টুকরো খবর
অনুৎপাদক সম্পদ বাড়ায় নিট মুনাফা কমলো এলাহাবাদ ব্যাঙ্কে
শিল্পের মন্দা এ বার প্রভাব ফেলতে শুরু করল ব্যাঙ্কের আর্থিক ফলাফলেও। ২০১২-’১৩ অর্থবর্ষে অনুৎপাদক সম্পদ বাড়ার জেরে চোখে পড়ার মতো কমলো এলাহাবাদ ব্যাঙ্কের নিট মুনাফা। তা ৩৬% কমে দাঁড়াল ১১৮৫.২১ কোটি টাকায়। আগের বছর ওই অঙ্ক ছিল ১৮৬৬.৭৮ কোটি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ব্যাঙ্কের সিএমডি শুভলক্ষ্মী পানসে বলেন, “গত অর্থবর্ষে শিল্পে মন্দার জেরে অনুৎপাদক সম্পদ দ্রুত বেড়ে গিয়েছে। এই বাবদ আর্থিক সংস্থান বাড়াতে গিয়েই কোপ পড়েছে নিট মুনাফায়।” তবে ব্যবসা ১৩.৯২% বেড়ে হয়েছে ৩ লক্ষ ৯ হাজার ৬৭৮ কোটি টাকা। ঋণের পরিমাণ ১৬.৬৫% বেড়ে ১ লক্ষ ৩০ হাজার ৯৩৬ কোটি ও আমানত ১২% বেড়ে ১ লক্ষ ৭৮ হাজার ৭৪২ কোটি হয়েছে। ইস্পাত, বস্ত্র, খাদ্য প্রক্রিয়করণ, রাসায়নিক ইত্যাদি শিল্প ছাড়াও কিছু ছোট-মাঝারি সংস্থাকে ঋণ দিয়ে বেড়েছে অনুৎপাদক সম্পদ। বেশ কিছু রফতানি নির্ভর সংস্থাও ঋণ শুধতে পারেনি।

পণ্য পরিবহণ বৃদ্ধি
গত ২০১২-’১৩ অর্থবর্ষে দক্ষিণ-পূর্ব রেলে পণ্য পরিবহণের পরিমাণ বেড়ে হল ১২.৪৩ কোটি টন। যা তার আগের বছরের ১১.৭০ কোটি থেকে ৫.২৬% বেশি। বিভিন্ন পণ্যের মধ্যে আবার সব থেকে বেশি পরিবহণ হয়েছে আকরিক লোহা। প্রায় ৬.৭৩ কোটি টন।

বিশেষ লিফ্ট
বাজারে জিইএন২ সুইচ নামের একটি বিশেষ প্রযুক্তির লিফ্ট আনল ওটিস। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও ব্যাটারির সাহায্যে ১০০ বার পর্যন্ত ওঠা-নামা করা যাবে। ২৩০ ভোল্ট ‘সিঙ্গল ফেজ’ ব্যাটারিতে চলবে বলে কম বিদ্যুৎও খরচ হবে।

নয়া থ্রিজি ফোন
থ্রিজি প্রযুক্তির নয়া স্মার্টফোন ‘জিল’ আনল আইডিয়া সেলুলার। এতে দু’টি সিম কার্ড ব্যবহারের সুবিধা আছে। চলবে অ্যান্ড্রয়েড প্রযুক্তিতে। দাম রাখা হয়েছে ৫,৩৯০ টাকা।

নতুন পানীয়
গ্রীষ্মে নয়া স্বাদের ঠান্ডা পানীয় তৈরির গুঁড়ো আনল রসনা। নাগপুর অরেঞ্জ, অ্যালফান্সো ম্যাঙ্গো ইত্যাদি স্বাদে তা মিলবে ১, ২, ১০ টাকার পাউচে।

নতুন নিয়োগ
• বরিস ফিট্জ ভারতে মার্সিডিজ বেঞ্জ-এর বিক্রয় বিভাগের প্রধান হয়েছেন।
• সন্তোষ আইয়ার হয়েছেন বিপণন বিভাগের প্রধান।
• মধু টারডাল জিএমআর-এর নতুন সিএফও হিসেবে দায়িত্ব নিলেন।
• মণীশ শর্মা প্যানাসনিক ইন্ডিয়ার কমজিউমার অ্যান্ড এন্টারপ্রাইজ বিভাগের এমডি হয়েছেন।
• পি কে মোহনকুমার তাজ গোষ্ঠীর শাখা সংস্থা রুট্স কর্পোরেশনের এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.