টুকরো খবর
আটক ৩২ র‌্যামেল-কর্মী
পুলিশ হেফাজতে র‌্যামেল কর্মী। র‌্যামেল গ্রুপের রঘুনাথগঞ্জ শাখা অফিস সিল করে দিল পুলিশ। আটক করা হয়েছে ওই শাখার ম্যানেজার শিবশঙ্কর চৌধুরী সহ ৩২ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি ও ২৫টি কম্পিউটার। জেলার পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “আমানতকারীরা ম্যাচিউরিটির টাকা না পেয়ে ওই অফিসের কর্মীদের নামে নালিশ জানান। ম্যানেজার সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অফিসের গুরুত্বপূর্ণ নথি আটক করেছে পুলিশ।” ২০০৭ সালে রঘুনাথগেঞ্জে ব্যবসা শুরু করে লগ্নি সংস্থা র‌্যামেল। গত কয়েক বছরেই আমানতকারীদের কাছ থেকে এজেন্টদের মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায় করে কোম্পানি। টাকা ম্যাচিউরিটি হলেও কোম্পানি তা ফেরত দিচ্ছে না বলে দাবি আমানতকারীদের। কয়েকদিন ধরেই তাঁরা সংস্থার অফিসে হত্যে দিচ্ছিলেন। কর্তারা কথা দিয়েছিলেন, সোমবার মেটানো হবে পাওনা। সেই মত কয়েকশো আমানতকারী অফিসের সামনে জমা হন। কিন্তু টাকা ফেরত দিতে আপত্তি জানান অফিসের কর্তারা। ক্ষুব্ধ আমানতকারীরা রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ জানান। নালিশের ভিত্তিতে পুলিশ কর্তাদের আটকের পাশাপাশি বন্ধ করে দিয়েছে অফিস। আামানতকারীদের দাবি, সংস্থার সম্পত্তি বেচে টাকা মেটাতে হোক।

প্রতারণা, ধৃত প্রধান শিক্ষক
লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করল ভবানী ভবনের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মীরা। পুলিশ জানিয়েছে, ধৃত মিহির বসু নাকাশিপাড়ার পাটিকাবাড়ি হাইস্কুলের প্রধানশিক্ষক। রবিবার রাতে তাঁকে বেথুয়াডহরির বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ দিন ভোর রাতেই তাঁকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয় বলে জেলা পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূ্ত্রে জানা গিয়েছে, সিপিএম দলের সদস্য মিহিরবাবু ‘রুবিস্টার’ নামে একটি অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। তবে সিপিএম সূত্রে জানানো হয়েছে, আর্থিক দুর্নীতি ও দলকে আয় গোপন করার অভিযোগে তাঁকে দু’ বছর আগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। সিপিএমের জেলা সম্পাদক সুমিত দে বলেন, “দু’ বছর আগে আমরা মিহির বসুর সদস্যপদ বাতিল করে দিয়েছি। তারপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।” তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক গৌরীশঙ্কর দত্ত বলেন, “ওই ব্যক্তির সঙ্গে আমাদের দলের সম্পর্ক ছিল না।”

ছাত্র সংঘর্ষ
কলেজের কমন রুম খোলা নিয়ে ছাত্রপরিষদ এবং এসএফআই-এর সমর্থকদের সংঘর্ষ বাধল। মধ্যে সংঘর্ষে সোমবার দুপুরে ডোমকলের বসন্তপুরের এই ঘটনায় ৩ জন জখম হয়েছেন। তার জেরে ছাত্র পরিষদের পক্ষ থেকে ডোমকলে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরোধ করা হয়। কলেজের অধ্যক্ষ অনুরাধা সেনগুপ্ত বলেন, “পুলিশকে খবর দেওয়া হয়। তাঁরা গিয়ে অবস্থা সামাল দেন।” অবশ্য পুলিশের কাছে কোনও পক্ষ থেকেই কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

শিলান্যাস
ন্যায্য মূল্যে ফসল বিক্রির জন্য সোমবার রঘুনাথগঞ্জে জেলার প্রথম কৃষক মাণ্ডির শিল্যানাস করলেন রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী অরুপ রায়। তিনি বলেন, “৫ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে বিঘে পাঁচেক জমির উপর এই কৃষক মাণ্ডি গড়ে উঠবে। এর ভিতরে হিমঘর, গুদাম ঘর এবং চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। বিভিন্ন ফসল সঠিক দামে বেচাকেনা করতে পারবেন চাষিরা। ”

ঘেরাও অধ্যক্ষ
পড়ুয়ারা বিকেল থেকে কান্দি বিমলচন্দ্র কলেজ অফ ল-এর অধ্যক্ষ উপেন্দ্রকুমার বর্মাকে ঘেরাও করে রাখেন। সোমবার রাত পর্যন্ত এই ঘেরাও ছিল। ছাত্রদের দাবি, রেজিস্ট্রেশনের জন্য টাকা দেও?া সত্ত্বেও বছর দু’য়ের পরেও মেলেনি সার্টিফিকেট। কর্তৃপক্ষ নীরব থাকাতেই এই ঘেরাও। এই বিশয়ে অধ্যক্ষ মুখ খোলেননি।

বিয়েবাড়িতে ডাকাতি
বিয়ে বাড়িতে পিস্তল ও ভোজালি নিয়ে হানা দিল দুষ্কৃতীদল। রবিবার রাতে নবগ্রাম থানার গোপগ্রামের ঘটনা। দুষ্কৃতীরা লক্ষাধিক টাকা ও কয়েক ভরি সোনা নিয়ে চম্পট দেয় বলে পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। নবগ্রামের গোপগ্রামের প্রেমচাঁদ ঘোষের মেয়ে কল্পনা ঘোষের সঙ্গে বিয়ে ঠিক হয় বহরমপুরের হরিদাসমাটি এলাকার রতন দত্তের। রবিবার ছিল গায়ে হলুদের অনুষ্ঠান।

পথ দুর্ঘটনায় মৃত্যু
৩৪ নম্বর জাতীয় সড়কে পাথর বোঝাই লরি ও তেল বোঝাই ট্যাঙ্কারের মুখোমুখি ধাক্কায় পুড়ে মৃত্যু হল পাথর বোঝাই লরির চালকের। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ নাকাশিপাড়ার সোনাডাঙায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরে দু’টি গাড়িতেই আগুন লেগে যায়। পুড়েই চালকের মৃত্যু হয়। তাঁর নাম জানা যায়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.