‘সরকারি’ গাড়ির চালক মদ্যপ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
অপ্রকৃতিস্থ অবস্থায় রাজ্য সরকারের ‘অন ডিউটি’ বোর্ড সাঁটানো গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বুদবুদের পণ্ডালি গ্রামে ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়ি নিয়ে এসে ওই চালক-সহ দু’জন এক শিশুকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছিল। তখনই আশপাশের লোকজন ছুটে গিয়ে চালক তাপস যোগীকে ধরে ফেলেন। অন্য জন পালিয়ে যায়। পুলিশ জানায়, গাড়িটি আটক করা হয়েছে। ওই বালকের পরিবারের তরফে অবশ্য অপহরণের চেষ্টার কোনও অভিযোগ করা হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৭টা নাগাদ পণ্ডালি গ্রামের বাসিন্দা জগন্নাথ রায় তাঁর বছর পাঁচেকের নাতি শ্রীমন্ত সরকারকে নিয়ে বাড়ির বাইরে রাস্তার পাশে বসেছিলেন। হঠাৎই একটি গাড়ি তাঁদের সামনে এসে দাঁড়ায়। গাড়ির চালক জগন্নাথবাবুকে ডেকে কথা বলতে শুরু করে। এলাকাবাসীর দাবি, সেই সুযোগে অন্য আরোহী শ্রীমন্তকে ধরে গাড়িতে তুলে নেয়। তখন চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু নাতির চিৎকার শুনে জগন্নাথবাবু গাড়ির চালককে ধরে ফেলেন। জোর করে গাড়ি চালাতে গেলে সেটি মাঠে নেমে যায়। জগন্নাথবাবুর চিৎকার শুনে লোকজন ছুটে আসেন। তখন অন্য জন ছুটে পালিয়ে গেলেও চালক ধরা পড়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ওই চালক মদ্যপ অবস্থায় ছিল। গাড়িতে সরকারি বোর্ড লাগিয়ে এ ধরনের দুষ্কর্মের চেষ্টা দেখে তাঁরা শঙ্কিত বলে জানান গ্রামবাসীরা। পুলিশ জানায়, গাড়িতে ওই বোর্ড সাঁটানোর বিষয়টিও দেখা হচ্ছে।
|
সারদার শাখা ম্যানেজার ধৃত
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
লগ্নিকারীদের অভিযোগের ভিত্তিতে রানিগঞ্জে সারদা গোষ্ঠীর এক শাখা অফিসের ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। কম্পিউটর-সহ বেশ কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করে ‘সিল’ করা হয়েছে ওই কার্যালয়ও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চাশ জন লগ্নিকারীর অভিযোগের ভিত্তিতে ওই শাখা ম্যানেজার তন্ময় মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। বিবেক মণ্ডল নামে এক লগ্নিকারীর দাবি, সারদা গোষ্ঠীর রানিগঞ্জ অফিস ১৬ এপ্রিল থেকে বন্ধ থাকলেও তা খুলতে পারে বলে আশা করেছিলেন তাঁরা। কিন্তু দু’দিন আগে তাঁরা দেখেন, ওই বাড়ি থেকে কেউ বোর্ড খুলে নিয়েছে। তাতে তাঁদের সন্দেহ বাড়ে। লগ্নিকারীরা তার পরেই অভিযোগ দায়ের করেন।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের শালডাঙা বাউড়িপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ছোটন বাউড়ি (২৮)। রবিবার প্রতিবেশীর কাছ থেকে খবর পায় পুলিশ। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ পুলিশ তার দেহ উদ্ধার করে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ জানায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
স্কুলের গুদামে আগুন রানিগঞ্জে
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
হঠাৎ আগুন লেগে পুড়ে গেল স্কুলের বেশ কিছু নথিপত্র। রবিবার ভোরে রানিগঞ্জের গান্ধি মেমোরিয়াল বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যালয়ের জেলা বিধায়ক প্রতিনিধি বাসুদেব গোস্বামী বলেন, “এ দিন ভোরে হঠাৎ স্কুল থেকে আগুন বেরোচ্ছে দেখতে পেয়ে স্কুল কর্তৃপক্ষকে খবর দিই। পুলিশ এবং দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঠিক কী কারণে ওই স্কুলে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, সম্ভবত শট সার্কিট হয়েই আগুন লেগেছে।
|
প্রয়াত কাউন্সিলর
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
প্রয়াত হলেন আসানসোল পুরসভার ১ নম্বর ওয়ার্ডের আরএসপি কাউন্সিলর বীরেন কর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে হৃদযন্ত্রের রোগে ভুগছিলেন তিনি। রবিবার রাতে কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আসানসোলে পুরসভা গঠিত হওয়ার পর থেকেই তিনি কাউন্সিলর পদে ছিলেন। বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আসানসোলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
|
কাটোয়া
সাহিত্য সঙ্গীত আসর। সার্কাস ময়দান। সন্ধ্যা সাতটা। উদ্যোগ: পলাশসোম সন্ধ্যা। |