টুকরো খবর
প্রতারণায় অভিযুক্ত বনগাঁর সংস্থা
কখনও ইন্দিরা আবাস যোজনায়, কখনও ‘আমার বাড়ি’ প্রকল্পে বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গরিব মানুষদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে প্রতারিত করবার অভিযোগ উঠল বনগাঁর একটি স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে। রবিবার বনগাঁ থানায় প্রতারিতদের তরফে অপূর্ব তহবিলদার নামে এক জন ওই সংস্থার ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেন।পুলিশের কাছে লিখিত অভিযোগে জানানো হয়েছে, ইন্দিরা আবাস যোজনায় ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০০৯ সালের অক্টোবর মাসে ওই স্বেচ্ছাসেবী সংস্থা অপূর্ববাবুর কাছ থেকে ৬ হাজার ৫০০ টাকা ‘রেজিস্ট্রেশন ফি’ নেয়। সরকারি শিলমোহর দেওয়া একটি আবেদনপত্র পূরণ করানো হয়। কিন্তু তিনি ইন্দিরা আবাস যোজনার টাকা পাননি। কয়েক জনকে চেকে টাকা দেওয়া হলেও সেই চেক ব্যাঙ্কে বাউন্স করে।প্রতারিতদের কয়েক জনের অভিযোগ, ওই সংস্থার অভিযুক্তদের মধ্যে দেগঙ্গার দেবাশিস দেব নিজেকে প্রাক্তন আবাসনমন্ত্রী গৌতম দেবের ভাই পরিচয় দিয়ে রাজারহাটে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। দেবাশিসবাবুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। প্রাক্তন আবাসনমন্ত্রী তথা সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গৌতম দেব বলেন, “ওই নামে আমার কোনও ভাই নেই। পুলিশের উচিত ওকে ধরে লক-আপে ঢুকিয়ে দেওয়া।” জেলা তৃণমূল পর্যবেক্ষক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “পুলিশকে বলা হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে।” পুলিশ জানায়, অভিযুক্তদের খোঁজ চলছে।

নকল গয়না বিক্রি, ধৃত ৩
নকল গয়নাকে সোনার বলে ব্যবসায়ীদের বিক্রি করার একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। শনিবার রাতে গোপালনগরের ন’হাটা এবং শ্রীপল্লি এলাকা থেকে বিশ্বজিৎ পাত্র, কৃষ্ণা রায় ও বনবিহারী কামিলা নামে ওই তিন জনকে ধরে পুলিশ। পুলিশ জানায়, বিশ্বজিতের বাড়ি কাঁথিতে, বনবিহারীর বাড়ি দাঁতনে এবং কৃষ্ণার বাড়ি বনগাঁর কালুপুরে। আটক করা হয় প্রচুর নকল গয়না ও একটি গাড়ি। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ন’হাটার একটি সোনার দোকানে আংটি বিক্রি করতে আসে কৃষ্ণা। দোকান মালিক এবং তাঁর কর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা মহিলাকে আটকে রেখে পুলিশে খবর দেন।

স্কুলকর্মী খুনে ধৃত ১
বনগাঁর নরহরিপুর সারদাচরণ বিদ্যাপীঠের কর্মী বাসুদেব সাহাকে খুনের অভিযোগে শুক্রবার গভীর রাতে খেদাপাড়া এলাকা থেকে সন্ন্যাসী মণ্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। তার বাড়ি ওই এলাকাতেই। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাসুদেববাবু সাইকেল চালিয়ে যশোহর রোড ধরে শিমুলতলায় বাড়ি ফিরছিলেন। পথে দুষ্কৃতীরা তাঁকে সাইকেল থেকে নামিয়ে গুলি করে খুন করে। তদন্তকারীরা জানিয়েছেন, বাসুদেববাবুর সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে দুই শ্যালকের বিবাদ চলছিল। তার জেরেই ভাড়াটে খুনির মাধ্যমে এই খুন হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। বাসুদেববাবুর স্ত্রী দুই দাদা-সহ ছ’জনের বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ দায়ের করেন থানায়। পুলিশ জানায়, বাকি অভিযুক্তেরা পলাতক। ধৃতকে শনিবার বনগাঁ আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

খুনের অভিযোগে গ্রেফতার শ্রমিক
খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ঠিকা শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার, উত্তর ২৪ পরগনার মিনাখা থেকে। ধৃতের নাম আয়ুব সাউজি। পুলিশ জানিয়েছে, কিছু দিন আগে কেশবচন্দ্র সেন স্ট্রিটে একটি বহুতল নির্মাণের কাজ চলছিল। সেই কাজ চলাকালীন দু’জন ঠিকা শ্রমিক নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠে। পুলিশ জানিয়েছে, ওই ঘটনার কয়েক দিন পরেই নইমুদ্দিন মোল্লা নামে এক ঠিকা শ্রমিকের দেহ উদ্ধার হয়। ওই খুনের ঘটনায় জড়িত সন্দেহে আয়ুব গ্রেফতার হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.