|
|
|
|
ঝড়ে ক্ষতি দিনহাটায় |
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
১৫ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে দিনহাটার তিনটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ক্ষতি হয়। শনিবার রাত ৯টা থেকে কিসামতদশগ্রাম দিনহাটা ভিলেজ টু ও বড়শাকদল পঞ্চায়েত এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়। পনেরো মিনিটের ওই ঝড়বৃষ্টির দাপটে অসংখ্য বাড়ির টিনের চালের ক্ষতি হয়। কয়েকশো বিঘা জমির পাট, ধান, ভুট্টা ও সব্জি খেত লণ্ডভণ্ড হয়েছে শিলের আঘাতে। ২ জন জখম হয়েছেন। দিনহাটা মহকুমা হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। রবিবার রাজ্যের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ পৃথক ভাবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান।
রবীন্দ্রনাথবাবু এই দিন বলেন, “প্রাথমিক ভাবে ১০ হাজার বাড়ি ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত ত্রাণ দিতে প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেছি।” দিনহাটার বিধায়ক উদয়ন গুহের অভিযোগ, ঘটনার পর রবিবার সারাদিন ক্ষতিগ্রস্তরা কোনও ত্রাণ পাননি। স্থানীয় সূত্রে খবর, ১০টি গ্রামে ক্ষতি হয়েছে। এর মধ্যে ফক্করেরহাট, লাঙ্গোলিয়া, দুরাচাপরি, রাখালমারি, টিয়াদহ, নিগমনগর, আমবাড়ি, জিৎপুর, ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি।
রাখালমারির এক বাসিন্দা নিখিল দাস বলেন, “রাত ৯ টা থেকে ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। মুহূর্তে মধ্যে বাড়ির টিনের চালের ক্ষতি হয়। গোটা গ্রামের প্রায় সব বাড়িরই একই রকম অবস্থা।” কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সুদীপ মিত্র বলেন, “বিডিওদের কাছে ক্ষয়ক্ষতির রিপোর্ট চাওয়া হয়েছে। ত্রাণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে।” |
|
|
|
|
|