন্যা
পিতার লালসার শিকার হল ১৩ বছরের এক কন্যা। মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ধনঞ্জয় রিয়াংকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে। জেলা পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানান, ‘‘মেয়েটির মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষিত মেয়েটির বাবা ধনঞ্জয় রিয়াংকে পুলিশ গ্রেফতার করেছে। আদালতের নির্দেশে অভিযুক্তকে জেল হেফাজতে রাখা হয়েছে। ১৯ মে আবার আদালতে তোলা হবে।’’ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, অনেক দিন ধরেই নিজের কন্যার উপর যৌন অত্যাচার চালাচ্ছিল ওই ব্যক্তি। স্ত্রী বাধা দিলে তাঁকেও শারীরিক নিগ্রহ সহ্য করতে হত। স্ত্রী যোগেরু রিয়াং স্থানীয় থানায় অভিযোগ জানালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। নাবালিক কন্যার ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে।

বাহিনীর গুলিতে হত জঙ্গি
যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক রেংমা জঙ্গির মৃত্যু হল। পুলিশ জানায়, বোকাজানের চৌকিহোলা এলাকায় জঙ্গিরা ঘাঁটি গেড়েছে খবর পেয়ে আজ সেনা ও পুলিশ সেখানে হানা দেয়। জাংফাবস্তি গ্রামে জঙ্গিদের সঙ্গে যৌথবাহিনীর বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। বাকি জঙ্গিরা পালালেও এক জঙ্গি ঘটনাস্থলে মারা যায়। জঙ্গি ঘাঁটি থেকে একটি একে ৫৬, দু’টি গ্রেনেড, একটি পিস্তল ও প্রচুর গুলি পাওয়া যায়। নিহত জঙ্গির নাম তাখেন রেংমা (২২) বলে জানা গিয়েছে। এসপি বি বি ছেত্রী জানান, প্রথমে এটি কেপিএলটি ঘাঁটি বলে সন্দেহ করা হলেও, ঘাঁটি থেকে যে নথি ও তথ্য মিলেছে, তা থেকে মনে হচ্ছে রেংমা উপজাতিরা একটি নতুন জঙ্গি সংগঠন তৈরি করেছে।

বহিষ্কার করা হতে পারে জেঠমলানীকে
অনুমতি ছাড়া বিজেপির সংসদীয় দলের বৈঠকে ঢুকে ঝড় তুললেন সাংসদ রাম জেঠমলানী। গত নভেম্বরেই দল-বিরোধী কাজের জন্য জেঠমলানীকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু বহিষ্কার করা হয়নি। সংসদে একটি কমিটির নির্বাচনের জন্য মঙ্গলবার বিজেপি হুইপ জারি করে। দলের সংবিধান অনুযায়ী সাসপেন্ড হওয়া কোনও নেতা এই বৈঠকে যেতে পারেন না। কিন্তু জেঠমলানী বৈঠকে ঢুকে টানা দশ মিনিট কথা বলেন। অভিযোগ করেন, তিনি যে ভাবে কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান, সে ভাবে সক্রিয় হচ্ছেন না বিজেপি নেতৃত্ব। চার মাস হয়ে গেলেও কেন তাঁর সাসপেনশন তুলে নেওয়া নিয়ে সিদ্ধান্ত হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন। নিজের বক্তব্য পেশ করেই বৈঠক ছেড়ে চলে যান। জেঠমলানী বেরিয়ে যাওয়ার পর দলের অনেক শীর্ষ নেতাই তাঁকে বহিষ্কারের দাবি জানান। দলীয় সূত্রে খবর, শীঘ্রই সংসদীয় বোর্ড ডেকে দল সিদ্ধান্ত নেবে। নিতিন গডকড়ী সভাপতি থাকার সময় লালকৃষ্ণ আডবাণীর মধ্যস্থতায় জেঠমলানীর বিরুদ্ধে শাস্তি প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু অরুণ জেটলি-সহ অনেকেই জেঠমলানীকে দলে রাখার ঘোরতর বিরোধী।

