সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত দাবি রাহুলের
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সারদা-কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ। রবিবার বর্ধমানে বিজেপি-র কিষান মোর্চা সেলের এক শিবিরে তাঁর প্রশ্ন, “সারদা কাণ্ডে বিহার ও অসম সিবিআই তদন্ত চাইলেও রাজ্য কেন সিবিআই তদন্তের দাবি তুলছে না? মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন কথায়-কথায় সিবিআই তদন্ত চাইতেন। এখন সিবিআই তদন্ত না চাওয়ার পিছনে তাঁর দল ও সরকারের অনেকেরই সারদা গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতাই কি দায়ী?” তাঁর দাবি, “সিবিআই তদন্ত না হলে, সুপ্রিম কোর্টের অধীনে যদি বিচারবিভাগীয় তদন্ত যেন করানো হয়। তবেই এক মাত্র নিরপেক্ষ তদন্ত হতে পারে। সারদা-কাণ্ডে রাজ্য সরকার নিযুক্ত কমিশনের অনেক ফাঁক রয়েছে। সেই ফাঁক গলে অপরাধীরা বেরিয়ে যেতে পারে।” তিনি অভিযোগ করেন, সারদা গোষ্ঠীর যে টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে, তা ফিরিয়ে আনার ক্ষমতা কমিশনের নেই। রাহুলবাবুর আরও দাবি, “সিবিআই তদন্ত হলে আলিমুদ্দিন ও কালীঘাটের গায়ে যৌথ ভাবে কালি লাগবে। তাই রাজ্য সরকার ও ত্রিপুরা সরকার সারদা-কাণ্ডের সিবিআই তদন্ত চাইছে না।”
|
গভীর রাতে বোমাবাজি কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
গভীর রাতে দুষ্কৃতীরা বোমাবাজি করল কালনা ১ ব্লকের লিচুতলা এলাকায়। শনিবার রাতে ওই দুষ্কৃতীরা এক বাসিন্দাকে হুমকিও দেয় বলে অভিযোগ। এলাকাবাসী জানান, দুষ্কৃতীরা প্রথমে একটি মিষ্টির দোকানের সামনে বোমাবাজি করে। তার পরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দলাল মজুমদারের বাড়ির সামনে গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। রবিবার লিচুতলা এলাকায় গিয়ে দেখা যায়, ওই মিষ্টির দোকানের সামনে বোমাবাজির চিহ্ন। পুলিশ জায়গাটিকে বাঁশের লাঠি দিয়ে ঘিরে রেখেছে। গোবিন্দলালবাবু বলেন, “রাত তখন একটা। আমার বাড়ির সামনে এসে কয়েক জন দুষ্কৃতী প্রথমে রাস্তার আলো ভাঙে। পরে ঘর থেকে বেরিয়ে আসার জন্য হুমকি দেয়। তবে কিছুক্ষণ বাড়ির পাশে দাঁড়িয়ে তারা চলে যায়। দুষ্কৃতীদের দাপাদাপিতে রাতে ঘুম আসেনি।” শনিবার রাত থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে কালনা থানা সূত্রে জানা গিয়েছে।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক রিকশাচালকের। পুলিশ জানিয়েছে, বর্ধমানের কালনা ফটক লেভেল ক্রসিংয়ে শনিবার মৃত্যু হয় ভোলা রায় (৭৩) নামে ওই ব্যক্তির। তাঁর বাড়ি খাঁ-পুকুর আদিবাসী পাড়ায়। সন্ধ্যের সময় বেরিয়েছিলেন তিনি। সম্প্রতি তাঁর দৃষ্টি ও শ্রবণশক্তি দুর্বল হয়ে পড়েছিল বলে জানা গিয়েছে। তাঁর পরিবার রাত ৯টা নাগাদ বর্ধমান জিআরপিতে গিয়ে দেহটি শনাক্ত করেন। অন্যদিকে, ওই দিনই গলসি থানার আদ্রাহাটির কাছে গাছে বাইকের ধাক্কা লেগে মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অরবিন্দ রায় (২৫)। তাঁর বাড়ি গলসি থানার গোহগ্রামে।
|
লরির ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটরবাইক আরোহীর। রবিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ খণ্ডঘোষের বড় গোপীনাথপুর মোড়ে মোগলমারি-গোঁয়াই রাস্তায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম প্রদীপ ঘোষ (২৩)। বাড়ি বাঁকুড়ার ইন্দাসে। তাঁর সঙ্গী গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। লরিটি আটক করেছে পুলিশ। চালক পলাতক। |