শ্রমিকদের মুখে হাসি দলমোড়ে
নিজস্ব সংবাদদাতা • বীরপাড়া |
দশ মাস বন্ধ থাকার পর সোমবার চালু হল দলমোড় চা বাগান। গত ২২ এপ্রিল শিলিগুড়িতে উত্তরবঙ্গের যুগ্ম শ্রম আধিকারিকের দফতরে ত্রিপাক্ষিক বৈঠকে বাগান চালু করতে রাজি হয় কর্তৃপক্ষ। যুগ্ম শ্রম আধিকারিক মহম্মদ রিজওয়ান বলেন, “বাগানটি চালু হয়েছে। বাগানে যাঁরা বিশৃঙ্খলা তৈরি করে, কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল।” চা মালিকদের সংগঠন ডুয়ার্স ব্রাঞ্চ অব ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন সচিব প্রবীর ভট্টাচার্য বলেন, “আমরা চাই শান্তিপূর্ণভাবে শৃঙ্খলা মেনে কাজ হোক।” |
দল বেঁধে। দশ মাস পরে খুলল ডুয়ার্সের বীরপাড়ার দলমোড়
চা বাগান। সোমবার ছবিটি তুলেছেন রাজকুমার মোদক। |
গত বছরের ২৯ জুলাই দলমোড় বাগান ছেড়ে চলে যান কর্তৃপক্ষ। অভিযোগ ওঠে বাগানের চার শ্রমিক শ্রমিকদের দাবিদাওয়া তুলে বাগান ম্যানেজারকে হেনস্থা করেন। বাগান সূত্রে খবর, বাগান বন্ধ হতেই শ্রমিক বিপাকে পড়েন। একাংশ ভুটানের পাথর খাদানে গিয়ে কাজ করা শুরু করেন। অনেকে বাড়ির জিনিস বিক্রি করে সংসার চালাতে থাকেন। ২৫ জন বিনা চিকিৎসায় মারা যান বলে অভিযোগ ওঠে। জেলা প্রশাসন ১০০ দিনের কাজ চালু করেন। স্বাস্থ্য দফতর থেকে ওষুধ-সহ চিকিৎসকদের নিয়মিত বাগানে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। মালিক প্রথমে বৈঠকেই রাজি হচ্ছিলেন না। বাগানের ৪ জনের বিরুদ্ধে শ্রম আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার মালিক পক্ষের দাবি শ্রমিক সংগঠন মেনে নেওয়ার ত্রিপাক্ষিক বৈঠক হয়। আরএসপি শ্রমিক নেতা গোপাল প্রধান এবং এনইউপিডব্লুউ নেতা মণি ডার্নাল জানান, আমরা চাই শ্রমিক, বাগান কর্তৃপক্ষ সকলে একযোগে সুষ্টুভাবে বাগানে কাজ করুক। যে দুরাবস্থার মধ্যে শ্রমিক পরিবারগুলি পড়েছিলেন তা বলার নয়।
|
বঞ্চনায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
জেলাকে বঞ্চনার অভিযোগ ৮ মে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে বিক্ষোভ দেখাবে যুব কংগ্রেস। জলপাইগুড়ি লোকসভা যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে জানানো হয়, বুধবার শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে মিছিল করে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে বিক্ষোভ দেখানো হবে। বিধায়ক সুখবিলাস বর্মা সহ দার্জিলিং জেলার কংগ্রেস ও যুব নেতৃত্বকেও আমন্ত্রণ করা হবে বলে যুব কংগ্রেস সূত্রে জানানো হয়। |