|
|
|
|
নিখোঁজ স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী, রহস্য |
নিজস্ব সংবাদদাতা • তুফানগঞ্জ |
ময়নাগুড়ির বাসিন্দা তুফানগঞ্জে একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত এক যুবক নিঁখোজ হওয়ার ঘটনা নিয়ে রহস্য দানা বেঁধেছে। শনিবার তুফানগঞ্জ থানায় ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে তাদের ওই কর্মীর নিখোঁজের অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায়, নিখোঁজ ওই যুবকের নাম কৌশিক সরকার। বাড়ি ময়নাগুড়ির দ্বারিকামারি এলাকায়। গত ২৯ এপ্রিল তুফানগঞ্জের ওই স্বেচ্ছাসেবী সংস্থায় সমাজকল্যাণ আধিকারিক হিসাবে কাজে যোগ দেন। ৩ মে তিনি অবশ্য সংস্থার দফতরে যাননি বলে কর্মকর্তারা দাবি করেছেন। তাদের একজন পুলিশকে জানিয়েছেন, কোচবিহারে বন্ধুর বাড়ি যাচ্ছেন বলে মোবাইল থেকে ফোন করে তাঁকে জানিয়েছিলেন। সেই থেকে কৌশিকবাবুর খোঁজ মিলছে না বলে অভিযোগ। বর্তমানে তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে।
পুলিশ ওই যুবকের খোঁজে তদন্ত শুরু হয়েছে। তার মোবাইল ফোনের নম্বরের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। তুফানগঞ্জের এসডিপিও রেনল্ড ছেত্রী বলেন “নিখোঁজের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।”
শনিবার সংস্থার দফতরে তিনি কাজে না যাওয়ায় খোঁজখবর শুরু হয়। তুফানগঞ্জে সংস্থারই একটি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে তার থাকার ঘর রয়েছে। সহকর্মীরা দেখেন সেটি তালাবন্ধ। রাতেই বাড়ির লোকদের খবর দেন। পুলিশের কাছেও তাদের তরফে অভিযোগ দায়ের করা হয়। ময়নাগুড়ির বাসিন্দা কৌশিকবাবুর দিদি স্বপ্না সরকার বলেন, “কোচবিহারে আমাদের আত্মীয় থাকলেও ওর কোন বন্ধু নেই। পরিচিতদের কারও বাড়িতে যায়নি। কোনও প্রেমের সম্পর্ক ছিল বলেও আমাদের জানা নেই।” তবে মুক্তিপণ দাবি করে কোনও ফোন তাঁর পরিবারের কাছে আসেনি।
পরিবারের লোকদের দাবি, চাকরিতে যোগ দেওয়া সংক্রান্ত বিরোধের কোনও বিষয় ঘটনার পেছনে থাকতে পারে। কেন না ওই পদে অন্য এক কর্মপ্রার্থীর জন্য একটি মহল চেষ্টা করেছিল বলে তাঁরা জানতে পেরেছেন। ঘটনায় অস্বস্তিতে পড়েছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তারা। সংস্থার অন্যতম কর্মকর্তা সমিত কর বলেন, “আমরা প্রথমে ভেবেছিলাম অসুস্থতার জন্য উনি শনিবার দফতরে আসেননি। পরে থাকার ঘর বন্ধ দেখে পরিবারের লোকদের জানানো হয়। পুলিশেও ওঁর এক আত্মীয়কে সঙ্গে নিয়ে গিয়েই অভিযোগ করেছি।” চাকরি সংক্রান্ত কোনও বিরোধের সম্ভবনার কথা উড়িয়ে দিয়েছেন সমিতবাবু। তাঁর কথায়, কথায় প্রার্থীদের ইন্টারভিউ কোচবিহারে নেওয়া হয়। যুবককে তাঁর নিয়োগের বিষয়টি ফোন করে পরে জানানো হয়েছিল। |
|
|
|
|
|