নির্বাচনী সভায় বোমা, হত ১৫
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
সাধারণ নির্বাচন যতই এগিয়ে আসছে তত অশান্ত হয়ে উঠছে পাকিস্তান। সোমবার সকালে জামায়েত-উলেমা-ই-ইসলাম-ফাজি নামে একটি দলের নির্বাচনী জনসভায় বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। জখম সত্তরেরও বেশি। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “উপজাতি অধ্যুষিত কুররাম প্রদেশের একটি মাদ্রাসায় বক্তৃতা চলছিল। হাজার তিনেক মানুষ উপস্থিত ছিলেন। হঠাৎই বিস্ফোরণ ঘটল।” আগামী ১১ মে পাকিস্তানে সাধারণ নির্বাচন। গত ১১ এপ্রিল থেকে প্রচার শুরু হয়েছে। সেই সঙ্গে চলছে হামলাও। ১১ এপ্রিল থেকে বিভিন্ন দলীয় মিছিলে হামলার ঘটনায় এ পর্যন্ত ৬০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
|
নোবেলজয়ীর স্বেচ্ছামৃত্যু
সংবাদসংস্থা • ব্রাসেলস |
৯৫ বছর বয়সে স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিলেন বেলজিয়ামের নোবেলজয়ী বিজ্ঞানী ক্রিশ্চিয়ান দ্য দুভ। বেলজিয়ামে স্বেচ্ছামৃত্যু আইনসম্মত। বাড়িতে পড়ে জখম হওয়ার পরে স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নেন মেডিসিনে এই নোবেলজয়ী। এক মাস আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “মৃত্যুকে ভয় পাই না বললে বাড়াবাড়ি হবে। কিন্তু মৃত্যুর পরের অবস্থা নিয়ে আমার ভয় নেই। কারণ, আমি ঈশ্বরবিশ্বাসী নই।”
|
১১১ কোটি
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
ভারত আর ব্রাজিলে বেড়ে গিয়েছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। আর সেই কারণেই গত বছরের তুলনায় প্রায় ২৩ শতাংশ ব্যবসা বেড়েছে তাদের, এ কথা রীতিমতো নথিপত্র পেশ করে স্বীকার করেছেন ফেসবুক কর্তৃপক্ষ। তাদের নথি বলছে, ২০১৩ সালের ৩১ মার্চ পর্যন্ত ফেসবুকের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছুঁয়ে ফেলেছে ১১১ কোটি।
|
পুরনো ফোনে নজরদারি
সংবাদসংস্থা • টরন্টো |
পুরনো স্মার্টফোন দিয়েই বাড়িতে কী হচ্ছে, না হচ্ছে তার খোঁজখবর রাখতে পারবেন অনায়াসে। তেমনই একটি অ্যাপ্লিকেশন তৈরির দাবি করেছে ক্যালিফোর্নিয়ার একটি সংস্থা। সংস্থাটির প্রধান পালো অল্টোর দাবি, এর জন্য শুধু দু’টি স্মার্টফোন দরকার। একটি বড়িতে ক্যামেরার কাজ করবে। আর অন্যটি যে কোনও জায়গায় নিয়ে গিয়ে ঘরের হাল-হকিকত দেখা যাবে অনায়াসে। এর জন্য খরচও বিশেষ হবে না। |