|
|
|
|
প্রতারণা, ধৃত যুবকের ফের পুলিশ হেফাজত |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রতারণার অভিযোগে ধৃত তরুণ ত্রিখাকে ফের পুলিশি হেফাজতে পাঠাল আদালত। খড়্গপুর টাউন থানার একটি মামলায় তাঁকে গ্রেফতার করে সিআইডি। প্রথমে সিআইডি হেফাজতে, পরে আদালতের নির্দেশে জেল হেফাজতে ছিলেন ওই যুবক। সোমবার কেশিয়াড়ি থানার পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে মেদিনীপুর সিজেএম আদালতে আবেদন করে। আদালত তা মঞ্জুর করে ধৃতকে ১১ মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে খবর, এক যুবক ক’দিন আগে কেশিয়াড়ি থানায় তরুণের নামে অভিযোগ দায়ের করেন। তাঁর বক্তব্য, তরুণ প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। বলা হয়েছিল, ব্যবসার ক্ষেত্রে একটি লক্ষ্যমাত্রা পূরণ করলে তাঁকে দামী গাড়ি দেওয়া হবে। কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ করেও তিনি গাড়ি পাননি। ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। সেই মামলাতেই এ দিন তরুণকে হেফাজতে চেয়ে আবেদন করে পুলিশ।
‘টিভিআই এক্সপ্রেস’ নামে একটি সংস্থা খুলে প্রতারণার জাল বিছিয়েছিলেন তরুণ। চেন মার্কেটিংই ছিল প্রতারণার হাতিয়ার। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে খড়্গপুরের এক বাসিন্দা টাউন থানায় তরুণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তরুণের বিরুদ্ধে প্রতারণার মামলা শুরু হয়। চলতি বছরের গোড়ায় তদন্ত শুরু করে সিআইডি। এপ্রিলে তরুণকে দিল্লি থেকে গ্রেফতার করে সিআইডি। সিআইডির বক্তব্য, বিমানে নেপালে পালাচ্ছিলেন তরুণ। সেখানে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে অন্য দেশে গা ঢাকা দেওয়াই তাঁর মতলব ছিল।
|
অতিথি |
|
ছবি: সৌমেশ্বর মণ্ডল |
মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে সোমবার এসেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণনও। প্রায় এক ঘণ্টা স্কুলে কাটান প্রণববাবু। বলেন, “এ রকম একটি ঐতিহ্যশালী স্কুলে আসতে পেরে আমি ধন্য। ব্যক্তি জীবনের মতো প্রতিষ্ঠানের জীবনও অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে চলে। তা অতিক্রম করে ১৭৫ বছর পেরিয়ে যাওয়া কম কথা নয়।” স্কুলের ঐতিহ্য সংরক্ষণ প্রসঙ্গে বলার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। রাষ্ট্রপতির কথায়, “মমতা প্রচেষ্টা চালাচ্ছেন আমাদের সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে। মুখ্যমন্ত্রীর এই কাজে আমার শুভেচ্ছা রইল।” অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় ছাত্রদের উদ্দেশে হাতও নাড়লেন রাষ্ট্রপতি। |
|
|
|
|
|