বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এলাকায় উত্তেজনা ছিলই। দু’পক্ষের মারামারির জেরে পুলিশ গ্রেফতার করে এক জনকে। মূল অভিযুক্তকে গ্রেফতার না করে পুলিশ নিরীহ এক জনকে ধরেছে, এই অভিযোগে ১৮ ঘণ্টা পথ অবরোধ করে জনতা। শনিবার রাত থেকে দুপুর পর্যন্ত যার জেরে অবরুদ্ধ হয়ে ছিল বসিরহাটের ব্যস্ততম আবু দৈয়ান রোড। চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। বসিরহাটের আইসি শুভাশিস বণিক বলেন, “এক পক্ষের অভিযোগের ভিত্তিতে ধরা পড়েছিল এক জন। অন্য পক্ষ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
|
অবরুদ্ধ আবু দৈয়ান রোড। ছবি: নির্মল বসু। |
পুলিশ জানায়, মাস কয়েক আগে আবু দৈয়ান রোডের পাশে ব্রহ্মানন্দ কলোনির এক বিবাহিত ব্যক্তির সঙ্গে স্থানীয় একটি মেয়ের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। পরে প্রেমিকাকে নিয়ে ওই ব্যক্তি এলাকা ছাড়েন বলে স্থানীয় মানুষের দাবি। যদিও ওই ব্যক্তির অভিযোগ, তাঁকে মারধর করে এলাকা ছাড়তে বাধ্য করেছেন স্থানীয় কিছু মানুষ। তিনি প্রেমিকাকে বিয়েও করেছেন। দুই স্ত্রীকে নিয়ে থাকতে চান। উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করে। গত বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তি নিজের বাড়িতে ঢুকতে গেলে দু’পক্ষের মারামারি বাধে। জখম হন দুই পক্ষের মহিলা। এক মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে অন্য মহিলার স্বামীকে গ্রেফতার করে পুলিশ। এরই প্রতিবাদে শুরু হয় অবরোধ। মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশকেও ফিরতে হয়। রবিবার ঘটনাস্থলে আসেন ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার চন্দ্রিমা চক্রবর্তী। অবরোধকারীরা অভিযোগ করেন, বিশেষ কোনও উদ্দেশ্যেই পুলিশ এমন উল্টো আচরণ করেছে। সে কথা অবশ্য মানতে চাননি পুলিশ কর্তারা। তদন্তকারী অফিসারদের দাবি, শুধু মহিলা-ঘটিত বিষয় নয়, এর পিছনে জমিজমা-সংক্রান্ত কোনও প্রসঙ্গও থাকতে পারে। গোটা ব্যাপার খতিয়ে দেখা হচ্ছে। |