|
|
|
|
নিশানা সিপিএমকে |
ফব’র শক্তি কমাতে দল বদল, ক্ষোভ উদয়ন গুহের |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
পঞ্চায়েত নির্বাচনে ফরওয়ার্ড ব্লককে বেকায়দায় ফেলতে স্থানীয় সিপিএম নেতৃত্বের একাংশ তৃণমূলে যাচ্ছে বলে অভিযোগ করলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক উদয়ন গুহ। রবিবার কোচবিহারে জেলা সম্পাদকমণ্ডলীর বৈঠকের পরে উদয়নবাবু বলেছেন, “বুড়িরহাটে সিপিএমের এক নেতা ও তাঁর বেশ কিছু অনুগামী শিবির বদলে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। তার পরেই দু’দফায় বুড়িরহাটে ফরওয়ার্ড ব্লক অফিস ভাঙচুর হয়। কিছু এলাকায় সিপিএমের একাংশ তৃণমূলে ঢুকে ফরওয়ার্ড ব্লককে দুর্বল করতে চাইছে। দিনহাটাতে ওই প্রবণতা বেশি।”
সাম্প্রতিক কয়েকটি দলবদলের ঘটনার জেরেই উদয়নবাবু এ দিন এমন অভিযোগ করেছেন বলে দলীয় সূত্রের ব্যাখ্যা। ফরওয়ার্ড ব্লক সূত্রে জানানো হয়েছে, ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে দিনহাটায় বাম শরিকদের মধ্যে আসন রফা হয়নি। ওই নির্বাচনে পঞ্চায়েত সমিতির একটি আসনে ফরওয়ার্ড ব্লক প্রার্থীর কাছে সিপিএম প্রার্থী পরাজিত হয়েছিলেন। গত এপ্রিলে এলাকার প্রভাবশালী সিপিএম নেতা তথা পরাজিত প্রার্থী খগেশ্বর বর্মন আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেন। ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, এর পরেই দু’দফায় ফরওয়ার্ড ব্লক অফিসে ভাঙচুর হয়। উদয়নবাবু বলেন, “আমি কারও নাম বলতে চাইছি না। তবে এটা ঠিক গত পঞ্চায়েতে আমাদের প্রার্থীর কাছে হেরে যাওয়া এক সিপিএম নেতা তৃণমূলে যোগ দেন। সে দিন বুড়িরহাটে আমাদের অফিসে প্রথম হামলা হয়।”
পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক তারিণী রায় বলেন, “কিছু সুবিধাবাদী লোক সব দলেই থাকেন। তাছাড়া শুধু সিপিএম থেকে নয়, ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব স্থানীয়েরও অনেকে তৃণমূলে যোগ দিয়েছেন। সবটাই বামফ্রন্টের ক্ষতি।” দিনহাটা ২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সিপিএম সভাপতি খগেশ্বর বর্মন বলেন, “তৃণমূল নেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি যোগ দিয়েছি। ভিত্তিহীন অভিযোগ তুলে ওঁরা রাজনৈতিক ফায়দা নিতে চাইছেন।” তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “উদয়নবাবুরা যাদের সঙ্গে নিয়ে ৩৪ বছর অন্যের ঘর ভেঙেছেন, তাঁদের এই অভিযোগ হাস্যকর ব্যাপার ছাড়া কিছু নয়।’’ |
|
|
|
|
|