কলের জলে মদ, চাঞ্চল্য শিবসাগরে
সকালে কল খুলে কুলকুচি করতেই স্বাদটা অন্য রকম লেগেছিল। পড়শিকে জিজ্ঞাসা করতে দেখা গেল সেখানেও একই দশা। স্বাদে অবিকল দেশি মদ! শিবসাগরের অভয়াপুরীতে সরকারি পানীয় জলের পাইপলাইনে, ‘জলের বদলে মদ’ সরবরাহ নিয়ে সকাল থেকে শোরগোল পড়ে যায়। খোদ মসজিদের কল দিয়েও মদ পড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। শেষে জানা যায়, স্থানীয় দেশি মদের ঠেকের নীচ দিয়ে যাওয়া পাইপলাইনে মদ মিশে যাওয়াতেই এই বিপত্তি! তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, জল সরবরাহ প্রকল্প থেকে প্রতিদিন সকাল ৭টা নাগাদ ৬০ হাজার কিলোলিটার জল দু’টি পাইপলাইন দিয়ে ছাড়া হয়। এর মধ্যে একটি পাইপলাইন তরুণ চেতিয়ার মদের দোকানের তলা দিয়ে গিয়েছে।

হাইকোর্টে যাবে সিবিআই
সজ্জন কুমারের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে বলে জানাল সিবিআই। ’৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় অন্যতম অভিযুক্ত সজ্জন কুমারকে একটি মামলায় এক সপ্তাহ আগেই মুক্তি দেয় দিল্লির এক আদালত। এ নিয়ে প্রতিদিনই রাজধানী ও পঞ্জাবের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান বহু মানুষ। মঙ্গলবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায়, এই মামলার রায় ঘোষণা পর্যন্ত তারা অপেক্ষা করবে। তার পরে দিল্লি হাইকোর্টে আবেদন জানানো হবে। ১৯৮৪-এর ৩১ অক্টোবর নিজের দুই শিখ দেহরক্ষীর হাতে খুন হন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী। তার পরই রাজধানী জুড়ে শুরু হয় শিখ নিধন পর্ব। শিখদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে তৎকালীন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের বিরুদ্ধে। গত ৩০ এপ্রিল বিচারক জে আর আরিয়ান সজ্জনকে নির্দোষ ঘোষণা করেন।

পুরনো খবর:

স্ত্রীর আবেদন
খলিস্তানি জঙ্গি দেবেন্দ্রপাল সিংহ ভুল্লারের প্রাণদণ্ডের পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে দেখা করে ভুল্লারকে ক্ষমা করার আর্জি জানিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল ও উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদল। প্রকাশের মতে, ভুল্লারের প্রাণদণ্ড রাজ্যবাসীর ভাবাবেগে আঘাত করবে। তাতে শান্তি নষ্ট হওয়ার ভয় রয়েছে।

সংঘর্ষে হত ২ জঙ্গি
দুই জঙ্গি গোষ্ঠীর সংঘর্ষে নাগাল্যান্ডের ডিমাপুরে হত ২। সোমবার ক্লক টাওয়ারের সামনেই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, প্রথমে এক দল জঙ্গি এক ব্যক্তিকে গুলি করে। তার সঙ্গী, এনএসসিএন-খাপলাং গোষ্ঠীর সদস্যকে ধাওয়া করে বন্দুকবাজরা। সে পালিয়ে সিটি টাওয়ার বিল্ডিং-এ ঢুকে পড়ে। সেখানে ঢুকেই বিরোধী-গোষ্ঠীর জঙ্গিরা তাঁকে গুলি করে। গুলিতে জখম এক আইনজীবীও।

দুর্ঘটনায় মৃত ৩
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি গাড়ি। ঘটনাস্থলেই মারা গেলেন তিন আরোহী। জখম চার জন হাসপাতালে ভর্তি। মঙ্গলবার ভোরে দরং জেলায় ঘটনাটি ঘটে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.