টুকরো খবর
হাতির দল হুমগড়ে
আমলাগোড়া পেরিয়ে সোমবার বিকেলে হাতির দল ঢুকে পড়ল হুমগড়ের জঙ্গলে। এক- দু’দিনের মধ্যে দলটি গোয়ালতোড়ের দিকে চলে যাবে বলে মনে করছে বন দফতর। রুপনারায়ণ বিভাগের ডিএফও রবীন্দ্রনাথ সাহা বলেন, “সোমবার বিকেলে হাতির দলটি হুমগড়ের জঙ্গলে ঢুকে পড়ে। যাতায়াতের পথে কিছু ফসলের ক্ষয়ক্ষতি করেছে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।” হাতির ভয়ে ছুটে পালাতে গিয়ে এক যুবক রাস্তায় পড়ে জখমও হয়েছেন। ঘটনাটি ঘটে রবিবার রাতে। যদিও ওই যুবকের আঘাত গুরুতর নয়। দলমা থেকে আসা হাতির একটি দল গত ক’দিন ধরে বাঁকুড়ার বিষ্ণুপুরে ছিল। দলটিতে প্রায় ১৫০টি হাতি রয়েছে। সেখান থেকেই প্রায় ৬০টি হাতির একটি দল শনিবার রাতে দলটি গড়বেতার ধাদিকা বিটের অন্তর্গত খড়িকাশুলির জঙ্গলে ঢুকে পড়ে। রবিবার দিনভর হাতির দলটি এখানে ছিল। পরে আমলাগোড়ায় আসে। সেখান থেকে সোমবার বিকেলে ঢুকে পড়ে হুমগড়ের জঙ্গলে। চলতি সপ্তাহের মধ্যে বাকি হাতিগুলোও সীমানা পেরিয়ে এ জেলায় ঢুকে পড়বে বলে অনুমান বন দফতরের।

বেথুয়াডহরিতে মৃত্যু হরিণের
বেথুয়াডহরি অভয়ারণ্যে অস্বাভাবি ক মৃত্যু হয়েছে একটি হরিণের। সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ বনকর্মীরা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন ‘দেবা’ নামের ওই পূর্ণ বয়স্ক পুরুষ হরিণটির দেহ। মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ি থেকে একটি হরিণ উদ্ধার করে বেথুয়াডহরি অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়। দেবা তারই সন্তান। শিবা বছর দেড়েক আগে মারা যায়। অভয়ারণ্যের কর্মীরা জানিয়েছেন, দেবা ছোটবেলা থেকেই মানুষের ঘনিষ্ঠতা পছন্দ করত। কিন্তু বছর দুয়েক আগে দেবা আচমকাই ক্ষেপে যেতে থাকে। তারপরই অভারণ্যের ভিতরে অনেকটা এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে দেবাকে রাখা হয়। সোমবার সকালে সেখানে থেকেই তার দেহ উদ্ধার করা হয়। স্থানীয় ডিএফও তৃপ্তি শাহ বলেন, “ময়না-তদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”

হলদিয়ায় নিষেধাজ্ঞা, সিদ্ধান্ত শীঘ্রই
হলদিয়ার ৪৩টি শিল্পগুচ্ছের (ক্লাস্টার) উপর থেকে পরিবেশগত নিষেধাজ্ঞা তোলা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে কেন্দ্র। তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীকে এই আশ্বাস দিয়েছেন পরিবেশ ও অরণ্য প্রতিমন্ত্রী জয়ন্তী নটরাজন। হলদিয়া, আসানসোলের ক্রমবর্ধমান দূষণের ফলে ওই দুই এলাকার কোথাও কোথাও নতুন শিল্প গড়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল পরিবেশ মন্ত্রক। হলদিয়ায় নিষেধাজ্ঞা তুলতে দীর্ঘ দিন ধরেই তদ্বির করছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শুভেন্দুবাবু। তিনি কেন্দ্রকে জানান, হলদিয়ায় একাধিক পরিবেশবান্ধব পদক্ষেপ নেওয়ায় দূষণের হার কমে এসেছে। সোমবার এক চিঠিতে জয়ন্তী জানিয়েছেন, কেন্দ্র ৪৩টি সঙ্কটজনক দূষিত ক্লাস্টারের উপর একটি সামগ্রিক সমীক্ষা করেছে। সমীক্ষার ফল দেখে খুব শীঘ্রই পদক্ষেপ সিদ্ধান্ত নেওয়া হবে।

মামলা গৃহীত
পুরীর দূষণ নিয়ে দাখিল করা আবেদন বিচারের জন্য গ্রহণ করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ২৮ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের কাছে নোটিসও পাঠানো হয়েছে। পরিবেশকর্মী সুভাষ দত্ত ১ মে দিল্লিতে ট্রাইবুন্যালের মূল বেঞ্চে আর্জি জানান, পুরীর সৈকত ও মন্দিরে দূষণের ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা ঠেকানোর ব্যবস্থা হোক। সুভাষবাবু জানান, কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক, ওড়িশার পরিবেশ দফতর, পুরী মন্দির কর্তৃপক্ষ, পুরী পুরসভার সঙ্গে দেশের পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)-কেও নোটিস দেওয়া হয়েছে।

করাতকল সিল
অভিযান চালিয়ে রঘুনাথপুর রেঞ্জ এলাকার অবৈধ করাতকলগুলি সিল করল বন দফতর। রঘুনাথপুরের রেঞ্জ অফিসার সোমনাথ চৌধুরী জানিয়েছেন, শনিবার দিনভর অভিযান চালিয়ে রঘুনাথপুর ১ ও রঘুনাথপুর ২ ব্লকে আটটি করাতকল সিল করা হয়। সোমবার হুড়াতেও অভিযান চালিয়ে ৭টি অবৈধ করাতকল সিল করা হয়।

হাতির হানায় মৃত্যু
বুনো হাতি আছড়ে মারায় এক রিসর্ট কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে ধূপঝোড়ায়। নাম জিৎবাহাদুর রাই (৪৫)। রাত ১০টা নাগাদ বাড়ি তিনি ফিরছিলেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.