ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ মিলল পুকুরে
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
পুকুর থেকে উদ্ধার হল এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের দেহ। মৃতের নাম স্মরজিৎ বসু। সিউড়ি বিই কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র স্মরজিতের বাড়ি কোচবিহারে। কলেজ সূত্রে জানা যাচ্ছে, সোমবার দুপুর ২টো নাগাদ স্মরজিৎ সিউড়ির তিলপাড়া পঞ্চায়েতের পাতরা পুকুরে স্নান করতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ওই কলেজের আরও চার ছাত্র। স্নান সেরে বাকিরা ফিরে এলেও স্মরজিৎ ফেরেননি। ওই কলেজের ওয়ার্ডেন আব্দুল মালেক বলেন, “বিষয়টি অনেক পরে জানাজানি হয়। তার পরেই ওই ছাত্রের খোঁজ করা হয় ওই পুকুরে। পরে দমকলে খবর দেওয়া হয়।” এ দিন সন্ধ্যায় সিউড়ি দমকলের কর্মীরা স্মরজিতের দেহ ওই পুকুর থেকেই উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালের মর্গে পাঠান। এ দিন মর্গের সামনে স্মরজিতের দেহ ঘিরে ভিড় জমান কলেজের ছাত্রেরা. তবে তাঁরা কিছু বলতে চাননি। জানা যায়নি স্মরজিতের সঙ্গে যাঁরা স্নান করতে গিয়েছিলেন, সেই ছাত্রদের নাম। সিউড়ি বিই কলেজের ডিরেক্টর ভবেশ ভট্টাচার্য বলেন, “বিশদে খোঁজ নিচ্ছি।” বীরভূমের পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “ওই ছাত্রের মৃত্যু নিয়ে এখনও কলেজ কর্তৃপক্ষ লিখিত ভাবে কিছু জানাননি। হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে।” কী ভাবে স্মরজিৎ পুকুরে ডুবে গেলেন, তিনি সাঁতার জানতেন কি না, এ সব প্রশ্নে কিছু ধন্দ থেকেই যাচ্ছে।
|
ফি নিয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে মুরারইয়ের কবি নজরুল কলেজের উচ্চ মাধ্যমিক বিভাগে অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু করেছে এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও। সোমবার ওই সংগঠনের জেলা সম্পাদক যুথিকা ধীবর অভিযোগ করেন, “ওই কলেজে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য পড়ুয়াদের কাছ থেকে সেশন ফি বাবদ ৫৬০ টাকা নেওয়া হচ্ছে। যা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি। সাধারণ পড়ুয়াদের পক্ষে ওই ফি দেওয়া কষ্টকর। তাই কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের প্রতিবাদে আমরা আন্দোলন শুরু করেছি।” কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মাজেদ শেখ বলেন, “কলেজের অধীনে থাকার জন্য আমারা সর্ব শিক্ষা মিশনের টাকা পাই না। তাই কলেজের উচ্চমাধ্যমিক বিভাগের ভবনের উন্নয়নের জন্য পড়ুয়াদের থেকে ওই পরিমান টাকা নেওয়া হয়।” কলেজের পরিচালন সমিতির সভাপতি মোসারফ হোসেন অবশ্য পরিচালন সমিতির পরবর্তী সভায় পড়ুয়াদের দাবি বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। মুরারই ১ ব্লকের সহকারী স্কুল পরিদর্শক (মাধ্যমিক) গৌতম মাল অবশ্য বলেন, “সংসদ নির্ধারিত ফি-এর অতিরিক্ত নেওয়া যায় না। এ ক্ষেত্রে কী হয়েছে তার খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।”
|
জলাশয়ে তলিয়ে গেলেন যুবক
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
পরিত্যক্ত পাথর খাদানের জলাশয়ে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে মহম্মদবাজার থানার পাঁচামি এলাকার ঢোলকাটা গ্রামে। রাজু আনসারি (৩৫) নামে বিহারের বাসিন্দা ওই যুবকের হদিশ সোমবারও মেলেনি। বীরভূম জেলা পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “এ দিনও ট্রাকের খালাসি ওই যুবকের খোঁজ চলেছে। পাওয়া যায়নি। তাই কলকাতায় উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মঙ্গলবার ওই দল উদ্ধার কাজে নামবে।”
|
শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
অস্বাভাবিক মৃত্যু হল জগন্নাথ গোপ (৩৫) নামে এক শিক্ষকের। বাড়ি দুবরাজপুরের খয়েরবন গ্রামে। সোমবার সকালে ওই শিক্ষককে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকজন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করার পাশাপাশি পুলিশে খবর দেন। দেহটি সিউড়ি হাসপাতালে পাঠানো হয়।
ছিনতাই। সোমবার ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার সময় দম্পতিকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল দুবরাজপুরে।
|
সোমবার সদাইপুর থানার বক্রেশ্বর নদের সেতুর কছাকাছি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গাছে ধাক্কা মারায় মৃত্যু হল রাজ বাগদি (৪) নামে শিশুর। বাড়ি সদাইপুর থানার ভুরকুনা গ্রামে। |