আমানতকারীদের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সারদা গোষ্ঠীর বোলপুর শাখা অফিস সিল করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, বেশ কিছু ফাইল, আসবাব। রবিবার বীরভূমের পুলিশ সুপার মুরলীধর শর্মা বলেন, “আমানতকারীদের অভিযোগে মামলা হয়েছিল। সরকারি নিয়ম মেনে ওই অফিসটি সিল করা হয়েছে। বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সারদা গোষ্ঠী বোলপুর মহকুমা থেকে কয়েক কোটি টাকা তুলেছে। সংস্থার ওই শাখা অফিসটি বোলপুর শহরের শ্রীনিকেতন রোডের উপরে অবস্থিত। যদিও সারদা-কাণ্ডের পরে গত এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ থেকেই ওই দফতর তালা বন্ধ। |
বোলপুরে তদন্তে পুলিশ। ছবি: বিশ্বজিত্ রায়চৌধুরী। |
এমনকী সেখানকার কর্মীরা রাতের অন্ধকারে সংস্থার সাইন বোর্ডও খুলে ফেলেছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই সংস্থার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে এলাকার আমানতকারীরা বোলপুর থানায় লিখিত অভিযোগ জানান। আর্থিক প্রতারণা-সহ একাধিক মামলায় অভিযোগ দায়ের হয়। আমানতকারীদের কাছে অভিযোগ পাওয়ার পরে তদন্তে নামে বোলপুর পুলিশ। পুলিশ সূত্রের খবর, বেশ কিছু দিন ধরে নজরদারি চালানোর পরই পুলিশ সুপারের নির্দেশে রবিবার ঘটনার তদন্তকারী অফিসার রামকানাই চক্রবর্তী ও এসআই ভবেশচন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ ওই সংস্থার শাখা অফিসে হানা দেয়। মহকুমাশাসক (বোলপুর) প্রবালকান্তি মাইতি বলেন, “অভিযোগের ভিত্তিতে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ অফিসটি সিল করেছে।”
এ দিন প্রায় তিন ঘণ্টা ধরে পুলিশ ওই অফিসে অভিযান চালায়। দফতরের তালা ভেঙে পুলিশ ও ডেপুটি ম্যাজিস্ট্রেট ঢোকেন। পুলিশ জানিয়েছে, দু’টি কম্পিউটার, বেশ কিছু ফাইলপত্র, একটি আলমারি, দু’টি টেবিল, আটটি চেয়ার-সহ নানা আসবাব বাজেয়াপ্ত করা হয়েছে। |