গাড়ি সংস্থার ওয়ার্যান্টি শেষ হয়ে গেলেও ক্রেতাদের মিলতে পারে নতুন ওয়ার্যান্টির সুযোগ। এ বার এই পরিষেবাই আনছে টিভিএস অটোমোবাইল সলিউশন্স। সংস্থার গাড়ি সারাইয়ের গ্যারাজগুলিতে তারা বাড়তি ৭ বছর পর্যন্ত যাত্রী গাড়ির ওয়ার্যান্টি দেবে।
কলকাতার রাজগরিয়া অটোমোবাইল সলিউশন্সের সঙ্গে যৌথ উদ্যোগে কিছুদিন আগে এ শহরে সব ধরনের গাড়ি সারাইয়ের গ্যারাজ ব্যবসা চালু করেছে টিভিএস অটোমোবাইল সলিউশন্স। দুই সংস্থার যৌথ উদ্যোগেই এ বার ওই বাড়তি ওয়ার্যান্টি পরিষেবা চালু করার কথা সম্প্রতি ঘোষণা করেন টিভিএস অটোমোবাইল সলিউশন্সের প্রেসিডেন্ট তথা সিইও সঞ্জয় নিগম। ‘গোল্ড’ ও ‘সিলভার’, এই দু’ধরনের প্রকল্পে এই সুযোগ মিলবে। সিলভার প্রকল্পে ইঞ্জিন, ট্রান্সমিশন, ফাইনাল ড্রাইভ, ইলেকট্রিক্যাল সিস্টেম, এই চারটি ক্ষেত্রে মিলবে ওয়ার্যান্টি। গোল্ড প্রকল্পটিতে সেগুলি ছাড়াও স্টিয়ারিং সিস্টেম, সাসপেনশন-সহ আরও কয়েকটি যন্ত্রাংশের ক্ষেত্রে তা মিলবে।
ওয়ার্যান্টির সময়সীমাও দু’রকম হতে পারে। প্রথমটি ওয়ার্যান্টি চালুর সময় থেকে ১২ মাস অথবা ২০ হাজার কিলোমিটার (যেটি আগে হবে) পর্যন্ত। এবং দ্বিতীয়টি ছ’মাস অথবা ১০ হাজার কিলোমিটার (যেটি আগে হবে) পর্যন্ত।
তবে এই সুযোগ মূলত নিজস্ব ব্যবহারের গাড়ির ক্ষেত্রেই মিলবে। ট্যাক্সির মতো বাণিজ্যিক গাড়িতে নয়। তেমনই আমদানি করা গাড়ি, দামি গাড়ি (যেমন মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি, পোর্শে ইত্যাদি), উৎপাদন বন্ধ হয়ে যাওয়া গাড়ি (যেমন টয়োটা কোয়ালিস, ওপেল অ্যাস্ট্রা) এবং বৈদ্যুতিন গাড়ির ক্ষেত্রে এই পরিষেবা মিলবে না। |