|
|
|
|
সরকারের দু’বছর পূর্তিতে অনুষ্ঠান |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রাজ্য সরকারের দু’বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ, রবিবার থেকেই উত্তর দিনাজপুরের ইসলামপুর-সহ বেশ কিছু জেলায় তা শুরু হচ্ছে। গত শনিবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব অনুষ্ঠানের আয়োজন নিয়ে দফতরের আধিকারিক, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের মুখ্যকার্য নির্বাহী আধিকারিক, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর, দার্জিলিঙের জেলাশাসক সৌমিত্র মোহন-সহ অন্য আধিকারিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন। শিলিগুড়িতে অনুষ্ঠান শুরু হচ্ছে ৯মে থেকে। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে অনুষ্ঠান হবে। চলবে ২১ মে পর্যন্ত।
গৌতমবাবু বলেন, “জেলাগুলিতে বিভিন্ন দফতরের উদ্যোগে অনুষ্ঠান হবে।” উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি এবং কোচবিহারে বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করছে বন দফতর। উত্তর দিনাজপুরের ইসলামপুরে গ্রন্থাগার বিভাগের উদ্যোগে এ দিন অনুষ্ঠানের সূচনা হয়। মালদহে বর্ষপূর্তি উৎসবের আয়োজন করছে খাদ্য প্রক্রিয়াকরণ দফতর। এ দিন লাটাগুড়িতে বনমন্ত্রী হিতেন বর্মন জলপাইগুড়ি এবং কোচবিহারে বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন নিয়ে বৈঠক করেন।
কী আয়োজন হচ্ছে অনুষ্ঠানে?
সংশ্লিষ্ট দফতরগুলিই জানিয়েছে, গত দু’বছরে বিভিন্ন দফতরের কাজকর্ম নিয়ে অনুষ্ঠানের অঙ্গ হিসাবে প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। দফতরগুলির ভবিষ্যত পরিকল্পনার বিষয়টি থাকছে। তা ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, তাদের প্রদর্শনীতে বিভিন্ন জেলার হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিকাঠামো কী তৈরি করা হয়েছে, এনবিএসটিসি’র নতুন বাস পরিষেবা, পর্যটনের বিকাশে লামাহাটা থেকে মাদারিহাট, মূর্তিতে নতুন সরকারি বাংলো চালু, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যবস্থার মতো নানা বিষয় তুলে ধরা হবে।
গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী জানান, যে সমস্ত নতুন গ্রন্থাগার চালু করা হয়েছে, যে সমস্ত পরিকল্পনা রয়েছে তা তুলে ধরা হবে। |
|
|
|
|
|