‘ডাবল সেঞ্চুরি’র দিনই ওল্ড ট্র্যাফোর্ডে
ফেরার সম্ভাবনা বাড়ল রোনাল্ডোর
ত্যিই কি পরের মরসুমেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফিরতে চলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে? এই কোটি টাকার প্রশ্নে গত কয়েক দিন ধরেই উত্তাল ফুটবলবিশ্ব। ব্রিটিশ পত্রিকা ‘ডেইলি স্টার’ আবার জল্পনা বাড়িয়ে তুলেছে এই খবর করে যে, তাঁর পুরনো গুরু স্যর অ্যালেক্স ফার্গুসনের দলের এক সিনিয়র ফুটবলারের কাছে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন স্বয়ং রোনাল্ডো। আর রোনাল্ডোর রিয়াল-ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান জল্পনার দিনেই সিআর সেভেন মাদ্রিদ্রের জার্সিতে দুশোতম গোল করে বুঝিয়ে দিলেন, তাঁর ফর্ম তাঁকে নিয়ে জল্পনার মতোই তুঙ্গে।
শনিবার রাতে রোনাল্ডোর জোড়া গোলের সুবাদেই রিয়াল ভালাদোলিদকে ৪-৩ হারিয়ে লিও মেসির বার্সেলোনার লা লিগা খেতাব অর্জন আরও এক সপ্তাহ পিছিয়ে দিল রিয়াল মাদ্রিদ।
“ইরিনা শায়েকের সঙ্গে দারুণ জাপানিজ ডিনার করছি। একটি বিশেষ মহিলা দেখছি আবার বিবৃতি দিয়েছেন যে আমি নাকি তাঁকে মেসেজ করেছি। অবশ্যই এটা মিথ্যে। আমাদের কেউ বা কোনও কিছু ডিস্টার্ব করতে পারবে না। এই নিয়ে মামলাও চলছে। যাঁরা ওই মহিলার কথা বিশ্বাস না করে আমার কথা বিশ্বাস করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। এটা পরিষ্কার যে আমাকে জড়িয়ে কুৎসা রটিয়ে ওই মহিলা নাম কিনতে চান...”
(তাঁর সঙ্গে এক ব্রাজিলীয় মডেলের সম্পর্ক নিয়ে বিভিন্ন ব্রিটিশ ট্যাবলয়েডে নানা লেখা বেরোনোয় চটেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শনিবার বান্ধবীকে নিয়ে ডিনারের পর ফেসবুকে ছবি-সহ নিজের বক্তব্য পোস্ট করেন সিআর সেভেন।)
একই সঙ্গে ১৯৮ থেকে রোনাল্ডো পৌঁছে গেলেন রিয়ালের হয়ে গোলের ডাবল সেঞ্চুরিতে। হুগো সাঞ্চেজ (২০৮), পুসকাস (২৩৭), সান্তিলানা (২৮৮), ডি’স্তেফানো (৩০৭) এবং রাউল (৩২৩) পাঁচ রিয়াল প্রবাদপ্রতিমের পরে রোনাল্ডো হলেন এই ক্লাবের ইতিহাসে ষষ্ঠ ফুটবলার যিনি রিয়ালের ‘২০০ ক্লাব’-এ প্রবেশ করলেন। তবে কিংবদন্তি রিয়াল গোলদাতাদের মধ্যে দুশোতম গোলে পৌঁছতে রোনাল্ডোরই সবচেয়ে কম ম্যাচ (১৯৬) লেগেছে। যেখানে রাউলের ‘ডাবল সেঞ্চুরি’তে পৌঁছতে লেগেছে ৪০৫ ম্যাচ। সাঞ্জেজের ২৬৮ ম্যাচ। ডি’স্তেফানোর ২৩৭ ম্যাচ। পুসকাসের ২০৯ ম্যাচ। এবং সান্তিলানার ৪১২ ম্যাচ। লা লিগার ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতাদের সর্বকালীন তালিকায় ২০ নম্বর স্থানে উঠে এসেছেন সিআর সেভেন।
এবং পর্তুগিজ মহাতারকার ‘ডাবল সেঞ্চুরি’র দিনই তাঁকে নিয়ে ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর, রোনাল্ডোকে সই করাতে সর্বশক্তি লাগিয়ে দেবে ম্যান ইউ। যে ক্লাব থেকে রোনাল্ডোর রোনাল্ডো হয়ে ওঠা। তবে রিয়ালের সঙ্গে রোনাল্ডোর চুক্তি আরও দু’বছর বাকি। তার আগেই অবশ্য চলতি মরসুমে রিয়াল চেয়েছিল রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি করে তাঁর মাদ্রিদে থাকার মেয়াজ আরও বাড়িতে নিতে। কিন্তু রোনাল্ডো নতুন চুক্তি করতে অস্বীকার করেন। তার পর থেকেই তাঁর স্পেন ছাড়ার সম্ভাবনা নিয়ে জল্পনার শুরু। দু’বছর পরে রোনাল্ডো ‘ফ্রি’ হওয়ার আগেই তাঁর এজেন্টের সঙ্গে চূড়ান্ত কথা সেরে নিতে চাইছেন ফার্গুসন এমনও শোনা যাচ্ছে।

যে ভাবে রোনাল্ডোর‘ডাবল সেঞ্চুরি’
লা লিগায়
কোপা দেল রে-তে ১৬ গোল
চ্যাম্পিয়ন্স লিগে ৩৫ গোল
স্প্যানিশ সুপার কাপে ৩ গোল




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.