টুকরো খবর
শিলাবৃষ্টিতে চাষে ক্ষতি
শিলাবৃষ্টিতে ভাঙল ঘরবাড়ি, ক্ষতি হল ফসলের। রবিবার বিকেলে শিলাবৃষ্টি হয় রঘুনাথপুর ২ ব্লকের মৌতড়, চেলিয়ামা, রুকনি, ধানাড়া ও সংলগ্ন গ্রামগুলিতে। অনেক জায়গায় শিলার আঘাতে টালি ও অ্যাসবেসটসের চালা ভেঙে গিয়েছে। শনিবার বিকেলে শিলাবৃষ্টিতে বড়জোড়া ও সোনামুখী ব্লকে বেশ কিছু ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি হয়। বড়জোড়া, বেলিয়াতোড়, ছান্দার, পখন্না এবং সোনামুখীর পিয়ারবেড়া এলাকার মধুচন্দনপুর, ফকিরবাঁধ, রাধাকৃষ্ণপুর-সহ ১৪টি মৌজায় শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয় বলে প্রশাসন সূত্রের খবর। জেলা উপকৃষি অধিকর্তা অনন্তনারায়ণ হাজরা বলেন, “এখনও পর্যন্ত বড়জোড়ায় ১২৫০ হেক্টর ও সোনামুখীতে ৪৩০ হেক্টর জমিতে বোরো ধান, তিল ও মরশুমি সব্জির ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।” পখন্নার চাষি তরুণ গোস্বামী বলেন, “৫ বিঘা জমিতে তিল ও ২ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলাম। শিলা বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল।”

রেললাইনে হাঁটছে লোক, মুখ রক্তাক্ত
ট্রেন ছাড়তে গিয়ে চালক দেখলেন সামনেই রেললাইনের উপর দিয়ে টলোমলো পায়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাঁকুড়ার বিষ্ণুপুর স্টেশনের ঘটনা। সেই দৃশ্য দেখে চালক ও গার্ড স্টেশন ম্যানেজারকে খবর দেন। রেলপুলিশ গিয়ে ওই ব্যক্তিকে লাইন থেকে সরায়। ঘটনার জেরে হলদিয়া-আসানসোল এক্সপ্রেস ছাড়তে বেশি কিছুটা দেরি হয়। উদ্ধার হওয়া লোকটির মুখ ছিল রক্তাক্ত। মাথায় ও মুখে চোট। রাতে লোকটিকে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ব্যক্তির বুকপকেট থেকে অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালীর একটি সার্টিফিকেট মিলেছে। তাতে নাম লেখা রয়েছে রতনকুমার রায়। বাড়ি পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডের আশু লেনে। ওই ব্যক্তি কথা বলার অবস্থায় নেই। ফলে তাঁর নামই রতনকুমার রায় কিনা, পুলিশ তা এখনও জানতে পারেনি।

সরকারের বর্ষপূর্তির অনুষ্ঠান আজ
রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান মানুষের কাছে পৌঁছে দিতে আজ সোমবার থেকে এই জেলায় শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। পুরুলিয়া জেলায় অনুষ্ঠানের থিম হল স্বনির্ভর, সমবায় ও পশ্চিমাঞ্চল দফতর। রাঁচি রোডে তথ্য সংস্কৃতি দফতর প্রাঙ্গণে এই মেলার আসর বসছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ায় অনুষ্ঠানের আয়োজক জেলার মন্ত্রী শান্তিরাম মাহাতোর স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প দফতর। শান্তিরামবাবু বলেন, “গত দু’বছরে রাজ্য সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে, সাধারণ মানুষ সরকারের কাছ থেকে কী ধরনের সুবিধা পেতে পারেন, তা এখানকার বিভিন্ন স্টলে তুলে ধরা হচ্ছে।” অনুষ্ঠান চলবে ২১ মে পর্যন্ত। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত মেলা চলবে। প্রত্যন্ত এলাকার মানুষজনের জন্য রাত পর্যন্ত বাসের ব্যবস্থা করছে প্রশাসন।

সিপিএমের দাবি
সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জড়িত তৃণমূলের মন্ত্রী-সাংসদদের গ্রেফতারের দাবিতে রবিবার রাইপুরে মহামিছিল করল সিপিএম। ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিয় পাত্র, প্রাক্তন মন্ত্রী পার্থ দে, বাঁকুড়া জেলা সভাধিপতি পার্থপ্রতিম মজুমদার প্রমুখ। মিছিলের জেরে রাইপুরে ঘন্টাখানেক যান চলাচল ব্যাহত হয়। অন্যদিকে, ভুঁইফোঁড় অর্থলগ্নী সংস্থার বিরুদ্ধে মানুষকে সজাগ করতে রবিবার বড়জোড়ায় মিছিল করল তৃণমূল। উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক আশুতোষ মুখোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব। শতাধিক মানুষ ওই মিছিলে যোগ দিয়েছিলেন।

রাস্তার জন্য দোকান উচ্ছেদ
বান্দোয়ান চকবাজারে রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তা দখলকারী দোকানগুলি সরিয়ে নেওয়ার ঘোষণা চলছিল কয়েকদিন ধরেই। রবিবার ছিল দোকান সরিয়ে নেওয়ার শেষ দিন। অনেক ব্যবসায়ীই এ দিন তাঁদের দোকান সরিয়ে নেন। বান্দোয়ানের বিডিও মধুসূদন মণ্ডল বলেন, “বান্দোয়ানের রাস্তা যানজট মুক্ত রাখতে জবরদখলকারীদের দোকান সরিয়ে নেবার নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রতিবাদ মিছিল
পাকিস্তানের জেলে থাকা বন্দি সর্বজিৎ সিংহের মৃত্যুর প্রতিবাদে রবিবার ছাতনায় ধিক্কার মিছিল করল বিজেপি। উপস্থিত ছিলেন দলের রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকার, রাজ্য সহ-সভানেত্রী কৃষ্ণা ভট্টাচার্য।

দুর্ঘটনায় মৃত্যু
অটো নিয়ে রাস্তার পাশে দোকানে ধাক্কা মারায় মৃত্যু হল চালকের। তাঁর নাম মোহনলাল ভার্মা (৩৫)। রঘুনাথপুর থানার আপার বেনিয়াশোলে তাঁর বাড়ি। শুক্রবার রাতে আদ্রার স্টেশন রোডের ঘটনা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.